FD Interest Rate: দেখতে দেখতে টাকা হবে দ্বিগুণ! প্রায় ১০% সুদ দিচ্ছে এই ব্যাঙ্ক

Prosun Kanti Das

Published on:

This bank is giving around 10% interest rate on FD: সুরক্ষিত জায়গায় অর্থ বিনিয়োগ করে লক্ষ্মীর ভান্ডার পূরণ করার ইচ্ছা? কোথায় বিনিয়োগ করবেন ভেবে উঠতে পারছেন না? আরে চিন্তা কি, এখনই বিনিয়োগ করুন এই ব্যাঙ্কে। যেখানে সুদ পাওয়া যাচ্ছে প্রায় ১০% হারে (FD Interest Rate)। বিনিয়োগ করলেই দেখতে দেখতে ডাবল হয়ে যাবে টাকা। কোন ব্যাঙ্ক দিচ্ছে এই দুর্দান্ত অফার? কত দিনের মেয়াদেই বা এই অফার পাওয়া যাচ্ছে? চলুন দেখে নেওয়া যাক বিস্তারিতভাবে….

বর্তমান সময় পর্যন্ত রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কোনো রেপো রেট বৃদ্ধি করেনি। ফলেই একাধিক ব্যাঙ্ক এই সময়ে হু হু করে বাড়িয়েছে ফিক্সড ডিপজিটের সুদের হার। এবার সুদের হার বৃদ্ধি করে সেই তালিকায় নাম লেখালো নর্থ ইস্ট স্মল ফিনান্স ব্যাঙ্ক। চলতি মাসেই প্রায় ৫০ বেসিস পয়েন্টে ০.৫০ শতাংশ সুদ বৃদ্ধি (FD Interest Rate) করেছে এই ব্যাঙ্ক। ফলস্বরূপ এফডিতে সর্বোচ্চ রিটার্ন দেওয়া ব্যাঙ্কগুলির মধ্যে অন্যতম হয়ে উঠেছে নর্থ ইস্ট স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক। সর্বোচ্চ কত সুদের হার লাগু করল এই ব্যাঙ্ক? কত মেয়াদেই বা এই সুদের হার বৃদ্ধি করল? রইল বিস্তারিত বিবরণ….

ব্যাঙ্ক সূত্রে খবর, পূর্বে নর্থ ইস্ট স্মল ফাইন্যান্স ব্যাঙ্কের সর্বোচ্চ সুদের হার ছিল সাধারণ নাগরিকদের জন্য ৮.৭৫ শতাংশ এবং সিনিয়র সিটিজেনদের জন্য ৯.২৫ শতাংশ। তবে সাম্প্রতিক সেই সুদের হার বৃদ্ধি হয়ে সাধারণ নাগরিকদের জন্য সুদের হার লাভ হয়েছে ৯.২৫ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার সর্বোচ্চ বৃদ্ধি হয়েছে ৯.৭৫%। ৫ কোটি টাকা পর্যন্ত এই সুদের হার লাগু হবে। মেয়াদকাল কত রয়েছে এই সর্বোচ্চ সুদের?

আরও পড়ুন 👉 Paytm Wallet New Rules: পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের পর এবার ওয়ালেট! বন্ধ করতে নয়া নিয়মের ঘোষণা সংস্থার

বর্তমান হিসাব অনুযায়ী, নর্থ ইস্ট স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক সাধারণ নাগরিকদের জন্য ৮.৭৫ শতাংশ সুদ অফার করছে ৩৬৬ থেকে ৫৪৫ দিনের মেয়াদকালে। যা একই মেয়াদকালে প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার ৯.২৫ শতাংশ। অপরদিকে সাধারণ নাগরিকদের জন্য নির্দিষ্ট অ্যামাউন্টের উপর সর্বোচ্চ সুদ ৯.২৫ শতাংশ অফার করছে ১ বছর এক ১৮১ থেকে ৩ বছর ১৬ দিনের মেয়াদে। যা একই মেয়াদে প্রবীণ নাগরিকদের অ্যামাউন্টের উপর সুদ প্রদান করছে ৯.৭৫ শতাংশ।

প্রবীণ নাগরিকদের জন্য এই ব্যাঙ্ক অন্যান্য মেয়াদে যে সুদের হার (FD Interest Rate) অফার করছে তা হল

  • ৭ দিন থেকে ১৪ দিনের মেয়াদে ৩.৭৫ শতাংশ
  • ১৫ দিন থেকে ২৯ দিনের মেয়াদে ৪.২৫ শতাংশ
  • ৩০ দিন থেকে ৪৫ দিনের মেয়াদে ৪.৭৫ শতাংশ
  • ৪৬ দিন থেকে ৯০ দিনের মেয়াদে ৫.২৫ শতাংশ,
  • ৯১ দিন থেকে ১৮০ দিনের মেয়াদে ৬.৭৫ শতাংশ
  • ৩৬৫ দিন থেকে ৫৪৫ দিনের মেয়াদে ৯.২৫ শতাংশ
  • ৫৪৬ দিন থেকে ১১১১ দিনের মেয়াদে ৯.৫০ শতাংশ
  • ১১১২ দিন থেকে ১৮২৫ দিনের মেয়াদে ৮.৫০ শতাংশ
  • ১৮২৬ দিন থেকে ৩৬৫০ দিনের মেয়াদে ৮.৭৫ শতাংশ