UPSC Result: যত দিন যাচ্ছে ততই প্রতিযোগিতামূলক পরীক্ষায় বাড়ছে প্রতিযোগিতার সংখ্যা। ফলে প্রতিযোগীদের কাছে চাকরির পরীক্ষা কঠিন হয়ে দাঁড়াচ্ছে। রাত দিন পরিশ্রম করেও অনেকে উত্তীর্ণ হতে পারছে না। তবে এই পরিস্থিতিতে ইউপিএসসি পরীক্ষায় এক নজর কারা সাফল্য গড়ল বাংলার সন্তান। দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে সর্বভারতীয় স্তরের পরীক্ষায়। কে সেই বঙ্গ তনয়? এই কঠিন পরীক্ষায় সাফল্যের পেছনে তার পরিশ্রম কী?
প্রসঙ্গত, পূর্বে বাংলার একাধিক তরুণ-তরুণীরা এই সর্বভারতীয় স্তরের পরীক্ষায় গোটা দেশজুড়ে বাংলার মুখ উজ্জ্বল করেছে। তবে এবারও সেই কঠিন পরীক্ষায় (UPSC Result) বিরাট সাফল্য অর্জন করল বাংলার তনয় জয়দীপ রায়। লাখ লাখ প্রার্থীর মধ্যে এই দুর্দান্ত সাফল্য মুহূর্তের মধ্যে ছিনিয়ে নিল বঙ্গ তনয়। কিভাবে এই সাফল্যের চূড়ায় পৌঁছানো সম্ভব হয়েছে জয়দীপের?
সূত্রের খবর, খুবই সাধারণ ঘরের ছেলে শিলিগুড়ির জয়দীপ রায়। শিলিগুড়ির ৪২ নম্বর ওয়ার্ডে বসবাস করেন জয়দীপ ও তার পরিবার। তার শৈশবের পড়াশোনা শেষ হয় শিলিগুড়ি বয়েজ হাই স্কুল থেকে। তারপর কলকাতার যাদবপুর ইউনিভার্সিটি থেকে উচ্চ শিক্ষার জন্য পড়াশোনা করেন। কলেজ শেষ করে আইআইটি পড়াশোনা করেন মুম্বাই থেকে। তারপরেই সর্বভারতীয় স্তরের কঠিন পরীক্ষায় (UPSC Result) নাম লেখান জয়দীপ। আর সেখানেই বিরাট বাজিমাত করে ফেলে। সারা দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করে বঙ্গ সন্তান জয়দীপ।
আরও পড়ুন: সবকিছু হারিয়ে হয়েছিলেন নিঃস্ব, কৃষক পরিবারের এই দুই কন্যা আজ সাফল্যের শিখরে
খবর রয়েছে, ২০২৪এর UPSC কম্বাইন্ড জিও সায়েন্টিস্ট পরীক্ষায় বসেন বাংলার জয়দীপ। আর সেখানেই তিনি সকল প্রার্থীকে পিছনে ফেলে সর্বোচ্চ স্থান অধিকার করে। যা গোটা দেশের মধ্যে বাংলার মুখ উজ্জ্বল করেছে। বঙ্গ তথা জেলার এই মেধাবী ছাত্রের প্রতিভা দেখে খুশি সকলে। এই অসামান্য প্রতিভাকে সংবর্ধনা জানাতে এগিয়ে আসেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। জয়দীপকে সংবর্ধনা জানিয়ে বলেন, বঙ্গ তনয়ের এই বিরাট সাফল্যে তারা গর্বিত, আপ্লুত। বাংলা আবারো প্রমাণ করলো তাদের রাজ্যের কোণায় কোণায় এখনো বহু প্রতিভাশালী ছাত্র-ছাত্রী মাথা উঁচু করে রয়েছে।
এই নজর কারা সাফল্যে বঙ্গ সন্তান জয়দীপের অনুভূতি কেমন? তিনি তার সাফল্য নিয়ে কি বললেন? জেলার মেয়রের তরফে সংবর্ধনা পেয়ে জয়দীপ বলেন, তিনি এত সম্মান সংবর্ধনা, প্রশংসা পেয়ে খুবই আনন্দিত। মেয়রের কাছ থেকে এই প্রশংসা পেয়ে গর্বিত তিনি। পাশাপাশি তার পরিবারও তার এই সাফল্যে খুবই আপ্লুত হয়েছে বলে জানিয়েছে জয়দীপ। শুধু তাই না, আগামী প্রজন্মকেও এই কঠিন পরীক্ষায় (UPSC Result) অংশগ্রহণে সাহস জোগাতে কৃতি সন্তান বলেছেন, এই কঠিন পরীক্ষায় সহজেই সাফল্য লাভ করা যায়। তবে তার জন্য সারা বছর ধরে পড়াশোনা করতে হবে। অর্থাৎ পরিশ্রম করলেই সাফল্য নিশ্চিত। যা আবারো প্রমাণ করলেন বঙ্গ সন্তান জয়দীপ। বলা যায় জয়দীপের এই সাফল্য দেশের বহু ছাত্র-ছাত্রীকে উচ্চশিক্ষায় এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগাবে।