নিজস্ব প্রতিবেদন : ভারতের সিনে জগতে টাকা পয়সার দিক দিয়ে অনেকটাই এগিয়ে বলিউড তারকারা। বলিউডের এই সকল তারকাদের মধ্যে অনেক অভিনেত্রী আছেন যারা একেকটি সিনেমার জন্য ১৫ কোটি টাকা পর্যন্ত নিয়ে থাকেন। এই সকল অভিনেত্রীরা আবার অভিনয় ছাড়াও বিভিন্ন খাতে বড় বড় ইনভেস্ট করে মোটা টাকা কামাচ্ছেন।
এক একটি সিনেমায় অভিনয়ের ক্ষেত্রে যেমন মোটা অঙ্কের টাকা নিয়ে থাকেন দীপিকা পাড়ুকোন, ঠিক তেমনই আবার তিনি ব্যবসার দিক দিয়েও সবার থেকে এগিয়ে। তিনি ২০১৭ সালে কেএ এন্টারপ্রাইজস স্থাপন করেছিলেন। দইয়ের এই ব্র্যান্ডে এপিগামিয়ায় বিনিয়োগ করেছে।
অভিনেত্রী হিসেবে আলাদা ভাবে জায়গা করে নেওয়া প্রিয়াঙ্কা চোপড়া নিউ ইয়র্কে সোনা নামে একটি রেস্তোরাঁ খুলছেন। পাশাপাশি তিনি নিজস্ব ভেগান হেয়ার কেয়ার ব্র্যান্ড ‘অ্যানোমালি’ও সদ্য চালু করেছেন।
সিনেমার বিচারে টাকা নেওয়া অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন আলিয়া ভাট। তিনি গত বছর শিশুদের জন্য ‘এড-এ-মামা’ নামের একটি পোশাকের ব্র্যান্ড চালু করেন। এখানে ২ থেকে ১৪ বছর বয়সীদের জন্য পোশাক পাওয়া যায়।
ক্যাটরিনা কাইফ অভিনয় জগতে আলাদাভাবে জায়গা করে নেওয়ার পাশাপাশি ২০১৯ সালে ‘নাইকা’-এর সঙ্গে কোল্যাব করে তাঁর মেকআপ ব্র্যান্ড ‘কে বিউটি’ খুলেছেন। ইতিমধ্যেই তিনি এই ব্র্যান্ডে বিপুল সাফল্য পেয়েছেন।
মডেল ও ফিটনেস এক্সপার্ট মালাইকা আরোরা মালাইকা অরোরা ভেঞ্চারস চালু করেছেন। এটি সার্বা এবং ন্যুড বাউলের মতো লাইফস্টাইল আর হেলথের স্টার্ট-আপগুলিতে করছে।
অনুষ্কা শর্মা, যিনি মাত্র ২৫ বছর বয়সে তার ভাইয়ের সঙ্গে মিলে একটি প্রোডাকশন হাউজ তৈরি করেছেন। সেই প্রোডাকশন হাউসের নাম ‘ক্লিন স্লেট ফিল্মজ’। পাশাপাশি এই অভিনেত্রী ২০১৭ সালে ‘নুশ’ নামে একটি নিজস্ব পোশাকের ব্র্যান্ড চালু করেছেন।