Cheap Canteen: মাত্র ১০ টাকাতেই মিলবে বাড়িতে খাবার, কার উদ্যোগে রাজ্যে হচ্ছে এত বড় কর্মকাণ্ড

Prosun Kanti Das

Published on:

Advertisements

Cheap Canteen: বর্তমানে জিনিসের দাম যেভাবে বাড়ছে তা সাধারণ মধ্যবিত্তের সাধ্যের বাইরে। কোন একসময় দশ টাকায় ব্যাগ ভর্তি বাজার করা যেত কিন্তু এখন তা স্বপ্ন। দশ টাকা দিয়ে ব্যাগ ভর্তি বাজার করা এখন আর হয়ে ওঠে না। দ্রব্যমূল্যের বৃদ্ধি সাধারণ মানুষকে নাজেহাল করে তুলেছে এবং এই পরিস্থিতিতে বিজেপি (BJP) কাউন্সিলর সজল ঘোষ (Sajal Ghosh) একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। মাত্র ১০ টাকার বিনিময়ে এবার বাড়িতে পৌঁছে যাবে খাবার।

Advertisements

আশা করি সকলেরই মনে আছে করোনা পরিস্থিতিতে রাজ্যের নিম্নবিত্ত মানুষদের কাছে খাবার পৌঁছে দিতে ‘শ্রমজীবী ক্যান্টিন’। এই ক্যান্টিন চালু করেছিল সিপিএম। সিপিএম দল বহু মানুষের মুখে খাবার তুলে দিতে পেরেছিল এই সময়ে। যদিও রাজ্য সরকার ‘মা ক্যান্টিন’ চালু করে সাধারণ মানুষের কষ্ট অনেকটাই লাঘব করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই উদ্যোগ নিয়েছে অফিসযাত্রী, পথচলতি মানুষ এবং ফুটপাথবাসীদের জন্য। ৫ টাকায় তারা পেয়ে যাবে পেট ভর্তি খাবার। এবার নয়া উদ্যোগ (Cheap Canteen) নিলেন পদ্ম নেতা সজল ঘোষ।

Advertisements

বিজেপি কাউন্সিলর মাত্র ১০ টাকায় রাতের খাবারের ব্যবস্থা করে দিয়েছে সাধারণ মানুষের জন্য। বহু গরীব মানুষ মাত্র ১০ টাকা খরচ করে নিজেদের পেট ভরাতে পারে। এই উদ্যোগের নাম রাখা হয়েছে ‘চেটেপুটে’ (Cheap Canteen)। চলতি বছরের ৮ই ফেব্রুয়ারি থেকে এই পদক্ষেপ শুরু হবে। এই উদ্যোগের ফলে লাভবান হবে উত্তর ও মধ্য কলকাতার বৃদ্ধ বৃদ্ধারা। মাত্র ১০ টাকার পরিবর্তে তাঁদের বাড়িতে খাবার পৌঁছে দেবে বিজেপি।

Advertisements

আরও পড়ুন:Chief MinistersChief Ministers: জানেন কি দেশের সবচেয়ে গরীব এবং ধনী মুখ্যমন্ত্রী কারা

কাদের জন্য এই উদ্যোগ নিয়েছে এই বিজেপি নেতা? জানা যাচ্ছে যে, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া বৃদ্ধ বৃদ্ধাদের জন্যই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। বহু প্রবীণ অসহায় বৃদ্ধ এবং বৃদ্ধা যারা ঠিকমতো রান্না পর্যন্ত করতে পারেন না তাদের জন্যই এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এদের কথা মাথায় রেখেই রাতের খাবারের ব্যবস্থা করলেন সজল ঘোষ (Sajal Ghosh)।

বিজেপি নেতা এই বিষয়ে যদিও স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে, রাজ্য সরকার দ্বারা পরিচালিত ‘মা ক্যান্টিন’এর সঙ্গে এর কোনও মিল নেই। এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সজল ঘোষের (Sajal Ghosh) প্রশংসা করে বলেন, এলাকায় বরাবর সজল ঘোষ জনসেবামূলক কাজ করেছেন। তার অবদান সত্যি ভোলার মত নয়। বহু সময় বৃদ্ধ বৃদ্ধাদের বাড়িতে রান্না করার মতো পরিস্থিতি থাকে না। তাদের জন্যই নেওয়া হয়েছে এই উদ্যোগ।

Advertisements