This city was the Former Capital of India for one day by the British Government: ভারতের বর্তমান রাজধানী দিল্লির কথা তো আমাদের সবারই। তবে ভারতের ইতিহাস ঘেঁটে অনেকেই হয়তো জানেন এক সময় ভারতের রাজধানী ছিল কলকাতা। কিন্তু ব্রিটিশরা যখন ধীরে ধীরে এদেশের প্রভাব বিস্তার করছে, ঠিক সেই সময়কালে, দিল্লি বা কলকাতা নয়, অন্য একটি শহরকে একদিনের জন্য ভারতের রাজধানী (Former Capital of India) হিসেবে চিহ্নিত করা হয়েছিল। রাজধানী নির্বাচনের ক্ষেত্রে এই একদিনের বৈধতার কারণ কি সে সম্পর্কে বিস্তারিত তথ্য আজ আপনাদের জানাবো এই প্রতিবেদনের মাধ্যমে।
ভারতের ইতিহাসের দিকে নজর রাখলে দেখা যাবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের ধন সম্পদের প্রতি প্রলুব্ধ হয়ে বাণিজ্য করতে এদেশে এসেছিল। সেই সময় দেশের শাসন ব্যবস্থা চালাতেন মুঘল সম্রাটরা। তবে মুঘল সাম্রাজ্যের দুর্বলতার সুযোগ নিয়ে ব্রিটিশরা তাদের বণিকের মানদণ্ডকে রাজদণ্ডে পরিণত করতে চায়। এই নিয়ে শুরু হয় সারা দেশে তীব্র বিরোধিতা। ১৮৫৭ সাল থেকেই সারা দেশে অশান্তির আগুন ছড়িয়ে পড়েছিল। ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহের আগুনে জ্বলছিল দিল্লি, আগ্রা ও মিরাট ইত্যাদি অঞ্চল গুলি।
কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও ছেড়ে দেওয়ার পাত্র ছিল না। তারা স্থির করেই নিয়েছিল ভারতে নিজেদের প্রভাব বিস্তার করার। ব্রিটিশ সরকার সে সময় দিল্লিকে রাজধানী করতে চাইলেও, সেই সময় মুঘলরা দিল্লি শাসন করছিলেন। এই কারণে ব্রিটিশরা ঢুকতে পারছিল না দিল্লিতে। মিরটের যে স্থানগুলিতে বারবার বিদ্রোহের মুখে পড়তে হচ্ছিল ব্রিটিশদের সেখানে ততদিনে তৎকালীন এলাহাবাদ ব্রিটিশ শাসকদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ জারি হয়ে গেছে। ১৮৫৮ সালের ১ নভেম্বর সেই এলাহাবাদ অঞ্চল যা প্রয়াগরাজ নামে পরিচিত, সেই স্থানকে দেশের রাজধানী (Former Capital of India) হিসাবে ঘোষণা করা হয়।
আরও পড়ুন ? ভারতবর্ষের এই সকল রাজ্যের রয়েছে একের বেশি রাজধানী, অনেকেই জানেন না
ব্রিটিশ দের উদ্দেশ্য ছিল রাজধানী থেকে রানি ভিক্টোরিয়ার প্রেরণ করা প্রস্তাবনা পাঠ করা। সেখানেই তৎকালীন ভাইসরয় লর্ড ক্যানিং রানির প্রস্তাবনা পাঠ করেন। সেই প্রস্তাবনা অনুসারে ভারতবর্ষে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বদলে রানির শাসন জারি হয়। অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ক্ষমতা হস্তান্তর করে ভারতে রানির শাসন জারি করার উদ্দেশ্যে একদিনের জন্য এলাহাবাদকে ভারতের রাজধানী (Former Capital of India) করা হয়েছিল।
তবে ভারতের ঐতিহাসিক তথ্য অনুসারে জানা যায় শুধু ১৮৫৮ সালেই নয়, এর আগেও একাধিক বার এলাহাবাদ কে ভারতের রাজধানী বানাতে চেয়েছিল ব্রিটিশ কোম্পানি। ১৮৩৬ সালেও ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই সিদ্ধান্ত নিয়েছিল। এই নিয়ে প্রস্তাবনা জারি করেছিল ব্রিটিশ সরকার। যদিও নানা সমস্যার কারণে সেই প্রস্তাব বাতিল হয়ে যায়।