TVS CNG Scooter: একের পর এক নতুন নতুন চমক অটোমোবাইল বাজারে। চার চাকা থেকে শুরু করে দু চাকা সর্বত্রই নতুন নতুন ভ্যারাইটি। কোম্পানিগুলির সাথে চলছে বাজার দখলে হাড্ডাহাড্ডি লড়াই। আর এই লড়াইয়ে বাজার কাঁপাতে টিভিএস আনলো এক নতুন চমৎকার। সম্প্রতি বাজারে নিয়ে এলো সিএনজি স্কুটার, যা বিশ্বের প্রথম। বিশেষ কিছু সিস্টেম পরিবর্তন করে অত্যাধুনিক ফিচারসহ এই স্কুটার প্রদর্শন করেছে জুপিটার। কি কি ফিচার্স রয়েছে? মাইলেজ কত দেবে এই স্কুটার? টু হুইলার কেনার পরিকল্পনা থাকলে এখনই জেনে নিন।
প্রথমেই জেনে নেওয়া যাক স্কুটারের ইঞ্জিন সম্পর্কে। টিভিএসের জুপিটার সিএনজি স্কুটারে (TVS CNG Scooter) প্রদান করা হয়েছে ওবিডি টুবি কম্প্লায়েন্ট একটি ইঞ্জিন। যাতে রয়েছে ১২৫ সিসির বায়ো ফুয়েল ট্যাঙ্ক। যা টর্ক উৎপন্ন করবে ৫৫০০ আরপিএমে ৯.৪ এমএম এবং ক্ষমতা উৎপন্ন হবে ৬০০ আরপিএমে ৫.৩ কিলোওয়াট। এই স্কুটারে রয়েছে সিএনজি এবং পেট্রোলে দুই ভাবেই চালানোর সুবিধা। যার মধ্যে সিএনজি ট্যাঙ্ক রয়েছে ১.৪ কেজির এবং পেট্রোল ট্যাঙ্ক দেওয়া হয়েছে ২ লিটারের। ফুল সিএনজি ট্যাঙ্ক মাইলেজ দেবে ২২৬ কিমি রাস্তা। ১ কেজি সিএনজিতে ৮৪ কিমি রাস্তা অতিক্রম করা যাবে এই স্কুটারে।
এছাড়াও টিভিএস জুপিটারের এই সিএনজি স্কুটারে দেওয়া হয়েছে অত্যাধুনিক উন্নত প্রযুক্তি যেমন ব্লুটুথ সংযোগ, স্ট্যান্ড কাট অফ, এলইডি হেডলাইট, ইউএসবি চার্জিং সুবিধা ইত্যাদি। এছাড়াও এই স্কুটারটি ডিজাইন করা হয়েছে পরিবেশ বান্ধব, জ্বালানি সাশ্রয় হিসেবে। ক্রেতাদের আকর্ষণের জন্য দেওয়া হয়েছে দুর্দান্ত লুক। দাম কেমন রয়েছে?
আরও পড়ুন: গাড়ির মেলাতে একলাখি গাড়ি বুক করুন, Honda দিচ্ছে দুর্দান্ত সুযোগ
দামের কথা যদি বলি এক্ষেত্রে টিভিএস জুপিটারের ১২৫ সিসির পেট্রোল ইঞ্জিনের এক্স শো রুম দাম শুরু ৮৮,১৭৪। সর্বোচ্চ দাম রয়েছে ৯৯,১০৫ টাকা। ফলস্বরূপ আশা করা হচ্ছে টিভিএস জুপিটারের এই সিএনজি স্কুটার ৯০ থেকে ৯৯ হাজার টাকার মধ্যে রেখেই লঞ্চ করবে টিভিএস।
প্রসঙ্গত, বেশ কিছু মাস আগেই বাজারে টিভিএস লঞ্চ করেছে টিভিএস জুপিটার সিএনজি বাইক। এই আবহেই ক্রেতাদের আকর্ষণ করতে জুপিটারের সিএনজি স্কুটার (TVS CNG Scooter) আনলো টিভিএস। উল্লেখ্য ভারতে সম্প্রতি শুরু হয়েছে ভারত মোবিলিটি গ্লোবাল অটো এক্সপো ২০২৫। আর সেই প্রদর্শনীতে এই নয়া স্কুটার প্রদর্শন করেছে TVS। তবে বাজারে লঞ্চ হওয়ার পর পরিবেশ বান্ধব এই স্কুটার ক্রেতাদের কতটা আকর্ষণ করতে পারে সেটাই দেখার।