A company announced a salary of Rs 13 lakh just for sleeping: সাধারণ জ্ঞান (General Knowledge) সম্পর্কে আশা করি সবারই অল্প বিস্তর ধারণা আছে। ছোটবেলা থেকে সবাই এই বিষয়টি স্কুলে পরে এসেছে। কিন্তু এতে এমন কি প্রশ্ন থাকে যা জীবনে এত কাজে আসে? সাধারণ জ্ঞান মানে এই বিশ্বের নানা প্রশ্নের সংমিশ্রণ। বিভিন্ন দেশের ভূগোল, ইতিহাস, বিজ্ঞান এমনকি কারেন্ট অ্যাফেয়ার্স গুলো আপনি ভালোভাবে জানতে পারবেন যদি সাধারণ জ্ঞানের প্রশ্ন ভালোভাবে পড়েন। কিন্তু কেন পড়বো এই জেনারেল নলেজ কিংবা সাধারণ জ্ঞানের প্রশ্নগুলোকে? জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা অর্থাৎ চাকরির পরীক্ষা মানুষকে দিতেই হবে। সেখানে এই সাধারণ জ্ঞানের প্রশ্নের গুরুত্ব অপরিসীম।
আজকাল আদৌ ফেসবুকের যুগে কেউ সাধারণ জ্ঞানের (General Knowledge) প্রশ্ন আগ্রহের সাথে পড়ে? কিন্তু যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন চাকরির পরীক্ষার ক্ষেত্রে সাধারণ জ্ঞানের প্রশ্ন খুবই কাজে লাগে। চাকরির পরীক্ষা তা সে লিখিত হোক কিংবা মৌখিক, সাধারণ জ্ঞানের প্রশ্ন আপনাকে অবশ্যই ভালোভাবে পড়ে যেতে হবে। নাহলে হাতের নাগালে আসা সরকারি চাকরিটা হয়তো পাওয়া হবে না। ইন্টারভিউররা সবসময় প্রার্থীর উপস্থিত বুদ্ধি এবং সাধারণ জ্ঞানের উপরে জোর দেন। সেই দিক থেকে দেখতে গেলে অবশ্যই আপনাকে পরীক্ষা দিতে যাবার আগে এই প্রশ্নগুলো বারবার অভ্যাস করতে হবে।
যদি এই ধরনের প্রশ্নগুলো (General Knowledge) পড়ার মতো না পড়ে গল্প পড়ার মত বারবার পড়েন তাহলে দেখবেন পড়তেও মজা লাগবে এবং মুখস্ত হয়ে যাবে খুব তাড়াতাড়ি। যা আপনি কখনোই আর ভুলবেন না। এই প্রতিবেদনটিতে বহু অজানা প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন, যা জীবনের প্রতিটি পর্যায়ে খুবই কার্যকরী।
১) প্রশ্ন: দিল্লির ‘শান্তিবন’ সমাধিটি আসলে কার?
ক) জহরলাল নেহেরু
খ) ইন্দিরা গান্ধী
গ) লালবাহাদুর শাস্ত্রী
ঘ) রাজীব গান্ধী
উত্তর: ক) জওহরলাল নেহেরু (Jawaharlal Nehru)
—দিল্লির কেন্দ্রস্থলে শান্তিবন হল ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর সমাধিস্থল। সমাধিটি যমুনা নদীর পশ্চিমে ও রাজঘাটের উত্তরে অবস্থিত।
২. প্রশ্ন: ‘ওনাম’ নামের বিখ্যাত উৎসবটি কোন রাজ্যের?
ক) মহারাষ্ট্র
খ) গুজরাট
গ) রাজস্থান
ঘ) কেরালা
উত্তর: ঘ) কেরালা (Kerala)
– ‘ওনাম’ হল দক্ষিণ ভারতের কেরল রাজ্যের মলয়ালি জাতির মাঝে পালিত ধান কাটার একটি বাৰ্ষিক উৎসব।
৩. প্রশ্ন: পেশীয় ব্যথার চিকিৎসার ক্ষেত্রে কোন রশ্মিটি ব্যবহৃত হয়?
ক) অবলোহিত বা ইনফ্রারেড রশ্মি
খ) অণুতরঙ্গ বা মাইক্রোওয়েভ
গ) অতিবেগুনী বা আলট্রা ভায়োলেট
ঘ) এক্স রশ্মি
উত্তর: ক) অবলোহিত বা ইনফ্রারেড রশ্মি (Infrared rays)
— পেশীয় ব্যথা, চিন্তার চিকিৎসার জন্য অবলোহিত রশ্মি ব্যবহৃত হয়।
৪. প্রশ্ন: বাংলায় ভক্তি আন্দোলনের প্রবর্তক কে ছিলেন?
ক) নামদেব
খ) শ্রীচৈতন্য
গ) রামনন্দ
ঘ) রামানুজ
উত্তর: খ) শ্রীচৈতন্য (Sri Chaitanya)
— নবদ্বীপ ছিল শ্রীচৈতন্যের ভক্তি আন্দোলনের প্রাণকেন্দ্র।
৫. প্রশ্ন: কোন দেশে মুরগিদের ডিম নীল রঙের?
ক) চিলি
খ) উগান্ডা
গ) অ্যাঙ্গোলা
ঘ) মঙ্গোলিয়া
উত্তর – ক) চিলি।
– চিলিতে এমন মুরগি দেখা যায় যাদের ডিম হয় নীল রঙের।
৫. প্রশ্ন: ১. কোন সংস্থা কাজ না করে ২ মাস শুধু ঘুমোনোর জন্য ১৩ লক্ষ টাকা বেতন ঘোষণা করেছিল?
ক) NASA
খ) Apple
গ) Bombay Dyeing
ঘ) Tata
উত্তর – ক) NASA
– NASA একবার শুধু ঘুমোনোর জন্য ১৩ লক্ষ টাকা বেতন ঘোষণা করেছিল।