নিজস্ব প্রতিবেদন : ভারতীয় রেল (Indian Railways) দিন দিন উন্নত থেকে উন্নততর হওয়ার দিকে এগিয়ে চলেছে। আর এই উন্নত থেকে উন্নততর হওয়ার লক্ষ্যে এগিয়ে চলার পরিপ্রেক্ষিতে ভারতীয়রা দিন দিন নতুন নতুন উপহার পাচ্ছেন। ভারতীয়রা ইতিমধ্যেই উপহার পেয়েছেন বন্দে ভারত এক্সপ্রেস, আর আগামীদিনে আসতে চলেছে এর আরও দুটি ভার্সন স্লিপার (Vande Bharat Sleeper) ও মেট্রো।
রেলের তরফ থেকে ইতিমধ্যেই বন্দে ভারত স্লিপার রেল ট্র্যাকে নামানোর জন্য একপ্রকার সমস্ত প্রস্তুতি নিয়ে নিয়েছে। নতুন ভার্সনের বন্দে ভারত নিয়ে দেশের মানুষদের মধ্যে এখন প্রবল উৎসাহ। আর এসবের মধ্যেই এবার বন্দে ভারত স্লিপারের হাত ধরে নতুন একটি সুখবর এলো কলকাতায় (Kolkata)। এই ট্রেনের হাত ধরে বরাত পেল কলকাতার এক সংস্থা।
কলকাতা ভিত্তিক যে সংস্থাটির কথা বলা হচ্ছে সেই সংস্থাটির নাম হল রামকৃষ্ণ ফরজিং লিমিটেড। এই সংস্থাটি ৩২ টি বন্দে ভারত ট্রেন সেটের কামরা তৈরি করার জন্য ২৭০ কোটি টাকার একটি বরাত পেয়েছে। এই সংস্থাকে এমন বরাত দেওয়া হয়েছে ভারত হেভি ইলেকট্রিক্যাল লিমিটেডের নেতৃত্বাধীন এক কনসোর্টিয়াম। এই বরাতের পরিপ্রেক্ষিতে রামকৃষ্ণ ফরজিং লিমিটেড বন্দে ভারত স্লিপারের কাঠামো তৈরি করবে।
আরও পড়ুন ? New Train For Delhi: সহজ হল দিল্লি ভ্রমণ, এই এলাকার বাসিন্দারা পেল নতুন ট্রেন
এক একটি বন্দে ভারত স্লিপারে মোট ১৬টি করে কামরা থাকবে। এর ফলে ওই সংস্থা যেহেতু ৩২ টি বন্দে ভারত স্লিপারের কাঠামো তৈরি করছে তাই তারা মোট ৫১২টি বন্দে ভারত স্লিপারের কামরার কাঠামো তৈরি করবে। কলকাতা ভিত্তিক ঐ সংস্থা এমন বরাত পেয়েছে তা জানা গিয়েছে মূলত গতকাল অর্থাৎ সোমবার শেয়ার বাজারে ফাইলিং করা একটি তথ্যের ভিত্তিতে। কেননা ওই সংস্থা গতকাল শেয়ার বাজারে ফাইলিং করে এই বরাতের বিষয়ে জানিয়েছে।
বন্দে ভারত স্লিপারের কামরার কাঠামো তৈরি করার বরাতের বিষয়টি শেয়ারবাজারে ছড়িয়ে পড়তেই তরতর করে ওই সংস্থার শেয়ার বাড়তে শুরু করে। গতকাল ২.৬০ শতাংশ শেয়ার বৃদ্ধি পায়। টাকার অংকে ১৭.৯০ টাকা বেড়ে সংস্থাটির শেয়ারের দাম সোমবার দাঁড়িয়েছিল ৭০৬.৮০ টাকা। মঙ্গলবার এই শেয়ারের দাম আরও বৃদ্ধি পেয়েছে এবং এই শেয়ারের দাম মঙ্গলবার দুপুর পর্যন্ত বেড়ে দাঁড়িয়েছে ৭২০ টাকা। স্বাভাবিকভাবেই বন্দে ভারত স্লিপারের হাত ধরে কলকাতা ভিত্তিক ওই সংস্থার কপাল খুলল তা নিয়ে কোন সন্দেহ নেই।