Country without River: না আছে নদী, না আছে হ্রদ! জানেন বিশ্বে এমন দেশ কোনটি

This country in the world has not any single river or lake: জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে একটি যোগ্য চাকরির অবশ্যই দরকার। চাকরি পাওয়া কি আজকাল মুখের কথা? তার জন্য দরকার কঠিন পরিশ্রম এবং মনোযোগ সহকারে পড়াশোনা করার। যেকোনো চাকরির পরীক্ষাতে সাধারণ জ্ঞান কিংবা জেনারেল নলেজের প্রশ্ন ভীষণ পরিমাণে গুরুত্বপূর্ণ। যার কাছে সাধারণ জ্ঞান সম্পর্কে সঠিক ধারণা রয়েছে সেই প্রথম সারিতে এগিয়ে যেতে পারবে। এছাড়া দেশ-বিদেশের সম্পর্কে অজানা তথ্য সকলেরই জানতে ইচ্ছা করে। যদি আপনার কাছে সঠিক ধারণা না থাকে তাহলে আজকের প্রতিবেদনে উল্লেখ করা এই অদ্ভুত প্রশ্নটির আপনি উত্তর দিতে পারবেন না। সত্যি কি আপনার জানা আছে কোন দেশে হ্রদ অথবা নদী কোনটাই নেই (Country without River)?

সাধারণ জ্ঞান সম্পর্কে যেমন দক্ষ হওয়া অত্যন্ত আবশ্যক তেমনি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আপনার জীবনে প্রতিটি ক্ষেত্রে কাজে লাগবে। যেমন চাকরির পরীক্ষা কিংবা কোন কুইজ কনটেস্টগুলোতেও আপনার এই ধরনের জ্ঞানের প্রয়োজনীয়তা রয়েছে। আমরা যে দেশে থাকি কিংবা রাজ্যে থাকি অথবা এদেশের বিভিন্ন দেশ সম্পর্কে অজানা তথ্য জানা অত্যন্ত জরুরী। এতে আপনি আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবেন। সাধারণ জ্ঞানের সম্ভার না থাকলে আপনি বলতে পারবেন না এমন কোন দেশ পৃথিবীতে আছে যেখানে কোন নদী নেই (Country without River)।

তবে চিন্তা করার কোন দরকার নেই আজকাল ইন্টারনেটে যুগে কোন কিছুই মানুষের কাছে অজানা নয়। পাশাপাশি আপনারা জেনারেল নলেজের বিভিন্ন ভালো ভালো বই পড়েও এইসব অজানা প্রশ্নগুলো জানতে পারবেন। আজকের এই প্রতিবেদনটি অবশ্যই পুরোটা মনোযোগ সহকারে পড়ুন তাহলেই অদ্ভুত প্রশ্নের উত্তর সহজেই জানা হয়ে যাবে আপনার। ভাবতে সত্যিই অবাক লাগে আদৌ এমন কোন দেশ আছে যেখানে একটাও নদী নেই (Country without River)?

আরও পড়ুন 👉 General Knowledge: কলার মোচাকে ইংরেজিতে কী বলে? ৯০% মানুষই জানে না

জানলে আশ্চর্য না হয়ে পারবেন না এইদেশে কোনও নদী নেই (Country without River), এমনকী বৃষ্টিপাতও খুব একটা হয়না সেই দেশে। কিন্তু সেই দেশটি অন্যতম ধনী দেশ। কোথায় অবস্থিত এমন আশ্চর্য দেশ? কিভাবে মানুষ বসবাস করে সেখানে? এসব বহু অজানা প্রশ্ন আমাদের মনের শুধুই ঘুরপাক খায় কিন্তু এর সঠিক উত্তর আমরা জানতে পারি না। দেশের নাম হল সৌদি আরব। সত্যি একটিও নদী বা হ্রদ নেই, এমনকি সৌদি আরব বেশিরভাগই অংশই ভূগর্ভস্থ জলের উপর নির্ভরশীল। দেশের জিডিপির একটা বড় অংশ খরচ হয় জলের জন্য।

সৌদি আরবে নদী না থাকলেও দেশটি দুটি সাগর দ্বারা বেষ্টিত। এখানে পশ্চিমে রয়েছে লোহিত সাগর এবং পূর্বে এটি পারস্য উপসাগর দ্বারা বেষ্টিত। অর্থাৎ দুটি সমুদ্রই সৌদি আরবের কাছে বাণিজ্যিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণে নদী না থাকলেও সৌদি আরবে এখনও কূপের ব্যবহার দেখা যায়। তবে সৌদির ভূগর্ভস্থ জলস্তরও কিন্তু শেষের দিকে যা সত্যি চিন্তার বিষয়। সেই কারণে সাগরের জল কীভাবে পানযোগ্য করা ব্যবহার করা যায় সেটাই এখন দেশের প্রধান লক্ষ্য। যা খুবই ব্যয়সাপেক্ষ।