প্রায় প্রতিটি মানুষই ঘুরতে (Travel) পছন্দ করেন। কিন্তু ইচ্ছে থাকলেও সবসময় পকেট সঙ্গ দেয় না। তবে এবার ঘুরতে (Travel) যাওয়ার জন্য খরচের চিন্তা নেই। এই দেশে বেড়াতে গেলে সরকার নিজেই দেবে টাকার জোগান। জানতে চান সেই দেশের নাম কি?
ঘুরতে যাওয়ার নাম শুনলে প্রথমেই আসে খরচের চিন্তা। পছন্দের জায়গায় হোটেল থেকে পরিবহন কিংবা খাওয়া-দাওয়ার খরচা সাধ্যের মধ্যে মিটিয়ে নেওয়া মোটেই সহজ নয়। দেশ হোক বা রাজ্য, কোথাও গেলেই অনায়সে পকেট থেকে নয় নয় করে অন্তত ৫ হাজার তো খরচ হয়েই যায়। তাই তো শুধুমাত্র খরচের জন্যই অনেক জায়গায় ঘুরতে যাওয়ার ইচ্ছে মনেই সুপ্ত থেকে যায় অনেক মানুষের।
সারা বিশ্বের পর্যটনেই (Travel) কোভিড-এর প্রভাব পড়েছে ব্যাপক ভাবে। এমনকী মারণ ভাইরাসকে অনেকাংশে প্রতিহত করতে পারলেও অনেক জায়গাতেই এখনও সেই প্রভাব রয়ে গিয়েছে। আর কোভিডে অনেকটাই ক্ষতির মুখে পড়েছে তাইওয়ানের পর্যটনও। এদিকে তাইওয়ানের অর্থনীতির বড়সড় অংশ সে দেশের পর্যটনের উপর নির্ভর করে আছে। তাই করোনা পূর্ববর্তী সময়ের মতো পর্যটনকে ফিরিয়ে আনার জন্য এক অভিনব উদ্যোগ নিয়েছে তাইওয়ান।
এককথায় পর্যটকদের উৎসাহ দিতেই অদ্ভুত এক ঘোষণা তাইওয়ান সরকারের। সম্প্রতি এমন সুযোগ নিয়ে এসেছে তাইওয়ান সরকার যেটি শুনলে চমকে উঠবেন সকলে। তাইওয়ান সরকার বলেছে, সেখানে বেড়াতে গেলে পর্যটকদের নানা রকম সুযোগ-সুবিধার সঙ্গে টাকা দেওয়াও হবে। তবেএকটু আধটু নয়, সেদেশে বেড়াতে গেলে বেশ ভালো অঙ্কেরই টাকা পাবেন পর্যটকরা।
তাইওয়ান সরকারের তরফে জানানো হয়েছে যে খরচের জন্য ৫ লাখ পর্যটককে ৫ হাজার তাইওয়ান ডলার দেওয়া হবে। ভারতীয় মুদ্রায় যার মূল্য ১৩,৬০০ টাকা। যা সেই সেদেশে থাকা, খাওয়া-দাওয়ার সহ যাবতীয় ঘোরার জন্য খরচ করা যাবে। শুধু তাই নয়, টুরিস্ট গ্রুপকেও দেওয়া হবে মোটা অঙ্কের টাকা। যেমন প্রায় ৯০ হাজার পর্যটকের দল ২০ হাজার তাইওয়ান ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৫৮,৫০০ টাকা পাবে।
আসলে বিশ্বের অন্যতম পর্যটন কেন্দ্র হিসাবে পরিচিত তাইওয়ানে ২০২২ সালে মাত্র ৯০০,০০০-এর কম পর্যটক এসেছিলেন। যা সামগ্রিকভাবে সেদেশের পর্যটন শিল্পকে গুরুতরভাবে আঘাত করে। মহামারীর পরে ২০২২ সালের অক্টোবর মাসে তাইওয়ানের সীমানা খুলে দেওয়া হয়। আর আপাতত চলতি বছরে পর্যটনকে আবার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে সর্বোতভাবে উদ্যোগ নিয়েছে সেদেশের সরকার।