নিজস্ব প্রতিবেদন : দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে জাঁকিয়ে শীত পড়েছে তা নিয়ে কোন সন্দেহ নেই। মূলত বৃহস্পতিবারের পর থেকে দক্ষিণবঙ্গে তাপমাত্রার (Temperature fall in South Bengal) এই পতন লক্ষ্য করা যায়। আর শুক্রবার থেকেই আসে আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার তাপমাত্রার পতন হয়েছে ২ থেকে ৫ ডিগ্রি। সবচেয়ে বেশি পতন হয়েছে পশ্চিমের কিছু জেলায়।
শুক্রবার থেকে আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন আসার পর দার্জিলিংয়ের তাপমাত্রা নেমেছিল ১.৪ ডিগ্রিতে। দার্জিলিংয়ের গতকালকের এই তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি কম ছিল। অন্যদিকে শুক্রবার কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.১ ডিগ্রী সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি বেশি। পশ্চিমের জেলাগুলির মধ্যে বীরভূমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.৫ ডিগ্রি কম, বাঁকুড়ার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ২.৫ ডিগ্রি কম।
তবে শনিবার সর্বনিম্ন তাপমাত্রায় আবার ব্যাপক পরিবর্তন আসে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জেলার সর্বনিম্ন তাপমাত্রার ব্যাপক ওলট পালট লক্ষ্য করা যায়। আইএমডি সূত্রে শনিবার উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রার যে পরিসংখ্যান পাওয়া যাচ্ছে তাতে দক্ষিণবঙ্গের পশ্চিমের এক জেলা রীতিমতো দার্জিলিংকে টেক্কা দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করে ফেলেছে।
আইএমডি ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী জানা যাচ্ছে, শনিবার দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা গত কালকের তুলনায় অনেকটাই বৃদ্ধি পেয়েছে এবং তা দাঁড়িয়েছে ৬.৬° তে। এদিন দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৫ ডিগ্রি বেশি রয়েছে। কিন্তু তাপমাত্রায় ব্যাপক পতন হয়েছে বীরভূম এবং পুরুলিয়ায়। দক্ষিণবঙ্গের এই দুই জেলায় শনিবার সর্বনিম্ন তাপমাত্রায় রীতিমত টেক্কা দিচ্ছে দার্জিলিংকে।
শনিবার বীরভূমের সর্বনিম্ন তাপমাত্রা হলো ৭.৪ ডিগ্রি সেলসিয়াস। যেদিন বীরভূমের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি নিচে রয়েছে। অন্যদিকে পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা এদিন ছিল ৭.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৫ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রায় শনিবার বীরভূমের সঙ্গে দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রার ফারাক কেবলমাত্র ১.৪ ডিগ্রী সেলসিয়াস, অন্যদিকে পুরুলিয়ার সঙ্গে ফারাক মাত্র ১.১ ডিগ্রি সেলসিয়াস। শনিবার বাঁকুড়ার সর্বনিম্ন তাপমাত্রা ৮.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রী কম। স্বাভাবিকভাবেই বীরভূম সহ দক্ষিণবঙ্গের একাধিক পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রার ব্যাপক পতনে ঠকঠক করে ঠান্ডায় কাঁপছেন বাসিন্দারা।