ICICI Bank Credit Card: ICICI ব্যাঙ্কের গ্রাহকদের জন্য খারাপ খবর, আর ক্রেডিট কার্ডে মিলবে না এই সুবিধা, লস ব্যবহারকারীদের

Antara Nag

Published on:

Advertisements

This facility will not be available on ICICI Bank Credit Card in Amazon Pay from June 18: সাম্প্রতিক সময়ে ডিজিটাল পরিষেবা চালু হওয়ায় ক্যাশে লেনদেন প্রায় উঠেই গিয়েছে। মুদির দোকান থেকে শুরু করে শপিংমল সর্ব জায়গাতেই অনলাইনের মাধ্যমে পেমেন্ট করছেন গ্রাহকরা। আবার কেউ কেউ ব্যবহার করছেন ক্রেডিট কার্ড। যার মধ্যে আমাজন পে-এর ক্রেডিট কার্ডে (ICICI Bank Credit Card) পাওয়া যায় দারুন সুবিধা। আর সেই সুবিধাতেই কোপ মারল ICICI ব্যাঙ্ক। সিদ্ধান্ত নিল অ্যামাজন পে-এর ক্রেডিট কার্ডের সুযোগ সুবিধা কমিয়ে দেওয়ার। কোন সুবিধায় কোপ মারলো ICICI ব্যাঙ্ক।

Advertisements

প্রসঙ্গত উল্লেখ্য, ICICI ব্যাঙ্ক এবং ভিজার সহায়তাতেই Amazon Pay এই ক্রেডিট কার্ড বাজারে এনেছে। যে ক্রেডিট কার্ডে (ICICI Bank Credit Card) সারাজীবন বিনা ফী-তে কেনাকাটা করা যায়। দিতে হয় না কোনো জয়েনিং ফী। উপরন্তু এই ক্রেডিট কার্ডের মাধ্যমে কেনাকাটা করলে গ্রাহকরা পায় রিওয়ার্ড পয়েন্টের সুবিধা। এবার অ্যামাজন পে-এর ক্রেডিট কার্ড থেকে সেই রিওয়ার্ড পয়েন্ট পাওয়ার সুবিধা সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল আইসিআইসিআই ব্যাঙ্ক।

Advertisements

সাম্প্রতিক সময়ে কেনাকাটায় অ্যামাজন পে-এর ক্রেডিট কার্ড গ্রাহকরা রিওয়ার্ড পাচ্ছেন ১ শতাংশ। যেসব ব্যক্তিরা অনলাইন সংস্থা আমাজন প্রাইমের সদস্য তারা ক্রেডিট কার্ডে শপিং করে ক্যাশব্যাক পাচ্ছেন ৫ শতাংশ। যারা সদস্য নয়, তারা এই ক্রেডিট কার্ড ব্যবহার করে কেনাকাটার উপর পাচ্ছেন ৩ শতাংশ করে ক্যাশব্যাক। আবার যারা অ্যামাজন পে-এর মাধ্যমে পেমেন্ট করছেন তারা ক্যাশব্যাক পাচ্ছেন ২ শতাংশ করে। বিল পেমেন্টের পরেই গ্রাহকের অ্যামাজন পে-এর ওয়ালেটে জমা হচ্ছে ক্যাশব্যাক। উল্লেখ্য বিষয় এক রিওয়ার্ড পয়েন্ট সমান এক টাকা।

Advertisements

আরও পড়ুন ? Credit Card New Rules: ক্রেডিট কার্ড গ্রাহকদের জন্য খারাপ খবর, আর নাও হতে পারে এইসব পেমেন্ট

এবার সেই রিওয়ার্ড পয়েন্ট পাওয়ার সুবিধায় পুরোপুরি বন্ধ করে দিতে চলেছে আইসিআইসিআই ব্যাঙ্ক। খবর বলছে আগামী ১৮ই জুন থেকে পুরোপুরিভাবে বন্ধ হয়ে যাবে অ্যামাজন পে-এর ক্রেডিট কার্ডের রিওয়ার্ড পয়েন্ট পাওয়ার সুবিধা। এক্ষেত্রে এই ক্রেডিট কার্ডের জনপ্রিয়তা কমতে পারে বলে মত একাংশের।

বর্তমানে কেউ যদি Amazon Pay-এর ক্রেডিট কার্ড করতে চান তাহলে তাদের জন্য রয়েছে আবেদনের সুযোগ। এক্ষেত্রে আইসিআইসিআই ব্যাঙ্কের ওয়েবসাইটে লগ ইন করে প্রোডাক্ট সেকশনে ভিজিট করে আমাজন পে-এর ক্রেডিট কার্ড (ICICI Bank Credit Card) জন্য আবেদনের লিংক পাওয়া যাবে। সেখানে গিয়েই আবেদন করা যাবে। অথবা অ্যামাজন ডট ইন পেজেও এই আবেদন করা যাবে। প্রথমে কোম্পানি তরফে গ্রাহককে রেডি টু ইউজ ক্রেডিট কার্ড দেবে। পরবর্তীকালে সেই ক্রেডিট কার্ড কুরিয়ারের মাধ্যমে বাড়ির ঠিকানায় পাঠিয়ে দেবে কোম্পানি। যে ক্রেডিট কার্ডের মাধ্যমে সারাদিনে প্রায় ১ লক্ষ টাকার লেনদেন করা যায়। তবে প্রতি ঘন্টা অনুযায়ী লেনদেনের সীমা রয়েছে।

Advertisements