JioPhone Next, সস্তার স্মার্টফোন, লঞ্চের আগে প্রকাশ্যে এলো ফিচার

নিজস্ব প্রতিবেদন : চলতি বছরের জুন মাসেই মুকেশ আম্বানির টেলিকম সংস্থা জিও ঘোষণা করেছে JioPhone Next স্মার্টফোন তারা বাজারে আনতে চলেছে। গুগলের সাথে চুক্তিবদ্ধ হয়ে এই স্মার্টফোন বাজারে আসছে, যা অন্যান্য যেকোনো স্মার্টফোনের তুলনায় অনেকটাই সস্তা হবে বলে সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে। আর এরই পরিপ্রেক্ষিতে প্রথম থেকেই আমজনতার মধ্যে কৌতূহল, সস্তার এই স্মার্টফোনে কি কি ফিচার থাকছে?

জানা গিয়েছে সেপ্টেম্বর মাস থেকে এই দুই সংস্থার চুক্তিবদ্ধ হওয়া স্মার্টফোন বাজারে বিক্রি শুরু হবে। তবে তার আগেই নেটদুনিয়ায় এই স্মার্টফোনে কি কি ফিচার রয়েছে তা প্রকাশ পেয়েছে। শোনা যাচ্ছে এই স্মার্টফোনের অপারেটিং সিস্টেমে থাকছে অ্যান্ড্রয়েড ১১ অর্থাৎ গো এডিশন। এই নতুন স্মার্টফোনের ফিচারের পাশাপাশি এর দাম নিয়েও আমজনতার মধ্যে কৌতূহলের শেষ নেই। যদিও এই বিষয়ে রিলায়েন্স সংস্থার কর্ণধার মুকেশ আম্বানি জানিয়েছিলেন, মোস্ট অ্যাফোর্ডেবল হতে চলেছে JioPhone Next। অর্থাৎ এই ফোনের দাম সাধারণ মধ্যবিত্তদের নাগালের মধ্যেই থাকবে।

JioPhone Next-এর ফিচার নিয়ে XDA Developers সংস্থার Editor-in-Chief মিশাল রহমান সম্প্রতি টুইটারে জানিয়েছেন। সেখানেই তিনি দাবি করেছেন এই ফোনের মডেল নম্বর হচ্ছে LS-5701-J। এই স্মার্টফোনে থাকছে ৭২০x১৪৪০ পিক্সেলের ডিসপ্লে এবং একটি Qualcomm QM215 প্রসেসর। প্রসেসরটি ৬৪ বিটের কোয়াড-কোর মোবাইল প্রসেসর, যার সঙ্গে যুক্ত থাকতে পারে Qualcomm Adreno ৩০৮ GPU। এছাড়াও থাকছে বিল্ট-ইন Qualcomm Snapdragon X5 LTE মোডেম। থাকছে ব্লুটুথ ভি৪.২, জিপিএস, ১০৮০পি পর্যন্ত ভিডিয়ো রেকর্ডিং ফিচার, LPDDR3 র‍্যাম এবং eMMC ৪.৫ স্টোরেজ সাপোর্ট। এই ফোনের ডিজাইন হবে লো-এন্ড ডিভাইসের মতই।

এর পাশাপাশি তিনি দাবি করেছেন, এই স্মার্টফোনে থাকছে সামনে এবং পিছনে দুটি ক্যামেরা। পিছনের ক্যামেরাটি হবে ১৩ মেগাপিক্সেলের এবং সামনের ক্যামেরা ৮ মেগাপিক্সেলের। দামের পরিপ্রেক্ষিতে তিনি দাবি করেছেন, এই স্মার্টফোনের দাম হবে চার হাজার টাকার কাছাকাছি। সম্ভবত আগামী ১০ সেপ্টেম্বর থেকে বিক্রি শুরু হতে পারে এই স্মার্টফোনের।