Smartphone Charger: ফোন চার্জ হয়ে গেলেও বোর্ডে লাগানো চার্জার! খাল কেটে কুমির ডাকার মতই

Prosun Kanti Das

Published on:

Advertisements

This will happen if the smartphone charger is connected to the board even after the phone is charging: বর্তমানে মানুষের জীবন স্মার্টফোন ছাড়া একবারেই অচল। ডিজিটাল দুনিয়া স্মার্টফোনের মাধ্যমে সবকিছুই করা সম্ভব। অর্থাৎ স্মার্টফোন শুধুমাত্র ফোন কিংবা মেসেজ করার ক্ষেত্রে যে ব্যবহৃত হয় তা কিন্তু নয়, বিভিন্ন ধরনের কেনাকাটা থেকে শুরু করে আপনি দরকারি কাজও করতে পারবেন এই স্মার্টফোনের মাধ্যমে। সকাল থেকে রাত অবধি ফোন হল মানুষের নিত্যসঙ্গী তাই তাকে সঠিকভাবে এবং সঠিক সময় চার্জে বসানো অত্যন্ত প্রয়োজনীয়। বাড়িতে যেমন অনেকে ফোন চার্জে বসান তেমন কর্মক্ষেত্রে অনেকে ফোনের চার্জার নিয়ে যান। কিন্তু ফোন চার্জ হয়ে গেলে চার্জারটিকে (Smartphone Charger) আপনারা কি আদৌ সুইচ বোর্ড থেকে খুলে রাখেন? নাকি সেটি সুইচ বোর্ডে লাগানো অবস্থাতেই থেকে যায়। কিছু কিছু এমন মানুষ আছেন যারা সুইচটা পর্যন্ত বন্ধ করতে ভুলে যান।

Advertisements

মানুষের এই স্বাভাবিক মানুষকে বিপদে ফেলতে পারে। কখনোই ফোন চার্জ হয়ে গেলে চার্জারটিকে (Smartphone Charger) সুইচ বোর্ডে লাগিয়ে রাখবেন না। যখনই আপনি সুইচ বোর্ডে চার্জার লাগিয়ে রাখবেন তখনই বিদ্যুৎ সংযোগ একনাগারে হতেই থাকবে। এটি বিস্ফোরণের কারণ পর্যন্ত হতে পারে। সামান্য বিষয় মনে হলেও ব্যাপারটিকে এড়িয়ে যাওয়া সঠিক নয়। বিশেষজ্ঞরা মনে করেছেন এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সকলকে সচেতন হওয়া প্রয়োজন।

Advertisements

আরও পড়ুন ? Mission Amanat: স্মার্টফোন থেকে ইয়ারফোন, ট্রেনে হারিয়ে গেলেও চিন্তা নেই! সহজ উপায় বলল রেল

আরেকটি বিষয় সর্বদা মাথায় রাখবেন যে, যদি আপনি অনেকক্ষণ চার্জার লাগিয়ে রাখেন তাহলে অ্যাডাপটরটা গরম হয়ে যেতে পারে। আপনাকে অবশ্যই সচেতন হতে হবে। এমনকি আপনার ফোনের চার্জার পর্যন্ত খারাপ হয়ে যেতে পারে এই কারণে। যদি আপনি ফোনের চার্জারটিকে (Smartphone Charger) সুইচবোর্ডে লাগিয়ে রাখেন এবং সুইচ বন্ধ করতে ভুলে যান যেকোন ব্যক্তি তার থেকে সব খেতে পারে।

Advertisements

এইসব বিষয় নিয়ে কখনোই গাফিলতি করবেন না বরং সচেতনতা বৃদ্ধি করুন সকলের মধ্যে। এই ভুলগুলো জীবনে ডেকে আনতে পারে চরম বিপদ। ফোনের চার্জ হয়ে গেলে চার্জার অবশ্যই খুলে রাখবেন এবং চার্জার সর্বদা শুকনো জায়গায় রাখার চেষ্টা করবেন। কোনদিনও নিজের ফোনকে খারাপ চার্জার দিয়ে চার্জ করবেন না। এতে ফোনের ক্ষতি হতে পারে এবং ফোন ফেটেও যেতে পারে। এই প্রতিবেদনে স্মার্টফোনের চার্জারের কথা বলা হল কিন্তু যেকোন ইলেকট্রনিক জিনিস ব্যবহার করার পর সুইচ বন্ধ করে দেওয়া উচিত। বিশেষজ্ঞরা এই ধরনের সর্তকতা এসি চালানোর ক্ষেত্রেও বলেছেন।

Advertisements