নিজস্ব প্রতিবেদন : এবারের ক্রিকেট বিশ্বকাপের (Cricket World Cup 2023) প্রথম ১০ ম্যাচে ভালো খেলেও শেষ ম্যাচ অর্থাৎ ফাইনালে জয়লাভ করতে পারেনি টিম ইন্ডিয়া (Team India)। গোটা টুর্নামেন্টে ভালো পারফরম্যান্স থাকলেও শেষ ম্যাচে জয় লাভ না করা দেশের ১৪০ কোটি মানুষকে হতাশাগ্রস্থ করার পাশাপাশি বিশ্বের বহু দেশ তা মেনে নিতে পারছে না। তবে এমন মুহূর্তেই বাংলাদেশের (Bangladesh) হাতেগোনা কিছু বাংলাদেশী সমর্থকদের উগ্র উল্লাস রীতিমতো নোংরা মানসিকতার পরিচয় দিচ্ছে।
বাংলাদেশের কিছু উগ্র মানুষ ভারতের এমন পরাজয়ের পরিপ্রেক্ষিতে রীতিমতো উল্লাসে মেতে ওঠার পাশাপাশি টিম ইন্ডিয়ার খেলোয়াড়দের নিয়ে নানান নোংরা মন্তব্য করতে শুরু করেছেন। যদিও এই গুটি কয়েক মানুষদের দিয়ে গোটা বাংলাদেশের মানুষদের বিচার করা যাবে না। কেননা অনেক বাংলাদেশীরাই রয়েছেন যারা টিম ইন্ডিয়ার এমন পরাজয়ে তারাও হতাশাগ্রস্থ। তবে এইসব উগ্র মানসিকতার বাংলাদেশীদের জন্য এবার দার্জিলিংয়ের (Darjeeling) হোটেল রয়োপোরাস তক্তসঙ্গ (Hotel Royoporus Taktsang) চরম সিদ্ধান্ত নিল। তাদের এই সিদ্ধান্তের ফলে ভালো খারাপ সমস্ত বাংলাদেশীদেরই এখন ভুগতে হচ্ছে।
ওই হোটেল কর্তৃপক্ষের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাদের তরফ থেকে অনির্দিষ্টকালের জন্য আর কোন বাংলাদেশী পর্যটকদের বুকিং নেওয়া হবে না। তাদের এই সিদ্ধান্ত তারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়ে দিয়েছেন। তবে এই সিদ্ধান্ত অনেকেই মেনে নিতে পারছেন না এবং এই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশের অধিকাংশ মানুষ এমন সিদ্ধান্তের প্রতিবাদ করে জানিয়েছেন, গুটি কয়েক উগ্র মানসিকতার মানুষদের জন্য এমন সিদ্ধান্ত নেওয়ার ঠিক নয়।
অন্যদিকে দার্জিলিংয়ের ওই হোটেল কর্তৃপক্ষের তরফ থেকে নেওয়া এই সিদ্ধান্তকে অনেক ভারতীয় সমর্থন করেছেন। এই সকল সমর্থন করা ব্যক্তিদের তরফ থেকে জানানো হয়েছে, বাংলাদেশের অনেকেই রয়েছেন যারা ভারতের হারে সব সময় খুশি হন এবং তারা উৎসব মানিয়ে থাকেন। যে কারণে ওই হোটেল কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন।
হোটেল কর্তৃপক্ষের তরফ থেকে তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এমন সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে একটি পোস্ট করে জানানো হয়েছে, ‘অনির্দিষ্টকালের জন্য আমাদের হোটেলে বাংলাদেশী টুরিস্টদের বুকিং বন্ধ রাখা হলো।’ যদিও বাংলাদেশী টুরিস্টদের জন্য বুকিং বন্ধ রাখার কারণ সেখানে উল্লেখ করা হয়নি। তবে কমেন্ট সেকশনে গেলেই বুঝতে পারা যায়, তারা ঠিক কি কারণে এমন সিদ্ধান্ত নিয়েছেন।
এমন সিদ্ধান্ত নেওয়ার পরিপ্রেক্ষিতে হোটেল কর্তৃপক্ষের তরফ থেকে দুটি কারণ দাবি করা হয়েছে। প্রথম কারণ হিসেবে জানানো হয়েছে, তাদের অনেকেই রয়েছেন যারা ওয়াসিম আক্রমের মতো খেলোয়াড়েরও ফ্যান। কিন্তু তাই বলে অন্য কোন দেশ পরাজিত হলে তাদের বাবা-মা ইত্যাদি তুলে গালিগালাজ করতে হবে এমন নয়। এর পাশাপাশি দ্বিতীয় কারণ হিসেবে জানানো হয়েছে, কিছুদিন আগেই চকবাজার এবং সিকিমে এই ধরনের ঘটনায় হোটেলের মধ্যেই হাতাহাতির ঘটনা ঘটেছে। তাই তারা চান না এই ধরনের কোন ঘটনা তাদের হোটেলে ঘটুক।