Most Revenue Earned Station: একবছরে আয় করল ৩,৩৩৭ কোটি টাকা, শুনলে অবাক হবেন এই স্টেশনের নাম

Prosun Kanti Das

Published on:

Advertisements

Most Revenue Earned Station: ভারতীয় রেল হল দেশের পরিবহন ব্যবস্থার মেরুদন্ড এবং সমাজের যেকোন স্তরের মানুষের যাতায়াত ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। একটি পরিসংখ্যানের মাধ্যমে জানা গেছে যে, আর্থিক বর্ষে কোন খাতে কত আয় হল। ভারতের এই স্টেশনটি টেক্কা দিয়েছে বড় বড় স্টেশনকে। এক বছরের মধ্যে এই স্টেশনটি আয় করেছে ৩৩৩৭ কোটি টাকা। এই রেলওয়ে স্টেশন হল নয়া দিল্লি রেলওয়ে স্টেশন। স্টেশনটি গত অর্থবছরে ভারতের অন্যান্য স্টেশনের তুলনায় সর্বোচ্চ আয় করেছে।

Advertisements

অনেকেই হয়তো জানেন না যে, ভারতীয় রেলওয়ের স্টেশনগুলি প্রতি বছর বিভিন্ন ট্যাক্স সোর্স অর্থাৎ দোকান বা বিজ্ঞাপনের মাধ্যমে আয় (Most Revenue Earned Station) করে থাকে কোটি কোটি টাকা। নয়া দিল্লি রেলওয়ে স্টেশন এবার ছাপিয়ে গেছে সকল স্টেশনকে। বিশ্বের চতুর্থ বৃহত্তম রেলওয়ে নেটওয়ার্ক হল ভারতীয় রেলওয়ে। প্রতিনিয়ত কত যাত্রী যে স্টেশন দিয়ে চলাচল করে তার কোন হিসাব নেই। আরামদায়ক এবং নিরাপদ যাত্রা বলতে বোঝায় ট্রেনের যাত্রা এবং এর কোনো বিকল্প হয় না।

Advertisements

সারাদেশ জুড়ে চলে মোট ১৩০০০ টিরও বেশি ট্রেন। অল্প খরচে এবং স্বল্প সময়ে পৌঁছে যেতে পারবেন নিজের গন্তব্যস্থলে। ৭৩০৮ টিরও বেশি স্টেশন সহ, এই জমজমাট হাবগুলি প্রতিদিন ১৩০০০ টিরও বেশি ট্রেন পরিষেবা দেয়। ভারতীয় রেলওয়ের কিন্তু নিজস্ব কিছু আয় রয়েছে। এই আয়ের মাধ্যম হল বিজ্ঞাপন, দোকান, প্ল্যাটফর্ম টিকিট, ক্লোক রুম, ওয়েটিং হল ইত্যাদি জায়গা। আয়ের এই মাধ্যমগুলো থেকে সবথেকে বেশি আয় করেছে নয়া দিল্লি রেলওয়ে স্টেশন।

Advertisements

আরও পড়ুন:Indian RailwaysIndian Railways: ভারতীয় রেলে সম্পূর্ণ বিনামূল্যে ভ্রমণ করেন এনারা, জানেন তারা কারা

দেশের মধ্যে সবথেকে বেশি উপার্জনকারী রেলওয়ে স্টেশন (Most Revenue Earned Station) হলো নতুন দিল্লি রেলওয়ে স্টেশন। দেশের অন্যান্য বড় বড় রেলওয়ে স্টেশনগুলোকে পেছনে ফেলে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে নয়া দিল্লি রেলওয়ে স্টেশন। এত পরিমাণে রাজস্ব আর কোন স্টেশন উপার্জন করতে পারেনি। রাজস্বের দিক থেকে এগিয়ে থাকার পাশাপাশি, এটি সবচেয়ে ব্যস্ত স্টেশনগুলির মধ্যে স্থান করে নিয়েছে। যা বছরে ৩৯৩৬২২৭২ যাত্রীকে স্বাগত জানিয়েছে।

তালিকার প্রথম স্থান যেমন নয়া দিল্লি রেলওয়ে স্টেশন (Most Revenue Earned Station) অধিকার করেছে তেমনি দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবাংলার হাওড়া রেলওয়ে স্টেশন। ভারতের দ্বিতীয় সর্বাধিক উপার্জনকারী স্টেশন। ভাবলে অবাক হয়ে যাবেন বঙ্গে অবস্থিত এই স্টেশনটির বার্ষিক উপার্জন হল ১৬৯২ কোটি টাকা। হাওড়া স্টেশন কিন্তু দেশের ব্যস্ততম রেলওয়ে স্টেশনগুলোর মধ্যে একটি। রেলওয়ে ব্যবস্থাকে উন্নত করার চেষ্টা বরাবরই করে আসছে কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী মোদী ভারত জুড়ে মূল রেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত সোমবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে একাধিক রেল প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন, দেশের রেলওয়ে পরিকাঠামোকে আরো বেশি শক্তিশালী করতে এটি সাহায্য করবে।

Advertisements