Sealdah Station: শিয়ালদহ স্টেশন থেকে ১২ কোচের লোকাল অতীত! এবার অভিনব ব্যবস্থা পূর্ব রেলের

Prosun Kanti Das

Published on:

Advertisements

In addition to 12 coaches at Sealdah Station, this innovative arrangement has been made by the Eastern Railway: কলকাতা শহরের অন্যতম ব্যস্ত রেলস্টেশন হলো শিয়ালদহ রেলস্টেশন (Sealdah Station)। এখানে নিত্যযাত্রীদের অবিরাম যাতায়াত লেগেই আছে। সকাল থেকে রাত পর্যন্ত এই স্টেশনের ব্যস্ততা চোখে পড়ার মত। আগে অবশ্য শিয়ালদহ স্টেশন মানে জায়গায় জায়গায় দেখা যেত ময়লা, আবর্জনা, যা নিয়ে নিত্যযাত্রীদের হাজার অভিযোগ ছিল। কিন্তু এখন চেহারা অনেকটাই পরিবর্তিত হয়েছে। আগের শিয়ালদহ স্টেশনের সঙ্গে এখনকার স্টেশনের আপনি কোন মিল খুঁজে পাবেন না। কি এমন পরিবর্তন হলো এই স্টেশনে আসুন জেনে নিই চটজলদি।

Advertisements

সম্প্রতি শিয়ালদহ স্টেশনের (Sealdah Station) আমূল পরিবর্তন হয়েছে। যত্রতত্র আর ময়লা আবর্জনা পড়ে থাকতে দেখা যায় না। বরং আগের থেকে অনেক বেশি আকর্ষণীয় হয়েছে যাত্রীদের কাছে এই ব্যস্ততম রেল স্টেশনটি। স্টেশনটির পরিবর্তন সম্পর্কে আসুন জেনে নিই। সুন্দরভাবে গাছ দিয়ে সাজানো হয়েছে শিয়ালদহ স্টেশনের বাইরের দিকটাকে। সেই গাছগুলোর এত সুন্দরভাবে পরিচর্যা করা হয়েছে তা দেখতে সত্যিই ভালো লাগে।

Advertisements

শিয়ালদহ স্টেশন (Sealdah Station) যেন মানুষের কাছে একটা আবেগের জায়গা। কলকাতার এই জনপ্রিয় ষ্টেশনটি এশিয়ার মধ্যেও অন্যতম ব্যস্ত রেলস্টেশন। সেই স্টেশনটি যদি সুন্দরভাবে সাজানো না থাকে তাহলে কার ভালো লাগে। সাধারণ মানুষের এই নিয়ে বরাবরই অভিযোগ ছিল কিন্তু সেই অভিযোগকে অনেকটাই দূর করা গেছে এই সুন্দর সাজসজ্জার মাধ্যমে। বাইরের থেকে মানুষ যখন এসে কলকাতার এই জনপ্রিয় স্টেশনটি দেখবে তখন তার চেহারা ভালো হওয়া একান্ত প্রয়োজনীয়।

Advertisements

আরও পড়ুন ? West Bengal Leather Complex: চাকরি নিয়ে চিন্তার দিন শেষ! ১০ হাজার কোটি বিনিয়োগে সাড়ে ৭ লক্ষ কাজের সুযোগ দিচ্ছে নবান্ন

শিয়ালদহ স্টেশনের (Sealdah Station) এই পরিবর্তনের খুশি আপামর জনগণ। আগের সেই অপরিচ্ছন্ন স্টেশনটিকে মনে রাখতে চায় না তারা। তবে তাদের মতে আরও পরিচ্ছন্ন হতে হবে পশ্চিমবাংলার এই জনপ্রিয় রেলস্টেশনটিকে। তবে এই পরিষ্কার পরিচ্ছন্নতার পিছনের আসল কারণ হলো বেসরকারিকরণ। আগে যে সমস্ত কর্মীরা এই পরিচ্ছন্নতার দায়িত্বে ছিল তারা ছিল সরকারি কর্মচারী। তাদের কাজেও গাফিলতি প্রকাশ পেয়েছে।

বেসরকারি সংস্থার হাতে দায়িত্ব যেতেই ভোল পাল্টে গেল শিয়ালদহ স্টেশনের। যেখানে সেখানে আর পড়ে থাকতে দেখা যায় না নোংরা। এমনকি খাবার খেয়েও মানুষ যেখানে সেখানে নোংরা করে রাখত। কিন্তু সেই চিত্র আর দেখা যায় না বরং জায়গায় জায়গায় রাখা হয়েছে ডাস্টবিন। বেসরকারি সাফাই কর্মীরা বারবার সাফাই করে পরিষ্কার রাখার চেষ্টা করছে শিয়ালদহ স্টেশনকে। সব মিলিয়ে সাধারণ যাত্রীরা স্টেশনের এই বেসরকারিকরণে যথেষ্ট খুশি।

Advertisements