Highest Alcohol Addicted State: সবচেয়ে বেশি মদ পান করেন ভারতের ছত্তিশগড়ের বাসিন্দারা, কত নম্বরে বাংলা

Prosun Kanti Das

Published on:

Advertisements

This state of India is the Highest Alcohol Addicted state: মদ খাওয়ার নেশা আজকের নয়। বহুদিন ধরেই মদ খাওয়ার প্রচলন চলে আসছে। তবে পূর্বের তুলনায় বর্তমান সময়ে অ্যালকোহলের নেশা জল-ভাতে পরিণত হয়েছে। ১৮ পার করলেই ছেলে-মেয়েরা অ্যালকোহলে আসক্ত হয়ে পড়ছে। গাড়িপ্রেমী, ভ্রমণপ্রেমী, ভোজনপ্রেমীদের মতো সারা দেশ জুড়ে ছড়িয়ে রয়েছে বহু মদপ্রেমী মানুষ। কিন্তু তার মধ্যে এই দেশে রয়েছে সবচেয়ে বেশি মদপ্রেমী মানুষ (Highest Alcohol Addicted State)। প্রকাশিত হয়েছে তালিকা। বাংলা এদিক থেকে কত নম্বরে রয়েছে? দেখে নিন তালিকা…..

Advertisements

পরিসংখ্যান বলছে, ভারতের বহু সংখ্যক মানুষ অ্যালকোহলে আসক্ত। যার মধ্যে রয়েছে বয়স্ক, প্রাপ্তবয়স্ক সহ ১৮ উর্ধ্ব ছেলে-মেয়েরা। তার মধ্যে কিছু ব্যক্তি রয়েছে যারা কোনো অনুষ্ঠান বা ইচ্ছা হলে মদ্যপান করেন। আবার কিছু কিছু মানুষ রয়েছেন যাদের দিনে ভাত-রুটি না হলেও মদ চাই। তবে সারা দেশ জুড়ে মদপ্রেমীদের সংখ্যা দীর্ঘ হলেও রাজ্য ভেদে তার সংখ্যা পৃথক।

Advertisements

তালিকা বলছে, বেশি পরিমাণে মদ বিক্রি হওয়া বা মদ্যপান করা রাজ্যগুলির মধ্যে শীর্ষে রয়েছে ছত্রিশগড় (Highest Alcohol Addicted State)। এই রাজ্যে মোট জনসংখ্যা রয়েছে ৩ কোটি। যার ৩৫.৬ শতাংশ ব্যক্তি মদ্যপানে আসক্ত। মদ্যপানের তালিকায় দ্বিতীয় স্থান অধিকার করেছে ত্রিপুরা। যে রাজ্যের জনসংখ্যার প্রায় ১৩.৭% মানুষ নিয়মিত মধ্যপান করেন এবং মাঝেমধ্যে মদ খান ৩৪.৭% মানুষ।

Advertisements

মদ্যপানকারী রাজ্যগুলির মধ্যে তালিকার তৃতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ। এই রাজ্যে নিয়মিত মদ্যপান করেন জনসংখ্যার প্রায় ৩৪.৫ শতাংশ মানুষ। অপরদিকে ৩ কোটি জনসংখ্যার রাজ্য পাঞ্জাব এই তালিকায় রয়েছে চার নম্বরে। এই রাজ্যে জনসংখ্যার প্রায় ৬০ শতাংশ মানুষ নিয়মিত মধ্যপনকারী এবং ২৮.৫ শতাংশ মানুষ অ্যালকোহল পান করেন মাঝেমধ্যে।

জনসংখ্যার প্রায় ২৮% অ্যালকোহল পানকারী রয়েছে অরুণাচল প্রদেশে। সেই নিরিখে মদ্যপানকারীর তালিকায় পঞ্চম স্থান অধিকার করেছে অরুণাচল প্রদেশ। ষষ্ঠ স্থান অধিকার করেছে গোয়া। গোয়ার মদ্যপানকারী ব্যক্তির শতাংশ ২৬.৪%। কেরল রয়েছে সপ্তম স্থানে। জনসংখ্যার নিরিখে এই রাজ্যের মদ্যপানকারী মানুষ রয়েছে ১৯.৯ শতাংশ। মধ্যপানকারীর তালিকায় বাংলার স্থান রয়েছে অষ্টম স্থানে। পশ্চিমবঙ্গের ১০ কোটি জনসংখ্যার ১৪ শতাংশ অর্থাৎ ১.৪ কোটি মানুষ অ্যালকোহলে আসক্ত (Highest Alcohol Addicted State)। অপরদিকে নবম ও দশম স্থান অধিকার করেছে তামিলনাড়ু এবং কর্ণাটক। যেখানে উপরে উল্লেখিত রাজ্যগুলির তুলনায় মদ্যপানে আসক্তির পরিমাণ কম।

Advertisements