Indian Railways Video of Kashmir: সুইজারল্যান্ড ফেল! ভারতের এই জায়গায় বরফের বুক চিড়ে ছুটছে ট্রেন

নিজস্ব প্রতিবেদন : বহু ভারতীয়রা রয়েছেন যারা প্রকৃতির মনোরম রূপ দেখার জন্য ছুটে যান সুইজারল্যান্ড। সেখানে দেখা যায় বরফের বুক চিরে এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটে যায় ট্রেন। যে দৃশ্য দেখে অনেকেই সেই দৃশ্যকে স্বর্গের সঙ্গে তুলনা করে থাকেন। তবে শুধু সুইজারল্যান্ড নয়, এবার এমন দৃশ্য দেখা গেল ভারতেও। ভারতের এবার এমন দৃশ্য সামনে এসেছে যা রীতিমত সুইজারল্যান্ডকেও পিছনে ফেলে দিতে পারে।

সুইজারল্যান্ডের মত ভূস্বার্গিক এমন দৃশ্য কোথায় দেখা যেতে পারে তা হয়তো এতক্ষণে অনেকেই অনুমান করে ফেলেছেন। এমন দৃশ্যের দেখা মিলতে পারে কাশ্মীরে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সম্প্রতি এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন এবং সেই ভিডিও (Indian Railways Video) দেখে এখন সোশ্যাল মিডিয়ার নাগরিকরা ভূস্বর্গের আনন্দ উপভোগ করছেন। যে ভিডিও দেখে অনেকেই লক্ষ লক্ষ টাকা খরচ করে সুইজারল্যান্ড ঘুরতে যাওয়া ভুলে যাবেন।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটি আপলোড করেছেন সেই ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি ট্রেন সাদা বরফের বুক চিরে ছুটে চলেছে। এই দৃশ্য সেই কাশ্মীরের যেখানে গত কয়েকদিন আগে পর্যন্ত বরফ দেখা যায়নি। তবে দিন কয়েকের অপেক্ষার পরই সাদা তুষারে ঢেকেছে ভূস্বর্গ। এখন আবার এতটাই তুষারপাত হয়েছে যে রাস্তাঘাট গাছপালা সব সাদা ধবধবে বরফে ঢাকা পড়ে গিয়েছে।

আরও পড়ুন 👉 Railway Budget 2024: এবারের বাজেটে কি পেল রেল! না জানলেই নয় এই ৩ পয়েন্ট

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বৃহস্পতিবার এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করে লিখেছেন, কাশ্মীর উপত্যকায় তুষারপাত। কাশ্মীর উপত্যকায় দিন কয়েক আগে পর্যন্ত সেই ভাবে তুষারপাত না হওয়ার কারণে অনেকেই আশঙ্কায় ভুগছিলেন। এমন পরিস্থিতিতে এমন তুষারপাত যেমন কাশ্মীরিকে সুইজারল্যান্ড এর মতো করে ফেলেছে ঠিক সেই রকমই স্থানীয়দের মধ্যেও স্বস্তি ফিরেছে।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাদা বরফের বুক চিরে কাশ্মীর উপত্যকায় যে ট্রেনটির ছুটে যাওয়ার ভিডিও আপলোড করেছেন সেই ট্রেনটি হলো পোলার এক্সপ্রেস। এই ট্রেনটি যখন বারামুল্লা-বানিহাল শাখায় ছুটে চলেছিল সেই সময় এই ভিডিওটি তোলা হয়েছে এবং সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন রেলমন্ত্রী।