Indian Railways Station: বিশ্বের সবচেয়ে কম খরচে, এবং বিস্তৃত রেল পরিষেবা দেওয়ার জন্য ভারতীয় রেলের বেশ নামডাক রয়েছে। বিস্তৃত এই দেশের কোনায় কোনায় ছড়িয়ে রয়েছে রেল পরিষেবা। যার মধ্যে বর্তমানে দ্রুততার নিরিখেও বড় বড় টেকনোলজির দেশকেও পিছনে ফেলছে ভারত। একাধিক রেলস্টেশন নিয়ে চালিত এই ভারতীয় রেলে লুকিয়ে রয়েছে একাধিক অজানা তথ্য। জানেন এমন এক স্টেশন আছে যার নাম লিখতে ব্যবহার করতে হয় ৫৭টি অক্ষর।
কন্যাকুমারী হোক বা কাশ্মীর, দেশের সর্বত্র বিস্তৃত ভারতীয় রেল লাইন (Indian Railways Station) রয়েছে প্রায় ৬৭ হাজার কিলোমিটারের বেশি এলাকা জুড়ে। দেশের অনেক প্রান্তিক এবং প্রত্যন্ত একালার সাথে সংযোগ রেখেছে ভারতীয় রেল। বিশ্বের হিসেবে চতুর্থ বিস্তৃত রেল পরিষেবা দেয় ভারত। দেশে রয়েছে ৭৩০০ টির বেশী রেলস্টেশন। এর মধ্যে রয়েছে আরেক তথ্য। জানেন কি ভারতের দীর্ঘতম নামের রেলস্টেশন কোনটি? সেটিও বা রয়েছে কোন রাজ্যে?
দেশের দীর্ঘতম নামের রেলস্টেশনটি আসলে রয়েছে তামিলনাড়ুতে। তার নাম পুরাচি থালাইভার ডা. এম. জি. রামচন্দ্রন সেন্ট্রাল রেলওয়ে স্টেশন। জানা যায় এটিই দীর্ঘতম নামের ভারতীয় রেল স্টেশন (Indian Railways Station)। যা আবার দক্ষিক ভারতের ব্যস্ততম রেলস্টেশন। এই স্টেশনের নামে ব্যবহার করা হয় ৫৬টি অক্ষর। যদিও রেলের ইতিহাস বলছে এই স্টেশনের আগের নাম ছিল মাদ্রাজ সেন্ট্রাল। এরপর সেই নাম বদলে করা হয় চেন্নাই সেন্ট্রাল। এরপর নাম পরিবর্তন করে এই নাম দেওয়া হয়।
আরও পড়ুন: এবার ভারতীয় রেলে চালু হতে চলেছে নিরামিষ ট্রেন, যাত্রীদের খাদ্য সচেতনতায় নয়া পদক্ষেপ রেলের
AIDMK সংস্থার প্রতিষ্ঠাতা ও তামিলনাড়ুর প্রাক্তন সম্মানীয় মুখ্যমন্ত্রী এমজি রামচন্দ্রণকে সম্মান করার জন্যই ২০১৯ সালের ৫ই এপ্রিল এই স্টেশনটির এই নামকরণ করা হয়। ভারতীয় রেলের এই স্টেশনটি (Indian Railways Station) চেন্নাইয়ের বিভিন্ন অংশের সাথে রেলপথে যোগাযোগ করা ছাড়াও মুম্বই, দিল্লি এবং কলকাতার সাথে যোগাযোগ স্থাপন করতে গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করে।
ভারতীয় রেলের হিসেব অনুযায়ী প্রতিদিন প্রায় সাড়ে ৫ লক্ষের বেশি রেলযাত্রী এই স্টেশন ব্যবহার করেন বলে জানা যাচ্ছে। যার জন্য এই স্টেশনটিকে দক্ষিণ ভারতের ব্যস্ততম রেল স্টেশন বলে ধরা হয়। এই স্টেশনের আগে অন্ধ্রপ্রদেশের এক রেল স্টেশনকে দীর্ঘতম নামের রেল স্টেশন (Indian Railways Station) ধরা হতো। পরে নাম বদল করে তামিলনাড়ুর এই স্টেশন দীর্ঘতম নামের ভারতীয় রেল স্টেশনের তকমা পায়।