উগান্ডার বুগুসার বাসিন্দা হলো মুসা হাসাইয়া, যিনি পেশায় একজন ব্যবসায়ী। ছোটবেলা থেকেই অনেক টাকার মালিক তিনি এবং প্রচুর পৈতৃক সম্পত্তি ছিল তার। তার বড় বিলাসবহুল বাড়িও রয়েছে। তবে তার সন্তানদের সংখ্যা জানেন?
শোনা যায়, মুসা হাসাইয়া নামের এই ব্যক্তির বিশাল সম্পত্তির পাশাপাশি বিশাল পরিবারও রয়েছে, যা শুনলে চমকে যাবেন আপনিও। এই ব্যক্তির বয়স এখন ৬৭ বছর। মুসার ১২ জন স্ত্রী, ১০২ জন সন্তান এবং তার সঙ্গে সঙ্গে ৫৬৮ জন নাতি-নাতনি রয়েছে, যাদের নিয়ে এই মুহূর্তে হিমশিম খাচ্ছেন তিনি। যদিও প্রথম দিকে তিনি নিজেই তার পরিবার বাড়াতে চেয়েছিলেন কারণ ছোটবেলা থেকেই তিনি বিশাল সম্পত্তির মালিক ছিলেন।
তার এতগুলো সন্তান এবং এতগুলো নাতি নাতনির নাম নিজেরও মনে নেই। তার পরিবার একটি আস্ত গ্রামের সমান। তারা যাতে ঠিকঠাক ভাবে পড়াশোনা করতে পারে তার জন্য তিনি সরকারের কাছে সাহায্য চেয়েছেন। তিনি সরকারের কাছে আবেদন জানিয়েছেন যে, ‘আমি আর সন্তান প্রতিপালন করতে পারবো না। সীমিত আয়ে সংসার চালাতে পারছি না। যদিও আমার ১২ জন স্ত্রী এখনো সন্তান ধারণ করতে পারেন। সেই জন্য তাদের পরামর্শ দিয়েছি, এবার থেকে সবাই গর্ব নির্ধারক বরি ব্যবহার করো।’
মুসা হাসাইয়ার প্রথম স্ত্রী জানিয়েছেন, তারা ১২ জন সতীন একসাথে থাকতে অসুবিধা হয় না। তাদের মধ্যে কোন ঝামেলাও হয় না। মুসা সরকারের কাছে এমন আবেদন করলেও, তার প্রথম স্ত্রী বলেন, তাদের সন্তান, নাতি-নাতনিদের নিয়ে সংসার ঠিক মতোই চলে যাচ্ছে। তার প্রথম স্ত্রীর নাম হল, হানিফা। মাত্র ১৬ বছর বয়সে তাকে বিয়ে করে সংসারে আনেন।
১৯৭১ সালে মুসা হাসাইয়া প্রথম বিয়ে করেন। বিয়ের দু’বছর পর প্রথম স্ত্রীর গর্ভে তার প্রথম সন্তান আসে। তারপরে একে একে বাকি ১১ জন স্ত্রীকে তিনি বিয়ে করেন এবং তার মোট ১০২ জন সন্তান হয়। মুসার বিলাসবহুল বিরাট বাড়িতে তার প্রত্যেক স্ত্রী জন্য আলাদা আলাদা করে ঘর করা রয়েছে। তার সংসার একেবারে ভরা।