Indian Railways Helpline: এই একটি নম্বর না জানার কারণে ছুটে বেড়ান যাত্রীরা, সঙ্গে রাখুন রেলের এই নম্বর

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : প্রতিদিনই দেশের প্রায় দু’কোটি মানুষ রেল পরিষেবার ওপর ভর করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে থাকেন। এই বিপুলসংখ্যক যাত্রীর পরিষেবা দেওয়ার জন্য ভারতীয় রেল (Indian Railways) প্রতিদিন প্রায় ১২ হাজার যাত্রীবাহী ট্রেন চালায়। দেশের প্রায় ৮০০০ রেল স্টেশন থেকে যাত্রীরা গন্তব্যের দিকের রওনা দেন। তবে যাতায়াতের সময় অনেক ক্ষেত্রেই যাত্রীদের নানান সমস্যায় পড়তে হয়।

Advertisements

রেল যাত্রীরা রেল পরিষেবার ওপর নির্ভর করে এক জায়গা থেকে অন্য জায়গা যাতায়াতের সময় অনেক ক্ষেত্রেই সমস্যায় পড়লে রীতিমত ছুটে বেড়াতে দেখা যায়। তবে রেল কিন্তু সবসময় যাত্রীদের সহযোগিতার জন্য হাত বাড়িয়ে থাকে। আর রেলের সাহায্য পেতে অবশ্যই আপনার সমস্যার বিষয়টি রেলের কাছে পৌঁছাতে হবে।

Advertisements

আসলে অনেক যাত্রীরা সমস্যার মধ্যে পড়লেও তাদের সমস্যা রেলের কাছে পৌঁছাতে সক্ষম হন না। কেননা রেলের কাছে যাত্রীদের সমস্যার বিষয়টি পৌঁছানোর জন্য যে পদ্ধতি রয়েছে তা অনেকের অজানা। অনেকেই জানেন না, স্টেশন হোক অথবা চলন্ত ট্রেনে কোনো রকম অসুবিধায় পড়লে এবং রেলের সাহায্য পেতে হলে কত নম্বরে ফোন করতে হবে। অর্থাৎ রেলের হেল্পলাইন নম্বর (Indian Railways Helpline) কোনটি তা সম্পর্কে অনেকেই জানেন না। আর এই কারণে সঠিক সময়ে রেলের কাছে খবর পৌঁছায় না।

Advertisements

আরও পড়ুন ? 3rd Term Plan of Modi Govt: বৃদ্ধদের পেনশন বৃদ্ধি থেকে মহিলাদের আরও চাকরি, মোদি সরকারের এই ৬ বড় প্ল্যান

ভারতীয় রেলের তরফ থেকে রেলযাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তা প্রদানের জন্য সবসময় বদ্ধপরিকর। আর এই বদ্ধপরিকর থাকার পরিপ্রেক্ষিতেই যাত্রীদের সহযোগিতার জন্য মাত্র তিন ডিজিটের একটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। তিন ডিজিটের হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে মূলত যাতে তা সহজেই যাত্রীদের মনে থাকে। বছরের পর বছর ধরে ওই হেল্পলাইন নম্বরে ফোন করে কোটি কোটি যাত্রীরা সময়ে অসময়ে নানান সাহায্য পেয়েছেন। সুতরাং আপনারও যদি ওই নম্বরটি মনে থাকে তাহলে ট্রেনে যাত্রা করার সময় কোন সমস্যায় পড়লেই ফোন করে সাহায্য পেতে পারবেন।

রেলের তিন ডিজিটের যে হেল্পলাইন নম্বরটি রয়েছে সেটি হল ১৩৯। রেল মদত নামের এই হেল্পলাইনটি এখন আরও সহজ সরল করা হয়েছে। এই হেল্পলাইন নম্বরে এখন ফোন করে রেলের সাহায্য পেতে বেশি সময় নষ্ট করতে হবে না। ১৩৯ নম্বরে কল করার সঙ্গে সঙ্গেই যাত্রীদের অপশন দেওয়া হবে তিনি কি জন্য কল করছেন তা বেছে নেওয়ার জন্য। যেমন ভাষা বেছে নেওয়ার পর জরুরি চিকিৎসা, নিরাপত্তা ও সুরক্ষার জন্য এক প্রেস করতে হবে। অনুসন্ধানের জন্য দুই প্রেস করতে হবে। কিভাবে আরও বিভিন্ন অপশন রাখা হয়েছে। সুতরাং ট্রেনে সফর করার সময় এই একটি নম্বর মনে রাখলেই যাত্রীরা সময়ে অসময়ে অনেক সুযোগ-সুবিধা পাবেন।

Advertisements