Penny Stock: ৫ টাকারও কম ইনভেস্ট করে ৫৫% লাভ! শেয়ার বাজার কাঁপাচ্ছে এই পেনি স্টক

Prosun Kanti Das

Published on:

Advertisements

This penny stock is giving 55% profit with an investment of less than 5 rupees: বিনিয়োগের মাধ্যমে আয় করতে বেশি উৎসাহী নতুন প্রজন্ম। তাই খুব স্বাভাবিকভাবেই বাড়ছে মিউচুয়াল ফান্ডের চাহিদা। মিউচুয়াল ফান্ড ছাড়াও বিনিয়োগের ক্ষেত্রে নতুন প্রজন্ম আগ্রহ প্রকাশ করেছে শেয়ার মার্কেটের বিষয়েও। চাহিদা থাকলেও মিউচুয়াল ফান্ড বা শেয়ার মার্কেটে বিনিয়োগ করা কিছুটা ঝুঁকিপূর্ণ। রিটার্ন পাওয়ার অর্থের পরিমাণ সব সময় সমান থাকে না। ঝুঁকি আছে জেনেও বহু মানুষ বিনিয়োগ করে চলেছেন শেয়ার মার্কেটে। এই মুহূর্তে শেয়ার মার্কেটের অবস্থা বেশ ভালো। বেশ কয়েকটি শেয়ারের দাম ঊর্ধ্বমুখী। তার মধ্যে অন্যতম পেনি স্টক (Penny Stock)।

Advertisements

বিনিয়োগকারীদের মুখে হাসি ফুটেছে। চলতি অর্থবর্ষে পেনি স্টকে (Penny Stock) বিনিয়োগকারীদের লাভ হয়েছে প্রায় ৫৫ শতাংশ। শেয়ারটির দাম ১ মাসের মধ্যেই বেড়ে গেছে এতটা। ২-১ দিনের মধ্যেই শেয়ারটির দাম আরো বেশ কিছুটা বাড়তে পারে বলে মনে করছে ব্রোকাররা। মাত্র কয়েক দিনের মধ্যে সম্পূর্ণ পরিস্থিতিটাই বদলে গেল। লাফিয়ে লাফিয়ে বাড়ছে পেনি স্টকের দাম। এখন ব্যাপক হারে রিটার্ন পাবেন পেনি স্টকের বিনিয়োগকারীরা। প্রসঙ্গত উল্লেখ্য, বম্বে স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত এই সংস্থা ২০১৬ সালে তাদের স্টকগুলিকে ভেঙে দেয়। মোট ৫ টি ভাগে ভাগ করা হয়েছিল স্টকগুলিকে। তার মধ্যে অন্যতম হলো এই পেনি স্টক।

Advertisements

২০২৪-২৫ অর্থবর্ষের শুরু থেকেই শেয়ার মার্কেট বেশ ভালো ভাবেই এগোচ্ছে। লাভবান হচ্ছেন বিনিয়োগকারীরা। শ্রেষ্ঠা ফিনভেস্ট লিমিটেডের শেয়ার হোল্ডাররাও লাভের মুখ দেখেছেন। সংস্থার পেনি স্টকের (Penny Stock) দাম বৃদ্ধির গ্রাফ বেশ ঊর্ধ্বগামী। মার্চে যে স্টকটির দাম ছিল ১ টাকা ৪০ পয়সা, জুন মাসে এসে সেই স্টকটির দাম দাঁড়িয়েছে ১ টাকা ৮৭ পয়সা। মাত্র ১ মাসের মধ্যে স্টকটিতে লাভ হয়েছে প্রায় ৫৫ শতাংশ। ৩ মাস পর প্রায় ৪৫ শতাংশ লাভের মুখ দেখেছে পেনি স্টকগুলি। ১৪ ই জুন ২০২৪ এ স্টকটির দাম ছিল ১ টাকা ৮২ পয়সা। ইনস্ট্রা ডে হাইতে স্টকটির দাম বেড়ে হয়েছে ১ টাকা ৮৭ পয়সা। এখনো পর্যন্ত সর্বোচ্চ দাম হয়েছে ১ টাকা ৮৭ পয়সা।

Advertisements

শুরুতে স্টকগুলির দাম রাখা হয়েছিল ১ টাকা ২৭ পয়সা। গত মে মাসে এর দাম দাঁড়ায় ১ টাকা ১৭ পয়সা। সামান্য ক্ষতির মুখ দেখেছিল স্টকগুলি। কিন্তু জুন মাসে সেই ক্ষতিপূরণ হয়ে গেছে আবারো। মাত্র ১ মাসের মধ্যে স্টকগুলির দাম প্রায় ৫৫ শতাংশ বেড়ে গেছে। বর্তমানে পেনিস্টকের দাম দাঁড়িয়েছে ১ টাকা ৮৭ পয়সা। ২০২৪-২৫ অর্থবর্ষেই একটা সময় ১ টাকা ৩১ পয়সায় বিক্রি হয়েছে পেনি স্টকগুলি (Penny Stock)। চলতি বছরের প্রথম ৩ মাসে প্রায় ৪০ থেকে ৪৫% লাভ করেছে এই স্টকগুলি। শ্রেষ্ঠা ফিনভেস্টের পেনি স্টক থেকে রিটার্নও পাওয়া যাচ্ছে বেশ ভালো। গত ৬ মাসের হিসাবে প্রায় ৬০ শতাংশ রিটার্ন পেয়েছে বিনিয়োগকারীরা।

আরও পড়ুন ? Bombay Stock Exchange: রাতের ঘুম উড়ল চীনের, স্টক মার্কেটে হংকংকে বলে বলে ১০ গোল দিল বোম্বে

২০১৮ সালে শ্রেষ্ঠা ফিনভেস্ট লিমিটেডের পক্ষ থেকে সমস্ত শেয়ার হোল্ডারদেরকে বোনাস দেওয়া হয়েছিল। প্রতি ১০ টি শেয়ারে ১ টি করে শেয়ারে দেওয়া হয়েছিল এই বোনাস। শেষ ৫২ সপ্তাহ অর্থাৎ ১ বছরে স্টকটির দাম ছিল ১ টাকা করে। বর্তমানে শ্রেষ্ঠা ফিনভেস্ট লিমিটেডের পেনি স্টকগুলির (Penny Stock) মার্কেট ক্যাপের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১০৪.৪০ কোটি টাকা। এই পেনি স্টকগুলি সম্পূর্ণ পাবলিক স্টক হলেও, প্রমোটার বা মিউচুয়াল ফান্ডের কোন শেয়ার নেই এখানে। সংস্থার কাছে রয়েছে মাত্র ৪.৩% শেয়ার। বাকি শেয়ার গুলির বেশিরভাগটাই রয়েছে অ্যামবাশ্রী ডিস্ট্রিবিউটার্স প্রাইভেট লিমিটেডের কাছে।

Disclaimer: বাংলাXP কোনো সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI) নিবন্ধিত আর্থিক উপদেষ্টা সংস্থা নয়। উপরিক্ত নিবন্ধটি শুধুমাত্র তথ্যমূলক উদ্দেশ্যে লেখা হয়েছে। বাংলাXP কোনোভাবেই কাউকেই বিনিয়োগ করার জন্য উৎসাহিত করে না। কোনো খাতে বিনিয়োগ করার ক্ষেত্রে নিজেস্ব চিন্তা-ভাবনা, গবেষণা এবং বাজারগত ঝুঁকি নেওয়ার সহনশীলতার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে হবে।

Advertisements