Vande Bharat Sleeper Making in WB: বাংলার এই কারখানায় তৈরি হচ্ছে বন্দে ভারত স্লিপার, কবে বেরোবে জানালো সংস্থা

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় রেলের (Indian Railways) বন্দে ভারত (Vande Bharat) সিরিজের ট্রেন নিয়ে সাধারণ মানুষদের মধ্যে এখনো সমানভাবে বজায় রয়েছে উৎসাহ উদ্দীপনা কৌতূহল। কেননা বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) ট্রেনের পর আগামী দিনে আসতে চলেছে বন্দে ভারত স্লিপার (Vande Bharat Sleeper), বন্দে মেট্রো (Vande Metro)। স্বাভাবিকভাবেই এই সকল ট্রেনগুলি কেমন হবে তা নিয়ে দিন দিন কৌতুহল বাড়ছে।

Advertisements

বন্দে ভারত সিরিজের ট্রেন যাতে দেশের কোনায় কোনায় যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছে দেওয়া যায় তার জন্য রেলের তরফ থেকে বিভিন্ন কারখানায় এই সকল ট্রেন তৈরি করা হচ্ছে। এরই মধ্যে বাংলার একটি কারখানায় তৈরি হচ্ছে বন্দে ভারত স্লিপার। বাংলার ওই কারখানা থেকে ৮০টি বন্দে ভারত স্লিপারের সেট তৈরি করা হবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে বন্দে ভারত স্লিপারের সেট তৈরি করার জন্য।

Advertisements

বাংলার বুকে এত সংখ্যক বন্দে ভারত স্লিপারের সেট তৈরি করা হবে টিটাগড় রেল সিস্টেম লিমিটেডের কারখানায়। তারা ৮০টি বন্দে ভারত স্লিপারের সেট তৈরি করার জন্য বরাত পেয়েছে। যে ৮০টি বন্দে ভারত স্লিপারের সেট চার বছরের মধ্যে তৈরি করে রেলের হাতে তুলে দেওয়া হবে বলে সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য রেলের তরফ থেকে টিটাগড় ওয়াগেন এবং ভেল-এর কনসোর্টিয়াম ১০ হাজার কোটি টাকা পেয়েছে।

Advertisements

আরও পড়ুন ? Vande Bharat Sleeper: বন্দে ভারত স্লিপারে কপাল খুলল কলকাতার! এই সংস্থা পেল কোটি কোটি টাকার বরাত

রেলের সঙ্গে চুক্তির পরিপ্রেক্ষিতে টিটাগড় রেল সিস্টেম লিমিটেড এবং ভেল ১২৮০ টি কামরা তৈরি করবে। শুধু ১২৮০ টি কামরা তৈরি কামরা নয়, এর পাশাপাশি পরবর্তী ৩৫ বছরের জন্য ওই ৮০ টি ট্রেনের রক্ষণাবেক্ষণের কাজ চালাবে তারা। আর এর জন্য আলাদা করে ১৪ হাজার কোটি টাকার বরাত পেয়েছে তারা। তবে প্রশ্ন হল বাংলার এই কারখানা থেকে কবে বন্দে ভারত স্লিপার তৈরি হয়ে বেরোবে?

এই বিষয়ে সর্বভারতীয় একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে টিটাগড় রেল সিস্টেম লিমিটেডের ডেপুটি সিইও প্রীতিশ চৌধুরী জানিয়েছেন, তাদের কারখানা থেকে ২০২৫ সালের জুন মাসে প্রথম বন্দে ভারত স্লিপারের প্রোটোটাইপ তৈরি হয়ে বের হবে। সেই প্রোটোটাইপ অনুমোদন পেলেই দুমাস পর থেকেই ট্রেন সরবরাহ শুরু হয়ে যাবে। এক বছরের মধ্যে ১৬টি বন্দে ভারত স্লিপারের সেট সরবরাহ করে দেওয়া হবে।

Advertisements