Sainthia Junction Name Controversy: স্টেশন একটিই, কিন্তু নাম দুটি আলাদা আলাদা! রয়েছে বাংলার বুকেই, অনেকে লক্ষ্যই করেন না

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় রেলের (Indian Railways) তরফ থেকে যে সকল রেলস্টেশন তৈরি করা হয়েছে, সেই সব রেলস্টেশনকে শনাক্ত করার জন্য আলাদা আলাদা নাম রাখা হয়েছে। যে কারণে একটি স্টেশনের নাম একটি হয়ে থাকে অথবা কোন স্টেশনের নামের সঙ্গে অন্য কোন স্টেশনের নামের মিল থাকে না। নিয়ম এবং সাধারণ হিসেব অনুযায়ী এমনটাই হয়।

তবে এবার একেবারে আলাদা ধরনের একটি রেল স্টেশনের দেখা মিলল। যে রেলস্টেশনটির কথা বলা হচ্ছে, সেটি একটি রেলস্টেশন হলেও তার নাম রয়েছে দুটি। আবার একটি নামের সঙ্গে অন্য নামের কোন সামঞ্জস্য নেই। আবার একই নামে দুটি স্টেশনও রয়েছে। যে ঘটনাকে নিয়ে এখন রীতিমতো বিতর্ক শুরু হয়েছে।

একই স্টেশনের দুটি নাম আর যে স্টেশনে এমনটা হয়েছে সেই স্টেশনটি হল বীরভূমের সাঁইথিয়া রেলস্টেশন বা সাঁইথিয়া জংশন (Sainthia Junction Name Controversy)। সাঁইথিয়া রেলস্টেশন একটি গুরুত্বপূর্ণ রেলস্টেশন। যে রেলস্টেশনটিতে প্রতিদিন হাজার হাজার মানুষ নামেন অথবা সেখান থেকে অন্য কোথাও রওনা দেন। আর এই রেল স্টেশনের নামের ক্ষেত্রেই এমন বিতর্ক দানা বেঁধেছে।

আরও পড়ুন 👉 Tornado prone area in WB: জলপাইগুড়ির মিনি টর্নেডো প্রথম নয়, আগেও আছড়ে পড়েছে তাণ্ডব, বাংলার কোন কোন জেলা টর্নেডো প্রবণ

সাঁইথিয়া রেলস্টেশনের এক নম্বর প্লাটফর্মে স্টেশনের নামের যে সকল বোর্ড লাগানো রয়েছে সেই সকল বোর্ডের একটি এক দিকে লেখা রয়েছে সাঁইথিয়া জংশন আর ঠিক তার উল্টোদিকে লেখা রয়েছে আহমেদপুর জংশন। আবার ওই আহমেদপুর জংশন লেখা বোর্ডের উপরে বড় বড় করে লেখা রয়েছে সাঁইথিয়া জংশন। এখন পরিচিত মানুষদের ক্ষেত্রে একই স্টেশনের দুটি নাম নিয়ে কোন অসুবিধা না হলেও বাইরে থেকে যারা আসেন তাদের অনেকেই এই ঘটনায় রীতিমতো বিভ্রান্ত হতে পারেন বলে মনে করছেন অনেকেই।

সাঁইথিয়া রেল স্টেশনে এমন ঘটনা ঘটে যাওয়ার কারণ হিসাবে রেল কর্মীদের ভুল তা নিয়ে কোন সন্দেহ নেই। কেননা সাঁইথিয়া জংশন আগেই রয়েছে আহমেদপুর জংশন। সেক্ষেত্রে দুই রেল স্টেশনের নামের বোর্ড লাগানোর সময় এমন ভুল হয়েছে বলেই মনে করা হচ্ছে। যদিও আবার অনেকেই রয়েছেন যাদের এত বড় একটি ভুলের বিষয়টি নজরেই আসেনি।