Advertisements

Railway Station: ২৪.৮৭ কোটি টাকা খরচে সেজে উঠছে বাংলার এক স্টেশন! দেখে মনে হবে বিমান বন্দর

Prosun Kanti Das

Published on:

This railway station of Bengal is being decorated for 24.87 crores: ২০২৪-২৫ অন্তর্বর্তী বাজেটে রেলওয়ে পরিকাঠামোর উন্নতিকল্পে ১০,৩৬৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে সরকারের পক্ষ থেকে। উত্তর-পূর্ব রেলের ৯১ টি স্টেশন কে উন্নত মানের পরিষেবা দিতে চলেছে রেল কর্তৃপক্ষ। রেল স্টেশনগুলিতে বিমানবন্দরের মতন যাবতীয় সুযোগ-সুবিধা পাওয়া যাবে বলে জানিয়েছে সরকার। নির্বাচিত ৯১ টি রেলওয়ে স্টেশনের (Railway Station) মধ্যে অন্যতম উত্তর-পূর্ব সীমান্ত রেলের অন্তর্গত কাটিহার ডিভিশনের কালিয়াগঞ্জ রেলওয়ে স্টেশন। স্টেশনটিকে যাবতীয় আধুনিক সুযোগ-সুবিধা দিয়ে ভরিয়ে তুলতে চলেছে রেল কর্তৃপক্ষ। নতুন রূপ পেতে চলেছে কালিয়াগঞ্জ স্টেশন। এই কাজের জন্য বরাদ্দ করা হয়েছে ২৪.৮৭ কোটি টাকা।

Advertisements

ভারতীয় পরিবহন ব্যবস্থার ১ টি বড় অংশ রেল পরিষেবার উপর নির্ভর করে। তাই রেল পরিষেবাকে উন্নত করার জন্য সব সময় নতুন নতুন পরিকল্পনা নিতে ব্যস্ত থাকে রেল কর্তৃপক্ষ। চলতি আর্থিক বছরের নতুন বাজেটে রেল পরিষেবা উন্নত করার জন্য একাধিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তার মধ্যে স্টেশনগুলিকে (Railway Station) উন্নত মানের পরিষেবা প্রদান করা অন্যতম। বেছে নেওয়া হয়েছে সবচেয়ে বেশি ব্যবহৃত ৯১ টি স্টেশনকে। যেগুলিকে সম্পূর্ণ নতুন ভাবে সাজিয়ে তুলতে চলেছে রেল কর্তৃপক্ষ। কালিয়াগঞ্জ স্টেশনটি আধুনিকীকরণের মধ্যে দিয়ে কালিয়াগঞ্জ এলাকার আশপাশের বেশ কিছু এলাকার মানুষও উপকৃত হবেন রেল পরিষেবার সুযোগ সুবিধা গ্রহণের ক্ষেত্রে।

Advertisements

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর দিনাজপুর জেলার ১ টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম রেল স্টেশন (Railway Station) কালিয়াগঞ্জ রেলস্টেশন। স্টেশনটিকে নতুন করে সাজিয়ে তোলার জন্য যা যা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তার মধ্যে কয়েকটির কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। যেগুলির কাজ চলছে সেই কাজেরও ৫০ শতাংশ অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। স্টেশনটির উন্নতি হলে ব্যবসায়িক ক্ষেত্রেও অনেক উন্নতি হবে স্থানীয় ব্যবসায়ীদের। এছাড়াও বাড়বে কর্মসংস্থানের সুযোগ। যাত্রীদের ভ্রমণ অভিজ্ঞতাও যে আরও সুন্দর আর সহজ হতে চলেছে তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না।

Advertisements

আরও পড়ুন ? West Bengal Ration Card: দেশে প্রথম, রেশন কার্ডের সবচেয়ে বড় সমস্যা দূর করল পশ্চিমবঙ্গ সরকার

কালিয়াগঞ্জ স্টেশনের নতুন রূপ সমগ্র এলাকার আর্থিক পরিকাঠামো নিয়ন্ত্রণের মূল কেন্দ্র হয়ে উঠতে চলেছে বলে মনে করছে বিশেষজ্ঞরা। আর্থিক ক্ষেত্রের পাশাপাশি যোগাযোগ ব্যবস্থারও উন্নতি হবে। নতুনভাবে স্টেশনটিতে তৈরি করা হবে অতিরিক্ত প্ল্যাটফর্ম, প্লট কভারেজের উপর পর্যবেক্ষণ, সীমানা নির্ধারণ ইত্যাদি কাজ বেশ ভালোভাবে এগোচ্ছে। প্রয়োজনীয় জিনিসগুলি স্থানান্তর অথবা ক্ষণনকার্য সবকিছুই চলছে জোর কদমে। যাত্রী সুবিধার্থে যাবতীয় প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তার মধ্যে বিশেষ সুবিধা হিসেবে থাকছে ১২ মিটার এফওবিয়ের পরিকল্পনা। যদিও এটি এখনও আলোচনার পর্যায়ে রয়েছে।

যদি এফওবি লাগানোর এই পরিকল্পনা বাস্তবায়িত হয়, তাহলে তা বসানো হবে লিফটের পাশে। যাতে ১ টি প্লাটফর্ম থেকে অন্য প্লাটফর্মে যেতে যাত্রীদের কোন অসুবিধা না হয়। সাধারণ যাত্রীদের পাশাপাশি বিশেষভাবে চাহিদা সম্পন্ন যাত্রীদের জন্য মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে। সাইনেজ প্ল্যান, ড্রেনেজ প্ল্যান, প্ল্যাটফর্ম লেআউট, কেবল রুট প্ল্যান ইত্যাদি কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। পুরুষ ও মহিলাদের জন্য উপযুক্ত শৌচালয়, ওয়েটিং রুম ইত্যাদি পরিষেবার পাশাপাশি থাকছে বৃষ্টির জল সংরক্ষণ করা এবং সোলার প্ল্যানের ব্যবস্থা। যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে স্টেশন (Railway Station) চত্বর থেকে নিরাপত্তার দিকেও জোর দিচ্ছে রেল কর্তৃপক্ষ।

Advertisements