বাংলাএক্সপি ডেস্কঃ দেশীয় প্রযুক্তির দেশের প্রথম সেমি হাই স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসকে নিয়ে সাধারণ মানুষদের মধ্যে চরম কৌতূহল। ধীরে ধীরে এই কৌতুহল আগের তুলনায় কমলেও এখন আবার এর স্লিপার ভার্সন দিন দিন কৌতুহল বাড়াচ্ছে। কেননা এর আগে কখনো দেশের মাটিতে বন্দে ভারত এক্সপ্রেসের স্লিপার ভার্সন (Vande Bharat Sleeper) চলেনি। স্বাভাবিকভাবেই সাধারণ মানুষদের মধ্যে কৌতুহল দেশের কোন রুটে প্রথম বন্দে ভারত স্লিপার (Vande Bharat Sleeper Route) চলবে তা নিয়ে।
বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের তুলনায় বন্দে ভারত স্লিপার ট্রেন বেশ কিছু ক্ষেত্রে আলাদা ভাবে তৈরি হয়েছে। নাম শুনেই স্পষ্ট, যেখানে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে কেবলমাত্র বসার ব্যবস্থা রয়েছে সেই জায়গায় বন্দে ভারত স্লিপার ট্রেনে শোয়ার ব্যবস্থাও থাকবে। ১৫ আগস্ট এই ট্রেনটির উদ্বোধন হবে বলে জল্পনা ছড়ালেও তা হয়নি। যে কারণে এখনো দেশের মানুষদের অপেক্ষা বাড়ছে নতুন এই ট্রেন নিয়ে।
বর্তমানে দেশে যে সকল বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন যাতায়াত করছে তার মধ্যে পশ্চিমবঙ্গ থেকে ৬টি বন্দে ভারত এক্সপ্রেস বিভিন্ন রুটে যাতায়াত করছে। পশ্চিমবঙ্গের যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখে একের পর এক রুটে বন্দে ভারত এক্সপ্রেস চালানো হচ্ছে। স্বাভাবিকভাবেই বন্দে ভারত স্লিপার নিয়ে বঙ্গবাসীদের প্রত্যাশা থেকেই যায়। কেননা বাংলা থেকে দূর দূরান্তের অনেক রুটে প্রতিদিনই টিকিটের চাহিদা থাকে তুঙ্গে।
এইসব ক্ষেত্রে বন্দে ভারত স্লিপারের প্রথম রুট নিয়ে যখন প্রশ্ন ওঠে বাংলা নাকি অন্য রাজ্য? সেই প্রশ্নের উত্তরে অবশ্য বাংলার কপালে প্রথম বন্দে ভারত স্লিপার মিলবে না বলেই জানা যাচ্ছে সূত্র মারফৎ। কেননা বন্দে ভারত স্লিপারের ক্ষেত্রে দেশের প্রথম রুট হিসাবে বেছে নেওয়া হতে পারে নাগপুর এবং পুনের মধ্যে। নাগপুর ডিভিশনে দিন দিন যাত্রী সংখ্যা বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে।
নাগপুর ও পুনে রুটে প্রতিদিনই বিপুল সংখ্যক যাত্রী চাহিদা দেখা যায় বলে রেল সূত্রে জানা গিয়েছে। এই রুটে যাত্রী চাহিদা শরমে থাকার কারণে বহু ক্ষেত্রেই যাত্রীরা টিকিট পান না। বড় সংখ্যার যাত্রীদের বাধ্য হয়ে আরএসি টিকিট পেয়ে ম্যানেজ করে সফর করতে হয়। আর এইসব পরিস্থিতির কারণেই রেল দেশের প্রথম বন্দে ভারত স্লিপারের রুট হিসাবে বেছে নিতে পারে নাগপুর ও পুনেকে।