Visit Digha: হাওড়া থেকে দীঘা খরচ হবে মাত্র ৪৫ টাকা, বেছে নিন এই রুট

Prosun Kanti Das

Published on:

Advertisements

This route will cost only 45 rupees to visit from Howrah to Digha: ভ্রমন প্রিয় বাঙ্গালীর পছন্দের ভ্রমণ স্থানগুলির তালিকার একেবারে শীর্ষে থাকে দীঘা, পুরি এবং দার্জিলিং এর নাম। দীঘা তুলনামূলক কাছাকাছি হওয়ায় এখানে যাবার প্রবণতা বাঙালিদের মধ্যে একটু বেশিই দেখা যায়। প্রতিদিনের ব্যস্ত জীবনের মাঝে ১-২ দিনের ছুটি পেলে সময় কাটাতে চলে যায় দিঘার সমুদ্র সৈকতে। কিন্তু কলকাতা থেকে দীঘায় যাওয়া, সেখানে থাকা, খাওয়া সব কিছু মিলিয়ে বেশ কিছু টাকা খরচ হয়। তাই ইচ্ছে করলেই সব সময় পৌঁছে যাওয়া যায় না দীঘায়। তবে আপনারা চাইলে দীঘায় যাওয়ার যাতায়াত খরচ (Visit Digha) কমিয়ে ফেলতে পারেন।

Advertisements

মাঝে মাঝে ব্যস্ততা কাটিয়ে একটু ঘুরতে বেরিয়ে পড়তে পারলে মন্দ লাগে না। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় খরচ। সাধারণ মধ্যবিত্ত পরিবারের পক্ষে মাঝে মাঝে এদিক-ওদিক ঘুরতে যাওয়ার খরচ চালানো সব সময় সম্ভব হয়ে ওঠে না। তাই মধ্যবিত্ত পরিবারের সদস্যরা সবসময়ই চেষ্টা করেন, কিভাবে ঘুরতে যাওয়ার খরচ বাঁচানো যায়? যত কম খরচে ঘুরে আসা যাবে ততই স্বস্তিতে থাকবেন তারা। কলকাতা থেকে দীঘা যাবার খরচ (Visit Digha) বাঁচাতে ব্যবহার করতে পারেন এই রুটটিকে। এই রুটটির খরচ এতটাই কম যে, আপনার ঘুরতে যাবার জন্য নির্ধারিত বাজেট এক্কেবারে নিয়ন্ত্রণের মধ্যেই থাকবে।

Advertisements

২-১ দিনের ছুটি কাটাতে অনেকেই বেছে নেন দীঘা সমুদ্র সৈকতকে। আপনিও যদি তেমন পরিকল্পনা করে থাকেন, তাহলে যাতায়াত খরচ নিয়ে আর কোনো চিন্তা করার প্রয়োজন নেই। এবার মাত্র ১০০ টাকা খরচে কলকাতা থেকে দীঘা গিয়ে আবার ফিরে আসা যাবে। আপনি হাওড়া স্টেশন থেকে মেচেদা হয়ে লোকাল ট্রেনের মাধ্যমে দীঘা স্টেশন অব্দি পৌঁছোতে পারবেন। এই পথে আপনার খরচ (Visit Digha) হবে মাত্র ৪৫ টাকা। অর্থাৎ যাওয়া, আসা মিলিয়ে খরচ পড়বে মাত্র ৯০ টাকা।

Advertisements

আরও পড়ুন ? Kolkata-Bishnupur-Kolkata Bus: আরাম করে সহজেই কলকাতা থেকে বিষ্ণুপুর! এসি লাক্সারি বাসের ভাড়া মাত্র ৩০০ টাকা

হ্যাঁ, এত কমেই আপনি পৌঁছে যেতে পারবেন কলকাতা থেকে দীঘা। একটু অন্য রুট ব্যবহার করলেই খরচ (Visit Digha) চলে আসবে নিয়ন্ত্রণের মধ্যে। তবে হাওড়া থেকে দীঘা অব্দি যাবার জন্য সরাসরি কোন লোকাল ট্রেনের ব্যবস্থা নেই। আপনি হাওড়া স্টেশন থেকে লোকাল ট্রেনের সাহায্যে মেচেদা আসতে পারেন। আবার মেচেদা থেকে লোকাল ট্রেনে করেই পৌঁছে যেতে পারেন দীঘা। ফেরার সময়ও একই পদ্ধতি অবলম্বন করলেই চলবে। মেচেদা স্টেশন থেকে দীঘা যাবার লোকাল ট্রেন ছাড়ে প্রতিদিন ঠিক সকাল ৮:৩০ টার সময়।

হাওড়া থেকে মেচেদা অব্দি লোকাল ট্রেনের ভাড়া মাত্র ১৫ টাকা। আর মেচেদা থেকে দীঘা স্টেশন অব্দি লোকাল ট্রেনের ভাড়া মাত্র ৩০ টাকা। অর্থাৎ আপনার হাওড়া থেকে মেচেদা হয়ে লোকাল ট্রেনের সাহায্যে দীঘা যেতে খরচ পড়বে মাত্র ৪৫ টাকা। একই রুটে যদি ফেরত আসেন, তাহলে যাওয়া আসা মিলে মোট খরচ (Visit Digha) পড়বে ৯০ টাকা। হাওড়া থেকে লোকাল ট্রেনে মেচেদা হয়ে দীঘা পৌঁছাতে সময় লাগতে পারে ৫ ঘন্টার কাছাকাছি।

Advertisements