৪৯৯ টাকার পুঁচকে শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র, বড় শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র ফেল

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : গত কয়েকদিন ধরে যেভাবে রাজ্যের অধিকাংশ জেলায় তাপমাত্রার পারদ বৃদ্ধি পেয়েছে তাতে প্রতিটি মানুষকে কঠিন পরিস্থিতির সম্মুখীন করে তুলেছে। এমন পরিস্থিতিতে প্রত্যেকেই এসি খুঁজছেন। কিন্তু আবার জিনিসপত্রের দাম বৃদ্ধি মানুষকে আরও কঠিন থেকে কঠিনতর পর্যায়ে নিয়ে এসেছে।

এমন পরিস্থিতিতে তীব্র গরম হলেও একটা এসি কিনবেন সেই পরিস্থিতি অধিকাংশ মানুষের নেই। তবে এই পরিস্থিতিতে বিকল্প যন্ত্রের সন্ধানে রয়েছে অনেকেই। তবে দুধের স্বাদ কি ঘোলে মেটে? অনেক সময় মেটে। কারণ এই সময়ই খোঁজ পাওয়া গিয়েছে ছোট পোর্টেবল এসির। ছোট এই পোর্টেবল এসি ভারতে অনেকদিন ধরেই রয়েছে। প্লাস্টিকের তৈরি এই ছোট্ট এসি। এটি আসলে একটি ওয়াটার কুলার। মিনি এই ওয়াটার কুলার ফ্যান তৈরি করেছে রুগন নামে একটি সংস্থা।

সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো এই পোর্টেবল ওয়াটার কুলারটি বাড়ি, গাড়ি সব জায়গায় ব্যবহার করা যাবে। এটি মিনি ফ্যান এন্ড ডুয়াল ব্লেডলেস। অ্যামাজন থেকে এই পোর্টেবল মিনি ওয়াটার কুলার সংগ্রহ করা যেতে পারে। এর দাম মাত্র ৪৯৯ টাকা। এছাড়াও একই ধরনের আরও ওয়াটার কুলার রয়েছে বিভিন্ন অনলাইন বিপণন সংস্থায়।

এই ছোট্ট ওয়াটার কুলারের মধ্যে রয়েছে একটি স্টোরেজ বক্স। আরাম পেতে এই স্টোরেজ বক্সের মধ্যে রাখতে হবে ঠান্ডা জল অথবা বরফ। জল অথবা বরফ রাখার পর এই ওয়াটার কুলার অন করতে হবে। এরপরেই মৃদু ঠান্ডা বাতাস অনুভব করা যাবে।

এছাড়াও এই মিনি ওয়াটার কুলারকে আরও অন্য ভাবেও ব্যবহার করা যেতে পারে। যেমন গোটা ঘর সুগন্ধ করে তোলার জন্য ওই স্টোরেজের মধ্যে সুগন্ধি রেখে অন করলে ঘর সুগন্ধে ভরে যাবে। এই মিনি ওয়াটার কুলারে রয়েছে ব্যাটারি। কেনার পর অন্তত পক্ষে তা ৪ ঘন্টা চার্জ দিতে হবে। এর ফলে যদি বিদ্যুৎ না থাকে তাহলেও ব্যবহার করা যেতে পারে এই ওয়াটার কুলার।