This station is located in one place but in two states: স্টেশন হলো এমন একটি জায়গা যেখান থেকে মানুষ ট্রেনে ওঠে তার গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য। ভারতীয় রেল ব্যবস্থায় এমন অদ্ভুত অনেক কিছুই দেখা যায় যা সাধারণ মানুষ এর আগে কখনো দেখেনি। সাধারণ একটি রেলস্টেশন যার মধ্যে আলাদা কিছু নেই। তবুও কিন্তু অন্যান্য স্টেশনের থেকে এটি সম্পূর্ণ ভিন্ন, কারণ হলো একটিমাত্র স্টেশন যা কিনা অবস্থিত দুটো ভিন্ন রাজ্যে। স্টেশনটিকে ভাগ করেছে দুটি ভিন্ন রাজ্য (Strange station in India)।
রাজ্য দুটি সমান ভাগে স্টেশনটিকে ভাগ করে নিয়েছে। অদ্ভুত একটি বিষয় যা শুনলে আপনি নিশ্চয়ই অবাক হয়ে যাবেন। স্টেশনটির টিকিট কাউন্টার অবস্থিত একটি রাজ্যে এবং স্টেশন মাস্টার বসেন অন্য আরেকটি রাজ্যে। এই অদ্ভুত পরিষেবা (Strange station in India) বোধহয় ভারতীয় রেল ব্যবস্থাতেই সম্ভব। যারা প্রতিমুহূর্তে যাত্রীদের সুবিধার জন্য নানারকম চিন্তা ভাবনা করে থাকে।
খালি চোখে হট করে আপনি বুঝতেও পারবেন না স্টেশনটি যে সমানভাগে বিভক্ত। কিন্তু কাল্পনিকভাবে এটি সমান করে ভাগ করে নেওয়া হয়েছে। সাধারণ মানুষ একটা জিনিস দেখলেই স্পষ্ট ভাবে বুঝতে পারবেন যে একটি স্টেশন যাও কিনা অবস্থিত দুটো ভিন্ন রাজ্যে (Strange station in India)। কি সেই জিনিস যা দেখলে মানুষ চট করে ধরে নিতে পারবে এই বিভাজনটি?
সাধারণত যে কোন রেল স্টেশনের নাম লেখা থাকে তিনটি ভাষায়- হিন্দি, ইংরেজি এবং স্থানীয় ভাষা। কিন্তু এই স্টেশনটিতে চারটি ভাষাতে স্টেশনের নাম লেখা থাকে। ব্যাপারটি অদ্ভুত হলে এটাই সত্যি। কারণ স্টেশনটি দুটি সমান ভাগে বিভক্ত দুটি রাজ্যের মধ্যে। তাই দুটি রাজ্যের স্থানীয় ভাষার নাম লেখা থাকে নেমপ্লেটের মধ্যে। এখন নিশ্চয়ই ভাবছেন কোথায় এই স্টেশন? স্টেশনটি অবস্থিত মহারাষ্ট্রের এবং গুজরাটের সীমান্তে। স্টেশনটির নাম হল নভপুর। এই অদ্ভুত স্টেশনের এক ভাগ পড়েছে মহারাষ্ট্রের এবং আরেকটি ভাগ করেছে গুজরাটে (Strange station in India)।
দুটি রাজ্যের মধ্যে হওয়ার জন্য এখানে একটি বিশেষ বেঞ্চ তৈরি করা হয়েছে। যে বেঞ্চটিতে যাত্রীরা এসে বসতে পারবেন। বেঞ্চটি কিন্তু সত্যিই এক অদ্ভুত ঘটনার নিদর্শন। যার এক দিক পড়েছে গুজরাটে এবং অন্য দিক মহারাষ্ট্রে। বেঞ্চটিতে সেই জায়গাগুলির নাম পর্যন্ত চিহ্নিত করা আছে। বহু যাত্রী এখানে এসে ছবি তুলে নিয়ে যান।