FD-তে সুদের হার বাড়াল ICICI, বিপুল লাভের মুখ দেখবেন গ্রাহকরা

Antara Nag

Published on:

Advertisements

মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রিজার্ভ ব্যাঙ্ক (RBI) রেপো রেট (Repo Rate) বাড়াতেই এই ব্যাঙ্কগুলিতেও পড়েছে প্রভাব। কেন্দ্রীয় ব্যাঙ্কের সঙ্গে সমতা বজায় রাখতে স্থায়ী আমানতে সুদের হার বৃদ্ধি করতে হয়েছে সরকারি, বেসরকারি ব্যাঙ্কগুলিকে। যার ফলে ফিক্সড ডিপোজিটে আগের থেকে অনেকটাই বেশি পাবেন বিনিয়োগকারীরা। তবে সব থেকে বেশি সুদ দেবে বলে জানিয়েছে আইসিআইসিআই।

Advertisements

গত বছর আরবিআই (Repo rate) রেপো রেট বাড়ার পর থেকে অনেক ব্যাঙ্কই এফডির হার বাড়িয়েছে। কিছু ব্যাঙ্ক এফডি-তে মানুষকে ৭.৫০ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে। আপনিও যদি স্থায়ী আমানতে বিনিয়োগ করতে চান, তাহলে জেনে নিন দেশের শীর্ষ ব্যাঙ্কগুলি আপনাকে কতটা সুদ দিচ্ছে। এই ব্যাঙ্কগুলির মধ্যে রয়েছে SBI, ICICI ও HDFC ব্যাঙ্ক৷ এই ব্যাঙ্কগুলি ২ কোটিরও কম বিনিয়োগে ভালো সুদ দিচ্ছে।

Advertisements

আইসিআইসিআই ব্যাঙ্কটি ৭ থেকে ২৯ দিনের মেয়াদে সর্বনিম্ন সুদ দিচ্ছে। যা সাধারণ নাগরিকদের জন্য ৩% ও প্রবীণ নাগরিকদের জন্য ৩.৫০%। এই ব্যাঙ্কে সর্বোচ্চ সুদ ১৫ মাস থেকে ১০ বছরের জন্য দেওয়া হচ্ছে। এই সুদের হার ৭ শতাংশ থেকে ৭.৫০ শতাংশ পর্যন্ত। এছাড়াও, ৩৯০ দিনের FD-এর সুদ ৬.৬০ শতাংশ দিচ্ছে ব্যাঙ্ক৷

Advertisements

এখন নতুন সুদের হারে আইসিআইসিআই ব্যাঙ্ক ৭ দিন থেকে ১০ বছর মেয়াদী আমানতে বা ফিক্সড ডিপোজিটে (FD)-এর উপর ৪.৭৫ শতাংশ থেকে ৬ ৭৫ শতাংশ পর্যন্ত সুদের হার প্রদান করছে।

আইসিআইসিআই ব্যাঙ্ক এখন ১ বছর থেকে ১৫ মাসের মেয়াদের বাল্ক ফিক্সড ডিপোজিটে (এফডি) সর্বোচ্চ ৭.২৫ শতাংশ সুদের হার দেবে বলে জানিয়েছে। আইসিআইসিআই ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, আপডেট করা বাল্ক এফডি রেটগুলি ২৮ মার্চ ২০২৩ তারিখ থেকে কার্যকর হবে।

Advertisements