Train in Durga Puja: বদলে যাচ্ছে লোকাল ট্রেনের সাজসজ্জা! নতুন রূপ দেখা যাবে পুজোয়

This time the local train will be decorated with LED lights for the puja: শুধু মানুষ নয় পুজোর ছোঁয়া লেগেছে ভারতীয় রেলেও। তাইতো লোকাল ট্রেনের কামরাগুলি পর্যন্ত নতুন রং ছবিতে সাজানো হবে। রেলের এই নয়া উদ্যোগ সত্যি প্রশংসনীয়। জীবনের একঘেয়েমি কাটানোর জন্যই নতুন রূপে সেজে উঠবে ভারতীয় রেল। বাঙালির সবচেয়ে বড় উৎসবে বারাসত ডিপোয় লোকাল ট্রেনের কামরা সাজিয়ে তোলা হচ্ছে নানা বর্ণের চিত্রে (Local Train in Durga Puja)।

কি ধরনের বিষয় ফুটিয়ে তোলা হবে সেই চিত্রগুলিতে? চিত্রগুলিতে ফুটিয়ে তোলা হবে গ্রামীণ পরিবেশ, জনজীবনের টুকরো ছবি, রেলের নানা ঐতিহ্য ইত্যাদি। পাশাপাশি বদল ঘটানো হবে আলোতেও। নতুন ধরনের এলইডি আলোয় লোকাল ট্রেন (Local Train in Durga Puja) সাজানোয় ইতিমধ্যে জোরকদমে কাজ শুরু হয়েছে ট্রেন রক্ষণাবেক্ষণের ডিপোগুলিতে। বাঙালির শ্রেষ্ঠ উৎসবে শুধু মানুষ নয় লোকাল ট্রেনও নতুনভাবে নিজেকে তুলে ধরবে যাত্রীদের কাছে।

বর্তমানে শিয়ালদহে চারটি ডিপো রয়েছে লোকাল ট্রেন রক্ষণাবেক্ষণ করার জন‌্য। এক জোড়া করে লোকাল ট্রেনকে (Local Train in Durga Puja) প্রাথমিকভাবে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে নারকেলডাঙা, বারাসত, সোনারপুর ও রানাঘাট এই চারটি ডিপোয়। সব ক’টি শাখাতেই চলবে এই কাজ এবং ইতিমধ্যেই তা শুরু হয়ে গিয়েছে। রেলের এই নয়া উদ্যোগ স্বাভাবিকভাবেই মুগ্ধ করবে জনগণকে।

সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বিভিন্ন রাজ্যের কিছু আঞ্চলিক উৎসব রয়েছে। যেই রাজ্যে যখন যে আঞ্চলিক উৎসব পালন করা হবে সেই অনুযায়ী সাজানো হবে ট্রেনগুলোকে। বাঙালির দুর্গোৎসব প্রধান উৎসব, সেইজন্যই এই উৎসবে প্রাধান‌্য পাবে লোকাল ট্রেনে নতুন ধরনের আলোকসজ্জা (Local Train in Durga Puja)। কিভাবে সাজানো হবে ট্রেনগুলোকে?

প্রথমেই ট্রেনের চালক ও গার্ডের ক‌্যাবগুলির উইন্ডস্ক্রিন ঘিরে ঘুরবে আলোকমালা। একেবারে ঠিক নিচে ভারতীয় রেলের স্মরণে আলোয় লেখা থাকবে। দুই বলয়াকৃতি নীল আলো জ্বলবে সামনে ও পিছনে যা তৈরি হবে ট্রেনের বাফারের আদলে। লোকাল ট্রেনগুলিকে একইভাবে সাজানো হচ্ছে হাওড়াতেও। শিয়ালদহের জনসংযোগ আধিকারিক সহকারী কমার্শিয়াল ম‌্যানেজার হরেন্দ্রনাথ গঙ্গোপাধ‌্যায় জানিয়েছেন, উৎসবে আলোকমালায় স্টেশন ও আনুষঙ্গিক বহু কিছু সাজানো হয়। এবার থেকে লোকাল ট্রেনেও থাকবে আলোর বাড়তি সজ্জা। নান্দনিক দৃষ্টিভঙ্গির কথা মাথায় রেখে ডিপোগুলিতে তারই প্রস্তুতি শুরু হয়েছে।