Telecom: কাল হয়ে দাঁড়াল VI, আর এই পরিষেবা নাও পেতে পারেন Jio-Airtel গ্রাহকরা

The free 5G plan is going to stop: গ্রাহকরা সবসময় মুখিয়ে থাকে ভালো অফারের জন্য। আর তা যদি হয় বিনামূল্যে তাহলে তো কথাই নেই। Reliance Jio এবং Airtel তার গ্রাহকদের জন্য আনলিমিটেড 5G ডেটা অফার দিচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে। আপনি যদি একবার 4G প্ল্যান রিচার্জ করেন তাহলেই Jio ও Airtel ব্যবহারকারীরা 5G-র ফুল স্পিড উপভোগ করতে পারেন। আপনাকে শুধু 249 টাকা বা তার বেশি কোনও প্ল্যান রিচার্জ করতে হবে তাহলেই 5G নেটওয়ার্কের দ্রুত গতি খুব সহজেই আপনার হাতের মুঠোয়। আসলে এই Free 5G Data অফার মোটেই ভাল চোখে দেখছে নি Vodafone Idea। কারণ এরা এখনও সেভাবে 5G পরিষেবা চালু করতে পারেনি। এই বিষয়টি নিয়ে তারা TRAI-এর কাছে অভিযোগ জানায়। তাদের অভিযোগ অনুসারে, রিলায়েন্স জিও ও এয়ারটেলের বিনামূল্যে 5G ডেটা দেওয়া বন্ধ করা উচিত। আশঙ্কার কথা প্রকাশ করে Vi আরও যোগ করে, যদি ফ্রি 5G Data অফার এভাবে দেওয়া হয় তাহলে ভোডাফোন-সহ অন্যান্য টেলিকম (Telecom) সংস্থাগুলির ব্যাপক ক্ষতি হবে।

কিন্তু Vi-এর এই অভিযোগের ভিত্তিতেই TRAI এবার অন্যান্য টেলিকম (Telecom) সংস্থা গুলির বিরুদ্ধে জরুরি পদক্ষেপ নিতে চলেছে। রেগুলেটরি বোর্ড হয়তো এবার Jio এবং Airtel-এর এই বিনামূল্যে দেওয়া 5G data অফারিংয়ের বিষয়টি বন্ধ করতে পারে। ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের একটি রিপোর্ট অনুসারে, TRAI খুব তাড়াতাড়ি এই বিষয়ে নিজেদের সিদ্ধান্তের কথা জানাতে পারে। গ্রাহকদের জন্য মোটেই ভালো সংবাদ নয় এটি।

Vodafone Idea এই টেলিকম (Telecom) সংস্থাটি অভিযোগ করেছিল যে, রিলায়েন্স জিও এবং এয়ারটেল দুটি কোম্পানিরই টেলিকম সার্কেলে 30% শেয়ার রয়েছে। তবে দুই সংস্থাই 4G রিচার্জের ভিত্তিতেই 5G data পরিষেবা অফার করছে তাও আবার বিনামূল্যে। ফলে 5G-র জন্য গ্রাহকদের কাছে আলাদা করে কোনও টাকা চার্জ করা হচ্ছে না। কিন্তু বিষয়টিকেই একটুও ভাল চোখে দেখছে না ভোডাফোন আইডিয়া। গ্রাহকদের সুবিধা হলেও তাদের পক্ষে ক্ষতিকর এটি। ফলে ফ্রি অফার আসলে তাদের ব্যবসার ক্ষতি করবে সেই আশঙ্কার কথা জানিয়ে TRAI-এর কাছে অভিযোগ করে Vi।

TRAI-এর তরফে বলা হয়েছে যে, Jio এবং Airtel কখনই এরকম কোনো সুদিধা তার কাস্টমারদের দিতে পারেনা তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে। এরকম সুবিধাজনক ডেটা অফার করতে পারে না এই কোম্পানি। আসলে, এটি ফেয়ার ইউসেজ পলিসি (FUP) অর্থাৎ ন্যায্য ব্যবহার নীতির বিরুদ্ধে। এইরকম পরিস্থিতিতে Jio এবং Airtel-কে ডেটার একটা সীমা বেঁধে দিয়েই তারপরে 4G প্ল্যানে 5G অফার করতে হবে। এছাড়া 4G-র মতোই দৈনিক ডেটার সীমা শেষ হয়ে গেলে 5G-র ক্ষেত্রেও ইন্টারনেটের গতি কমিয়ে দিতে হবে। টেলিকম সংস্থাগুলিকে অবশ্যই এই তথ্য তাদের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে, যেখানে ডেটার ব্যবহার 50%, 90% এবং 100% হয়ে যাবে।

ভারতে Airtel এবং Jio দুই সংস্থাই প্রায় 3000টিরও বেশি শহরে তাদের 5G নেটওয়ার্ক চালু করে ফেলেছে। সেখানে Vodafone Idea মাত্র বাছাই করা কয়েকটি শহরেই তাদের 5G ইন্টারনেট চালু করতে সক্ষম হয়েছে। সব থেকে বড় কথা হলো, Airtel এবং Jio এখনও পর্যন্ত তাদের ট্যারিফ খরচ বাড়ায়নি।