অতিবৃষ্টিতে জলে ডুবে লাইন, বাতিল এই সকল ট্রেন, তালিকা প্রকাশ রেলের

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বঙ্গোপসাগরের তৈরি হওয়া নিম্নচাপের কারণে রবিবার মধ্যরাত থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায়। এই অতিবৃষ্টির কারণে জলমগ্ন হয়ে পড়েছে একাধিক এলাকায়। এলাকা জলমগ্ন হয়ে পড়ার পাশাপাশি জলের তলায় গিয়েছে একাধিক রুটের রেললাইন।

Advertisements

সম্পূর্ণ জলমগ্ন অবস্থায় রয়েছে কলকাতা স্টেশন, টিকিয়াপার্ড ইয়ার্ড। ইএমিউ কারশেড, হাওড়া ও শিয়ালদা ডিভিশনের একাধিক রেললাইনও জলের তলায়। আর এসবের কারণে একাধিক ট্রেন বাতিল করার পাশাপাশি একাধিক ট্রেনের সময়সূচির পরিবর্তন করা হয়েছে।

Advertisements

বাতিল ঘোষণা করা হয়েছে এই সকল ট্রেন

Advertisements

০৩১১৩/০৩১১৪ কলকাতা-লালগোলা স্পেশাল ট্রেন।

০২২৬১ কলকাতা-হলদিবাড়ি স্পেশাল।

০৩১৬১ কলকাতা-বালুরঘাট স্পেশাল।

এছাড়াও বাতিল করা হয়েছে কলকাতা দ্বারভাঙ্গা স্পেশাল, কলকাতা রাধিকাপুর স্পেশাল, কলকাতা জম্মু তাওয়াই স্পেশাল, কলকাতা গোরখপুর স্পেশাল, কলকাতা আজমগড় স্পেশাল।

অন্যদিকে একাধিক ট্রেনের ক্ষেত্রে সময়সূচি পরিবর্তন করা হয়েছে।

পাশাপাশি অতিবৃষ্টির কারণে স্টাফ স্পেশাল লোকাল ট্রেন চলাচল করছে খুব ধীরগতিতে।

Advertisements