নিজস্ব প্রতিবেদন : ভারতীয় রেল (Indian Railways) এই মুহূর্তে দেশে প্রায় ১৩ হাজার যাত্রীবাহী ট্রেন চালিয়ে থাকে। যে সকল ট্রেনের মধ্যে রয়েছে লোকাল, মেল, এক্সপ্রেস, সুপারফাস্ট এবং প্রিমিয়াম ট্রেন। প্রিমিয়াম ট্রেনগুলির মধ্যে দেশের অন্যতম জনপ্রিয় ট্রেন হল বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। দেশে এই মুহূর্তে ৫০টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন বিভিন্ন রুটে পরিষেবা দিচ্ছে।
ভারতে যে সকল বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনগুলি যাতায়াত করে তার মধ্যে ৬টি বন্দে ভারত এক্সপ্রেস বাংলার বিভিন্ন স্টেশন থেকে বিভিন্ন রুটে যাতায়াত করে থাকে। এই সকল বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনগুলির মধ্যে ৪টি বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া থেকে ছাড়া হয়। যাদের মধ্যে একটি বন্দে ভারতের সময়সূচীতে পরিবর্তন আনা হচ্ছে। মূলত ওই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি ছাড়ার সময় এগিয়ে আনা হয়েছে। যে কারণে নতুন সূচি না জানলে ট্রেন মিস একদম নিশ্চিত।
হাওড়া থেকে ছাড়া ২০৮৯৭ হাওড়া-রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটির সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। এখন এই ট্রেনটি দুপুর ৩:৪৫ মিনিটে হাওড়া থেকে ছাড়ে। কিন্তু আগামী ১০ জুন থেকে ট্রেনটি ৭০ মিনিট আগে হাওড়া রেল স্টেশন থেকে রাঁচির উদ্দেশ্যে রওনা দেবে। ট্রেনটি ছাড়বে দুপুর ২:৩৫ মিনিটে। হাওড়া রেল স্টেশন থেকে ট্রেনটির ছাড়ার সময় এগিয়ে আনার ফলে অন্যান্য স্টেশনগুলিরও সময়সূচীতে আসছে বড় বদল।
নতুন সময়সূচী অনুযায়ী ট্রেনটি হাওড়া থেকে ছাড়ার পর পরবর্তী রেলস্টেশন খড়গপুর পৌঁছাবে বিকেল ৪:০৮ মিনিটে। সেখান থেকে ছাড়বে বিকেল ৪:১০ মিনিটে। টাটানগর স্টেশন পৌঁছাবে বিকেল ৫ঃ৪৫ মিনিটে এবং সেখান থেকে ছাড়বে ৫ঃ৫০ মিনিটে। চান্ডিল স্টেশন পৌঁছাবে ৬:৪০ মিনিটে এবং সেখান থেকে ট্রেনটি পরবর্তী স্টেশনের উদ্দেশ্যে রওনা দেবে ৬:৪১ মিনিটে। পুরুলিয়া পৌঁছাবে সন্ধ্যা ৭:২৩ মিনিটে এবং সেখান থেকে ছাড়বে ৭:২৫ মিনিটে। কোটশিলা পৌঁছাবে রাত ৮:০৪ মিনিটে এবং সেখান থেকে ছাড়বে ৮:০৫ মিনিটে। মুড়ি স্টেশন পৌঁছাবে রাত ৮:২৫ মিনিটে এবং সেখান থেকে ছাড়বে ৮:২৭ মিনিটে। রাঁচি পৌঁছে যাবে রাত ১০ টায়, যেখানে আগে ট্রেনটি পৌঁছাতো রাত ১০:৫০ মিনিটে।
২০৮৯৭ হাওড়া-রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সময়সূচীতে বদল আনা হলেও অবশ্য রেলের তরফ থেকে ২০৮৯৮ রাঁচি-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সময়সূচীতে কোন বদল আনা হয়নি। রেল সূত্রে জানা যাচ্ছে এই ট্রেনটি আগের মতই সকাল ছটায় রাঁচি স্টেশন থেকে ছাড়বে এবং দুপুর ১২ টা ৪৭ মিনিটে হাওড়া স্টেশন পৌঁছাবে। অন্যান্য স্টেশনের ক্ষেত্রেও কোনো রকম সময়সূচিতে বদল আনা হয়নি।