This way at home can be done in this way Money withdraw: টাকা তোলা বা রাখার জন্য ব্যাংকে গিয়ে লাইন দেওয়ার দিন চলে গেছে অনেক দিন হল। কিন্তু ব্যাংকে যেতে না হলেও, এটিএম মেশিন অব্দি যেতে হয় প্রত্যেকটা গ্রাহককেই। এবার সেই ঝক্কিও শেষ হতে চলেছে। এখন থেকে আর টাকা তোলার জন্য এটিএম মেশিন অব্দি যেতে হবে না কোন গ্রাহককে। টাকা নিজেই আপনার ঘরে (Money Withdraw) আসবে। আধার এটিএম এর মাধ্যমে করতে পারবেন যেকোনো কাজ। আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে যদি আধার কার্ড লিঙ্ক করা থাকে তাহলে টাকা সংক্রান্ত লেনদেন করা ছাড়াও আরো একাধিক কাজ খুব সহজে করতে পারবেন ঘরে বসেই।
এখন যদিও বিভিন্ন এলাকায় বিভিন্ন ব্যাংকের ছোট ছোট শাখা তৈরি করা হয়েছে। তারপরও টাকা তোলা নিয়ে সমস্যা হয় বেশ কিছু মানুষের। অনলাইন ট্রানজেকশনের যুগে ব্যাংকে গিয়ে বা এটিএম এ গিয়ে টাকা তোলা অনেক ক্ষেত্রেই সমস্যা জনক। সব সময় হাতের কাছে এটিএম কার্ড রাখাও থাকে না অনেকেরই। কিন্তু এখন থেকে আপনি ঘরে বসে (Money Withdraw) এই সুবিধা উপভোগ করতে পারবেন আধার এটিএম এর মাধ্যমে। ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের তরফ থেকে নতুন এই পরিষেবা দেওয়া চালু করা হয়েছে।
গ্রাহকদের টাকা তোলার জন্য ব্যাংক অথবা এটিএম কাউন্টারে আসার কোন প্রয়োজন নেই। অনলাইন এটিমের মাধ্যমে ঘরে বসেই টাকা তুলতে (Money Withdraw) পারবেন গ্রাহকরা। ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের তরফ থেকে চালু করা এই পরিষেবা ব্যবহার করতে পারবেন যেকোনো ব্যাংকের গ্রাহকরা। মূলত আধারের মাধ্যমে এই ট্রানজাকশন করা হবে। স্থানীয় পোস্টম্যান প্রতিটি গ্রাহকের বাড়িতে নির্দিষ্ট পরিমাণ অর্থ পৌঁছে দিয়ে আসবে। আধার কার্ডের সাথে যুক্ত বায়োমেট্রিক পরিচয় পত্র কে ব্যবহার করে খুব সহজেই এই পরিষেবা গ্রহণ করতে পারবেন যেকোনো গ্রাহক।
আরও পড়ুন ? Adani UPI: রাতের ঘুম উড়ল গুগল পে, ফোন পের! UPI জগতে মেগা এন্ট্রি নিচ্ছেন আদানি
এই পরিষেবার মাধ্যমে আর্থিক লেনদেন ছাড়াও, অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করা বা অ্যাকাউন্ট সংক্রান্ত অন্যান্য বিষয়ে যাচাই করতে পারবেন গ্রাহকরা। এই পরিষেবাটি ব্যবহার করার পদ্ধতিটিও বেশ সোজা। প্রথমে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে প্রকাশিত আবেদন পত্রটি পূরণ করে জমা দিতে হবে গ্রাহককে। তারপর স্থানীয় পোস্টম্যান একটি মাইক্রো এটিএম নিয়ে গ্রাহকের বাড়িতে আসবেন। আবেদনকারী গ্রাহকের বায়োমেট্রিক তথ্য যাচাই করবেন সেই পোস্টম্যান। সবকিছু ঠিক থাকলে গ্রাহককে অর্থ প্রদান করবেন তিনি। এই পরিষেবা গ্রহণ করার জন্য কোন প্রকার অতিরিক্ত চার্জ নেওয়া হবে না। তবে, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশনের তরফ থেকে এককালীন সর্বোচ্চ ১০০০০ টাকাই তুলতে পারবে যে কোন গ্রাহক।
সামান্য কিছু তথ্য দিয়ে করা যাবে আবেদন। ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ডোর স্টেপ সার্ভিস অপশনটিকে বেছে নিতে হবে। এরপর নাম, ফোন নাম্বার, ইমেইল আইডি, ঠিকানা ইত্যাদি উল্লেখ করতে হবে আবেদনপত্রে। ঠিকানার মধ্যে পিনকোড এবং নিকটস্থ পোস্ট অফিসের সঠিক বর্ণনা দিতে হবে গ্রাহককে। এছাড়াও দিতে হবে গ্রাহকের ব্যাংক সংক্রান্ত তথ্য। সমস্ত তথ্য প্রদানের পর ভালো করে যাচাই করে সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। তাহলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে। অনলাইনে আবেদন করুন এবং ঘরে বোসে (Money Withdraw) টাকা তোলার সুবিধা উপভোগ করুন।