Kashmir Houseboats in Bengal: কাশ্মীর যাওয়ার দরকার নেই! পুজোয় কলকাতাতেই মিলবে কাশ্মীরের আনন্দ!

Prosun Kanti Das

Published on:

Advertisements

Now get the feeling of Kashmir in Puja sitting in Kolkata: অনেকেই আছেন যারা সময়ের অভাবে বা অন্য কারণে কাশ্মীর ঘুরতে যাওয়ার সময় পাচ্ছেন না। তবে এবার আর চিন্তা নেই। কলকাতায় বসেই এখন কাশ্মীরের অনুভূতি নিতে পারবেন আপনিও। কোলকাতার গঙ্গায় এখন পেয়ে যাবেন ডাললেকের ভাসমান বিশ্রামতরী হাউসবোট। এই হাউসবোটে আপনি খাওয়া দাওয়া সহ রাত্রিযাপন করতে পারবেন আপনার পরিবারের সঙ্গে। একসঙ্গে আটটি পরিবারের এখানে থাকার সুব্যবস্থা রয়েছে। রাজ্য সরকারের পর্যটন দপ্তর এর পূর্ণ দায়িত্ব নিয়েছেননিয়েছেন (Kashmir houseboats in Bengal)।

Advertisements

কোলকাতার বুকে ব্যারাকপুর পলতার গঙ্গায় চালু হতে চলেছে ডাললেকের ধাচে দুটি বিশাল ভাসমান হাউসবোট। এক একটি হাউসবোটে থাকছে চারটি করে ডাবল বেড ডিলাক্স-এর এসি রুম, এছাড়া থাকছে ডাইনিং হল কমোড বাথরুম থেকে শুরু করে সব ধরনের পরিষেবা ( Kashmir houseboats in Bengal)। প্রতিটি রুমের প্রশস্ত কাঁচের জালনা থেকে আপনি গঙ্গার স্বাদ অনুভব করতে পারবেন। পরিবারকে নিয়ে দুই দিনের জন্য সময় কাটানোর একটি সসুন্দর ভ্রমণস্থল এই ডাললেক ধাঁচের হাউসবোট।

Advertisements

মুখ্যমন্ত্রীর নামকরণ করা ‘মুক্তধারা’ উদ্যান লাগোয়া গঙ্গার ঘাট থেকে এই হাউসপোট প্রস্থান করবে। অবশ্যই জায়গাটি মালঞ্চ পার্ক নামে বেশি পরিচিত। রাজ্যের পর্যটনমন্ত্রী ইন্দ্রনীল সেন জানিয়েছেন, ” পুরোটাই অনলাইনে বুকিং দেওয়া হচ্ছে পর্যটন উন্নয়নের নিগমের ওয়েবসাইট মারফত। প্যাকেজে প্রাত্তঃরাশ মিলবে বিনামূল্যে”। চাইনিজ, মোগলাই কিংবা কন্টিনেন্টাল সবকিছুই মিলবে এই হাউসবোটে। সবচেয়ে আনন্দের বিষয় যে, ভাসমান এই ডাবল বেডের রুম মিলবে মাত্র চার হাজার টাকায়। বৃহস্পতিবার থেকেই অনলাইনে টিকিট বুকিং চালু হয়ে যাবে। ব্যারাকপুর পলতার মধ্যবর্তী ঘাটে এই হাউসবোট (Kashmir houseboats in Bengal) দুটি লাগানো থাকবে।

Advertisements

আরও আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, শুধু কাশ্মীরের ডাললেকের ধাচে হাউসবোটই নয় থাকছে আরও চমক। মুকুটমণিপুরের বারোভুতু, বীরভূমের বাউলবিতান এবং চন্দননগরের কেএমডি পার্কেও চালু হতে চলেছে নতুন সরকারি পর্যটক আবাসন। পর্যটকদের জন্য বারভুতুতে ১২টি, বাউলবিতানে ২৮ টি এবং চন্দননগরে ৩২ টি ডিলাক্স রুম থাকছে। চন্দননগরে আরো চালু হতে চলেছে ওই রুমগুলির পাশে ইকো পার্কের মিস্টিকার ধাচে আরো একটি আধুনিক ব্যাংকয়েট চালু হতে চলেছে। আয়োজকরা সেখানে ভিতরে ৬০০ এবং বাইরে ৪০০ জন অতিথিকে আপ্যায়ন করা যাবে।

রাজ্য পর্যটন মন্ত্রীর মারফত বাংলায় নতুন নতুন পর্যটন কেন্দ্রের উৎপত্তি ঘটছে। মন্ত্রী ইন্দ্রনীল সেন জানিয়েছেন, ৩০শে নভেম্বরের মধ্যে তিনটি নয়া পর্যটন আবাস চালু হয়ে যাবে। বুকিং অন্যগুলির মতো পর্যটন নিগমের পোর্টাল থেকেই করতে হবে (Kashmir houseboats in Bengal))। পর্যটন দপ্তরের এক শীর্ষ অধিকারিক জানিয়েছেন, রাজ্য পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেন নিজ দায়িত্বে পনেরো মাসের থমকে থাকা কাজে পনেরো দিনে রকেটের গতি এনে দিয়েছে। রাজ্য পর্যটন নিগম মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনেই পুজো এবার দেশ-বিদেশের দর্শণার্থীদের জন্য নতুন নতুন স্পেশাল প্যাকেজের ব্যবস্থা করছে।

Advertisements