This year Howrah Christmas Carnival has a big surprise: এবছরের বড়দিন প্রায় আসন্ন। যার প্রস্তুতি কিন্তু চলছে জোরকদমে। বড়দিন নিয়ে সবারই কমবেশি প্ল্যান করা থাকে। আশাকরি আপনারও কিছু প্ল্যান আছে এ বছরের ক্রিসমাস নিয়ে? রাজ্যের বেশিরভাগ জায়গাতেই ২৪ ডিসেম্বর থেকেই শুরু হয়ে যাবে ক্রিসমাস উদযাপন অর্থাৎ ক্রিসমাস কার্নিভাল (Howrah Christmas Carnival) আর কয়েকদিনের অপেক্ষা। তিলোত্তমা শহর কলকাতা সেজে উঠবে রংবেরংয়ের আলোতে। কলকাতার পার্কস্ট্রিট এরইমধ্যে আলোয় সেজে উঠতে শুরু করেছে।
বছরের শেষ দিনগুলোতে এখানেই মানুষের ঢল নামবে। তবে বেশকয়েক বছর ধরে পূর্ব কলকাতার শ্রীভূমিতেও ক্রিসমাস কার্নিভাল হচ্ছে। এবছর আরো একটি বড় চমক হতে চলেছে সেটা হলো শহরের খুব কাছেই ধুমধাম করে পালন হতে চলেছে আরও একটি বড় ক্রিসমাস কার্নিভাল(Christmas Carnival)। এই কার্নিভাল উদযাপিত হবে হাওড়ায়।
হাওড়ার ডুমুরজলা ষষ্ঠী নারায়ণ ইকো পার্কে শুরু হচ্ছে ক্রিসমাস কার্নিভাল (Howrah Christmas Carnival)। এটি কিন্তু চলবে ২২ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত। সবথেকে বড় বিষয় হলো, কার্নিভালের উদ্বোধনে হয়তো উপস্থিত থাকতে পারেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। হাওড়ার এই কার্নিভাল পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে একটি কমিটির উপর। তার সাথেই সহযোগিতা করবে হাওড়া পুরসভা। হাওড়া ক্রিসমাস কার্নিভালের সবথেকে বড় পাওনা হলো অরিজিৎ সিং এর গান, কারণ থিম সং গেয়েছেন তিনি।
আরও পড়ুন ? গান থামিয়ে হঠাৎ দর্শকদের দিকে মাইক ছুঁড়লেন অরিজিৎ! মুহূর্তে ভাইরাল হলো ভিডিও
সুত্র মারফত জানা গেছে যে, ২২ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত কার্নিভালে (Howrah Christmas Carnival) প্রতিদিনই কোনও না কোনও অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ক্রিসমাসের এই কার্নিভালে থাকবে ৭০টি স্টল, ইকোপার্কের সুবিশাল ঝিলকে কেন্দ্র করে চোখ ধাঁধানো আলোয় সেজে উঠবে ডুমুরজলা ও ড্রেনেজ ক্যানেল রোড। সেই কারণেই বেশকিছুদিন এই স্টেডিয়ামে মানুষের ঢল নামবে।
কার্নিভাল নিয়ে কি বলেছেন হাওড়া পুরসভা বোর্ডের চেয়ারম্যান সুজয় চক্রবর্তী? এই প্রথম হাওড়ায় ক্রিসমাল কার্নিভাল (Howrah Christmas Carnival) করা হচ্ছে। তার জন্য গঠন করা হয়েছে কমিটি। পুরসভা সবরকমভাবে কমিটিকে সাহায্য করছে। এই কার্নিভালের উপরি পাওনা হলো অরিজিৎ সিং এর থিম সং। ২২ ডিসেম্বর উদ্বোধনের দিনই এই থিম সং লঞ্চ করা হবে। এই কার্নিভালে শিশুদের জন্য থাকবে একাধিক আকর্ষণীয় জিনিস। বহু নামিদামি শিল্পীরা এখানে পারফর্ম করবে। বিভিন্ন সাংস্কৃতির অনুষ্ঠান থাকছে, আশা করা হচ্ছে মানুষের ভিড়ও থাকবে সেভাবেই। উদ্বোধনের দিন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমও থাকবেন।