Puja parikrama with WBTC: গরমের বালাই নেই! এবার এই ভাবে বুক করে ফেলুন AC বাসের পুজো পরিক্রমা

This year puja parikrama with WBTC AC bus: শুরু হয়ে গিয়েছে শপিং। কাশ ফুলে হওয়া লেগেছে। এখন ঢাকে কাটি পড়তে শুধুমাত্র আর কয়েকটা দিন বাকি। তারপরই শুরু হবে পান্ডেল হপিং। এখন থেকেই অনেকে পুজোয় কী কী করবেন, কোথায় কোথায় ঘুরবেন তার প্ল্যান সেরে ফেলেছেন। এ বছর কি কলকাতা ঘুরে ঘুরে ঠাকুর দেখার প্ল্যান করেছেন? তাহলে আপনার জন্য রয়েছে একটি দারুণ খবর। এবছর পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম পুজো পরিক্রমার (Puja parikrama with WBTC) জন্য এক নয়া উদ্যোগ নিয়েছে। সারা কলকাতা ঘুরে ঘুরে পুজো দেখার ব্যবস্থা করেছে পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম। চলুন এ সম্পর্কে আরো বিস্তারিত প্রতিবেদন থেকে জেনে নিন।

পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম বা WBTC-এর উদ্যোগে এই বছর পুজো পরিক্রমার (Puja parikrama with WBTC) বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জানা যাচ্ছে, এসি ভলবো ও নন এসি বাসে করে সারা কলকাতা ঘুরিয়ে পুজো প্যান্ডেল দেখানো হবে। বারাসাত ও হাবড়া থেকে বাস ছাড়বে। এই ব্যবস্থার মাধ্যমে উত্তর কলকাতা ও দক্ষিণ কলকাতার ঐতিহ্যবাহী পুজো প্যান্ডেলগুলি বাসে করে ঘুরে দেখানো হবে। এই প্রসঙ্গে আগেই একটি সাংবাদিক বৈঠক করে এ কথা জানিয়েছিলেন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।

রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন, এবারে এই পুজো পরিক্রমায় (Puja parikrama with WBTC) মোট ২৪টি পুজো পান্ডেল এবং দুটি বনেদি বাড়ির পুজোও ঘুরে দেখানো হবে। সকাল ৯টা বেজে ১৫ মিনিটে বারাসাত থেকে বাস ছাড়বে। যেখানে নন এসি বাসে যাত্রী পিছু ভাড়া পড়বে ৪৫০ টাকা এবং এসি বাসে যাত্রা করলে খরচ ১৯০০ টাকা। অন্যদিকে হাবড়া ডিপো থেকে সকাল ৮ টার সময় নন এসি বাস ছাড়বে। এখানে ভাড়া পড়বে ৫৫০ টাকা। এই যাত্রায় মিলবে জলখাবার সাথে মধ্যহ্নভোজন। অষ্টমীর দিন থাকবে স্পেশাল পরিক্রমা। যেখানে যাত্রীদের কামারপুকুর ও জয়রামবাটি নিয়ে যাওয়া হবে। সেখানে কুমারী পুজো দেখানো হবে। সাথে থাকবে জলখাবার ও ঠাকুরের ভোগ। এই যাত্রার জন্য নন এসি বাসে খরচ পড়বে ৭০০ টাকা। এদিন বারাসাত থেকে ভোর ৪টে বেজে ৪৫ মিনিটে বাস ছাড়া হবে।

কীভাবে টিকিট বুক করতে হবে জেনে নিন

পুজো পরিক্রমায় (Puja parikrama with WBTC) অংশ নিতে হলে আপনাকে আগে থেকে টিকিট বুক করতে হবে। অনলাইন এবং অফলাইন দুই ভাবেই টিকিট কাটতে পারবেন। অনলাইনে টিকিট বুক করার জন্য www.wbtconline.in ওয়েবসাইটে গিয়ে লগ ইন করে টিকিট বুক করতে হবে। অন্যদিকে বিভিন্ন টিকিট কাউন্টার থেকে অফলাইনে টিকিট নিতে পারবেন। এর জন্য বারাসত তিতুমীর বাসস্ট্যান্ডের ৯ নম্বর কাউন্টার, বারাসত কলোনীমোড়ের কাউন্টার এবং হাবড়া জয়গাছির কাউন্টার থেকে টিকিট কাটা যাবে। এছাড়া ফোনের মাধ্যমেও কল করে বুক করা যাবে। এর জন্য ৭০০৩৯৫২৫৪০ নম্বরে ফোন করতে হবে।