Those Bollywood Actors who have married more than once in their life: বিটাউনের তারকাদের (Bollywood Actors) ব্যক্তিগত জীবন রূপলী পর্দার মতোই চকমকে। এমন বহু তারকা আছে যারা দুবার বিয়ে করেছেন আবার বহু তারকা নিজেদের ভালোবাসার ওপরে অগাধ বিশ্বাস বজায় রেখেছেন এবং তারা তিন থেকে চারবার বিয়ে পর্যন্ত করেছেন। তালিকায় আপনার বহু পরিচিত তারকাদের নাম রয়েছে। আজকের প্রতিবেদনে সেটাই হলো আলোচ্য বিষয়। প্রতিবেদনটি ভালো করে পড়লে জানতে পারবেন বলিউডের কোন কোন নায়ক এবং নায়িকা তিন থেকে চার বার বিবাহ করেছেন।
কবীর বেদি
বলিউডের অন্যতম জনপ্রিয় ভিলেন হলেন কবীর বেদি যিনি বিয়ে করেছেন চারবার। প্রথমবার তিনি বিয়ে করেছিলেন প্রতীমা বেদিকে তিনি ছিলেন পেশায় একজন নৃত্য শিল্পী। তাঁদের মেয়ে পূজা বেদি এবং তাদের ছেলে সিদ্ধার্থ সিৎজোফ্রেনিয়ার রোগী ছিলেন, ২৬ বছর বয়সে আত্মহত্যা করেন। প্রতীমার সঙ্গে দূরত্ব বাড়তে থাকে কবীর বেদির এমনকি তিনি সম্পর্কে জড়িয়ে পড়েন পরভিন বাবির সঙ্গে। কিন্তু দু’জনের বিয়ে হয়নি। কবীর বেদির সঙ্গে ব্রেক-আপে করার পর খুব ভেঙ্গে পড়েছিলেন পরভিন বাবি। এরপর কবীর বেদির দ্বিতীয় বিয়ে ব্রিটিশ ফ্যাশন ডিজাইনার সুজান হামফ্রে-র সঙ্গে। তাঁদের ছেলে আদম বেদি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মডেল। তিনি বলিউডে ডৈবিউ করেন ‘হেলো? কৌন হ্যায়’-এর ছবি দিয়ে। আবার কবীরের তৃতীয় বিয়ে টিভি ও রেডিও প্রেসেন্টর নিক্কি বেদির সঙ্গে। কবীর বেদি কিন্তু এখানেই থেমে থাকেননি। তিনি ৭০ বছর বয়সে বিয়ে করেন পরভিন দুসাঞ্জ-এর সঙ্গে।
সঞ্জয় দত্ত
সুনীল দত্তের পুত্র সঞ্জয় দত্তকে সবাই চেনেন। তিনি মোট ৩০৮ জন মহিলার সঙ্গে প্রেম করেছেন, এমনকি এই অকপট সত্য তিনি স্বীকার করেছেন নিজের বায়োপিকে। সঞ্জুর তিনটে বিয়ে হয়। প্রথম বিয়ে ১৯৯১ সালে, রীচা শর্মার সঙ্গে। কিন্তু রীচার মৃত্যুর পর সঞ্জয় বিয়ে করেন মডেল রিয়া পিল্লাইয়ের সঙ্গে। কিন্তু অবশেষে ২০০৫ সালে তাঁদের ডিভোর্স হয়। সঞ্জয়ের তৃতীয় বিয়ে মাণ্যতার সঙ্গে। সেই সময় মাণ্যতার নাম ছিল দিলনওয়াজ শেখ।
করণ সিং গ্রোভার
বঙ্গতনয়া বিপাশা বসুর বর্তমান স্বামী করণ সিং গ্রোভার টেলি দুনিয়া থেকে নিজের কেরিয়ার শুরু করেন। তিনি মোট তিনটি বিয়ে করেছেন। করণের প্রথম বিয়ে শ্রদ্ধা নিগমের সঙ্গে। সেই বিয়ে টিকে ছিল মাত্র ১০ মাস। বিয়ে ভাঙ্গার আসল কারণ হলো করণের বিবাহ বহির্ভূত সম্পর্ক। এরপর ২০১২ সালে করণ সিং গ্রোভার বিয়ে করেন জেনিফার উইংগেট-এর সঙ্গে। কিন্তু এই বিয়ের মেয়াদ-ও ছিল মাত্র ২ বছর।
সিদ্ধার্থ রায় কাপুর
২০১২ সালে সিদ্ধার্থ রায় কাপুর বিয়ে করেন বিদ্যা বালনকে। অনেকেই হয়তো জানে না এটি তার তৃতীয় বিয়ে। সিদ্ধার্থের প্রথম বিয়ে ছোটবেলার বন্ধু আরতি বাজাজ-এর সঙ্গে। দ্বিতীয় বিয়ে এক টিভি প্রযোজকের সঙ্গে। কিন্তু সেই বিয়ে ২০০৮ সালে ভেঙে যায়। এরপর-ই বিদ্যাকে বিয়ে করেন সিদ্ধার্থ।
লাকি আলি
লাকি আলি একজন দক্ষ গায়ক এবং অভিনেতা (Bollywood Actors)। তার জীবনেও প্রেম এসেছে বারবার। তিনি প্রথম বিয়ে করেন নিউজিল্যান্ডের মেঘান জেন ম্যাক ক্লিয়েরির সঙ্গে। ‘ও সনম’ গানে তাঁকে দেখাও যায়। আবার ২০০০ সালে লাকি আলি প্রেমে পড়েন অনাহিতার। সে’কথা জানান মেঘান-কেও, কারণ তিনি মেঘানকে ঠকাতে চাননি। লাকি আলির তৃতীয় বিয়ে প্রাক্তন মিস ইংল্যান্ড কেট এলিজাবেথ হালাম-এর সঙ্গে। ২০১০ সালে তাঁদের বিয়ে হয় এবং ২০১৭ সালে বিবাহ-বিচ্ছেদ।
আরও পড়ুন ?Gifts for Sreemoyee From Kanchan: লাখপতি অভিনেতা বিধায়ক কাঞ্চন, শ্রীময়ীকে বিয়ে করে কী কী উপহার দিলেন
কিশোর কুমার
কিশোর কুমারের মতো কিংবদন্তি সত্যিই দুর্লভ কিন্তু তার জীবনের গল্প খুবই রোমাঞ্চকর। মোট চারবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এই শিল্পী। প্রথম বিয়ে রুমা গুহ ঠাকুরতার সঙ্গে, তখন বয়স ছিল মাত্র ২১ বছর। ৮ বছর বাদে তাঁদের ডিভোর্স হয়ে যায়। কিশোর কুমারের দ্বিতীয় বিয়ে মধুবালার সঙ্গে। কিন্তু বিয়ের ৯ বছর বাদে মধুবালার মৃত্যু হয়। কিশোর কুমারের তৃতীয় স্ত্রী অভিনেত্রী যোগিতা বালি। এই বিয়ে টিকেছিল ২ বছর। এরপর কিশোর কুমার প্রেমে পড়েন বলিউড অভিনেত্রী লীনা চন্দভরকর-এর। তাঁরা বিয়েও করেন। কিশোর কুমারের শেষদিন পর্যন্ত তিনি-ই স্ত্রী ছিলেন।
আদনান সামি
পাকিস্তানি সিঙ্গার আদনান সামি মোট ৪ বার বিয়ে করেছেন। প্রথমবার বিয়ে করেন অভিনেত্রী জেবা বখতিয়ারের সঙ্গে। ৩ বছর সেই বিয়ে টিকেছিল। তারপর আদনান সামি বিয়ে করেন দুবাইয়ের আরাব সাবাহ গলাদারিকে। সেই বিয়ে টেকে আড়াই বছর। পরবর্তীকালে আদনান ফের বিয়ে করেন তাঁর দ্বিতীয় বউ-কেই। ততদিনে তিনি মেদ ঝড়িয়ে ফেলেন। কিন্তু দুঃখের বিষয়, সেবার-ও বিয়ে টেকেনি। একবছরের মধ্যেই ডিভোর্স হয়ে যায়। ২০১০ সালে তিনি বিয়ে করেন রোয়া সামি খান-কে।