রেশন কার্ড না থাকলে অস্থায়ী ফুড কুপন, কিভাবে মিলবে জানালেন জেলাশাসক

Madhab Das

Published on:

Advertisements

হিমাদ্রি মণ্ডল : করোনা ভাইরাসের কারণে দেশে লকডাউন জারি হওয়ার পর থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, লকডাউন চলাকালীন রাজ্যে সকলেই বিনামূল্যে খাদ্য সামগ্রীর সুবিধা পাবেন। সে ক্ষেত্রে যাদের ডিজিটাল রেশন কার্ড নেই তারা ফুড কুপনের মাধ্যমে এই খাদ্য সামগ্রী পেয়ে থাকবেন। কিন্তু এই ফুড কুপন কিভাবে পাওয়া যাবে তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানান প্রশ্ন ছিল।

Advertisements

Advertisements

আর এই ফুড কুপন কিভাবে সাধারণ মানুষ পাবেন তা নিয়ে বুধবার বীরভূম জেলা জেলাশাসক মৌমিতা গোদারা বসু জানান, “একটাও এরকম মানুষ থাকবে না যার খাদ্য লাগবে অথবা চাই তিনি পাবেন না। তার জন্য বিভিন্ন রকমের কুপন আছে। তারমধ্যে সুবিধাজনক কুপন হলো অস্থায়ী কুপন। আর এই কুপন দেওয়ার আজ থেকে শুরু হয়ে গেল।”

Advertisements

এই কুপন কোথায় পাওয়া যাবে সে প্রসঙ্গে তিনি জানান, “যে সমস্ত মানুষদের ডিজিটাল রেশন কার্ড নেই অথবা আবেদন করেছেন অথচ পাননি, অথচ তাদের খাদ্য সামগ্রীর প্রয়োজন আছে তারা যদি বিডিও অফিসে চলে আসেন তাহলে তাদের তৎক্ষণাৎ ওই কুপন দিয়ে দেওয়া হবে। কেবলমাত্র দেখে নিতে হবে তাদের ডিজিটাল রেশন কার্ড আছে কিনা। বিডিও অফিস ছাড়াও এসডিও অফিসে এলে এই কুপন পাওয়া যাবে। আর এই কুপনের মাধ্যমে তারা তাদের নিকটবর্তী রেশন দোকান থেকে খাদ্য সামগ্রী সংগ্রহ করে নিতে পারবেন।”

প্রসঙ্গত, বুধবার বীরভূম জেলার রেশন ব্যবস্থা নিয়ে একটি প্রশাসনিক বৈঠক হয় প্রশাসন ভবনে। যে বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর পরামর্শদাতার রিনা মিত্র। জেলার রেশন ব্যবস্থা সম্পর্কিত নানান বিষয় নিয়ে এই বৈঠকে আলোচনা হয় বলে জানা যায় প্রশাসনিক সূত্রে।

Advertisements