নিজস্ব প্রতিবেদন : রাজ্যের শাসক দল হিসেবে তৃণমূল সরকারে আসার পর রাজ্যের বাসিন্দাদের জন্য বিভিন্ন প্রকল্প (Government Scheme) চালু করেছে। সরকারি এই সকল প্রকল্পের মধ্য দিয়ে কেউ প্রতি মাসে ৫০০ থেকে ১০০০ টাকা, কেউ আবার স্বাস্থ্যের জন্য ৫ লক্ষ টাকা, আবার কেউ অন্য ধরনের সুবিধা পেয়ে থাকেন। ঠিক সেই রকমই সম্প্রতি রাজ্য সরকারের তরফ থেকে একটি প্রকল্প চালু করা হয়েছে এবং সেই প্রকল্পটি তরুণ প্রজন্মের জন্য।
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে চালু করা যে প্রকল্পটির কথা বলা হচ্ছে সেই প্রকল্প গত জানুয়ারি মাসে চালু করা হয়। যে প্রকল্পের মাধ্যমে সরাসরি কোনরকম অর্থ সাহায্য করা না হলেও রাজ্য সরকারের তরফ থেকে এই প্রকল্পের মাধ্যমে তরুণ প্রজন্মের ভিত শক্ত করা হচ্ছে। এই প্রকল্প ইতিমধ্যেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। সূচনার পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছে এই প্রকল্প।
তবে যখন এই প্রকল্প শুরু করা হয়েছিল তখন এই প্রকল্পের সুবিধা কেবলমাত্র SC, ST শ্রেণীর তরুণ প্রজন্ম পাবে বলে জানানো হয়েছিল। যদিও প্রকল্প উদ্বোধনের মাস খানেকের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) বড় বদল আনলেন বুধবার। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী, এই প্রকল্পের সুবিধা পাবেন সাধারণ শ্রেণীর তরুণ প্রজন্মরাও।
আরও পড়ুন ? Yoggyashree Scheme: যোগ্যতার প্রশ্ন দূর! মমতা চালু করলেন যোগ্যশ্রী প্রকল্প, কারা কীভাবে পাবেন সুবিধা
যে প্রকল্পের কথা বলা হচ্ছে সেই প্রকল্পটির নাম হল যোগ্যশ্রী প্রকল্প (Yoggyasree Scheme)। এই প্রকল্পের মধ্য দিয়ে যে সকল পড়ুয়ারা এবং তরুণ প্রজন্মের যুবক যুবতীরা IAS, IPS, ডাক্তার, WBCS, WBPS, ইঞ্জিনিয়ার, শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছেন তারা কোচিংয়ের সুযোগ পাবেন। সুদক্ষ প্রশিক্ষক দ্বারা কোচিং দেওয়া হবে। তবে সরকারের তরফ থেকে এই কোচিং দেওয়ার কারণে এক পয়সাও নেওয়া হবে না পড়ুয়াদের থেকে।
এই ধরনের চাকরির পরীক্ষার ক্ষেত্রে যে সকল কোচিংয়ের ব্যবস্থা রয়েছে সেগুলিতে মাসে মাসে হাজার হাজার টাকা গুনতে হয়। অজস্র পড়ুয়ারা রয়েছেন যারা স্বপ্ন দেখেন এমন সব চাকরিতে বসে নিজেদের কেরিয়ার তৈরি করার। কিন্তু অর্থের অভাবে কোচিং নেওয়া তাদের পক্ষে সম্ভব হয় না। এরই পরিপ্রেক্ষিতে তাদের বিনামূল্যে কোচিং দেওয়ার জন্য যোগ্যশ্রী প্রকল্পের ঘোষণা করা হয়েছে। এই প্রকল্পের আওতায় কোচিং নিয়ে পড়ুয়ারা প্রতি মাসে হাজার হাজার টাকা খরচ বাঁচাতে পারবেন। পড়ুয়াদের কোচিং দেওয়ার জন্য ইতিমধ্যেই ৫১ টি কোচিং সেন্টার তৈরি হয়েছে এবং আগামী দিনে আরও ৫০ টি কোচিং সেন্টার তৈরি হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।