নিজস্ব প্রতিবেদন : দেশের বর্তমান করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে একাধিক পদক্ষেপ নিতে দেখা গিয়েছে। ঠিক তেমনি এবার তারা আরও ৩ টি সিদ্ধান্তের পথে হাঁটতে চলেছে। নয়া এই সিদ্ধান্তে রয়েছে চেক পেমেন্ট, অনলাইন পেমেন্ট এবং গোল্ড লোনের মত একাধিক গুরুত্বপূর্ণ বিষয়। এই সকল ক্ষেত্রগুলির একাধিক নিয়মে পরিবর্তন এনে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার লক্ষ্য গ্রাহকদের সুবিধা দেওয়ার পাশাপাশি তাদের উপার্জিত সঞ্চয় সুরক্ষিত করা।
চেক পেমেন্ট : রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তরফ থেকে চেক পেমেন্টের ক্ষেত্রে এখন ‘পজিটিভ পে’ নিয়ম লাগু করা হয়েছে। ‘পজিটিভ পে’ নামে এই নতুন নিয়ম লাগু হবে ৫০,০০০ টাকার উপরে চেক লেনদেনের ক্ষেত্রে। চেক পেমেন্ট ব্যবস্থাকে আরও সুরক্ষিত করতেই এমন সিদ্ধান্ত বলে জানানো হয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে।
নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে চেকের মাধ্যমে ৫০,০০০ টাকার বেশি অর্থ পেমেন্ট করার ক্ষেত্রে গ্রাহককে চেক নম্বর, কত টাকার চেক লাগু করা হয়েছে ইত্যাদি তথ্য ব্যাঙ্কে জানাতে হবে। যদিও এই নিয়ম এর আগেও বেশ কয়েকটি বেসরকারি ব্যাঙ্কের ক্ষেত্রে লক্ষ্য করা গেছে। আর যিনি চেক গ্রহণ করবেন তিনি যখন ব্যাঙ্কে গিয়ে ক্যাশ করতে যাবেন তখন চেক প্রদানকারী ব্যক্তির তথ্যের সাথে তথ্য মিললেই ক্যাশ হবে, অন্যথায় হবে না।
গোল্ড লোন : বর্তমান করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে গ্রাহকদের সুবিধার্থে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তরফ থেকে গোল্ড লোনের ক্ষেত্রে প্রাপ্ত লোনের ভ্যালু বাড়িয়ে দেওয়া হয়েছে। আগে যেখানে ৭৫% পর্যন্ত লোন দেওয়া হতো সেখানে তা বাড়িয়ে করা হয়েছে ৯০ শতাংশ। অর্থাৎ এখন সোনার উপর লোনকারী ব্যক্তি ৯০ শতাংশ পর্যন্ত লোন পেতে পারেন। তবে অবশ্যই লোন প্রদানকারী সংস্থা লোন দেওয়ার আগে আবেদনকারীর দেওয়া সোনার গুণগতমান যাচাই করে তারপরেই লোনের প্রাপ্ত অর্থের পরিমাণ ঠিক করবেন।
অফলাইন অনলাইন (রিটেল) পেমেন্ট : ডিজিটাল পেমেন্টকে আরও ত্বরান্বিত করতে ইন্টারনেট ছাড়াই ডিজিটাল পেমেন্টের একটি পাইলট প্রজেক্টকে অনুমতি দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই অনুমতি দেওয়া হয়েছে গত বৃহস্পতিবার। এর ফলে এবার থেকে ইন্টারনেট ছাড়াই ডেবিট কার্ড অথবা ডিভাইসের মাধ্যমে ডিজিটাল পেমেন্ট করা যাবে। এই অনুমতি দেওয়ার ফলে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এবং স্মার্ট ফোনের মাধ্যমে ইন্টারনেট ছাড়াই পরিষেবাগুলি বহন করা যাবে।