ফ্রির দিন শেষ! তিনটি সুবিধা তুলে দিল Spotify

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : অনলাইনে গান শোনার ক্ষেত্রে যে সকল জনপ্রিয় অ্যাপ রয়েছে তাদের মধ্যে অন্যতম হলো স্পটিফাই (Spotify)। দীর্ঘ কয়েক বছর ধরেই এই অ্যাপ হলিউড, বলিউড, টলিউড সহ বিভিন্ন ধরনের গান শুনিয়ে আসছে শ্রোতাদের। সম্পূর্ণ বিনামূল্যে এই অ্যাপ শ্রোতাদের গান শুনিয়ে এলেও এবার ধীরে ধীরে তারা ফ্রির দিন শেষ করতে চলেছে। অন্ততপক্ষে যে পথে তারা এগোচ্ছে তাতে এমনটাই মনে করা হচ্ছে।

Advertisements

বিদেশের বিভিন্ন দেশের পাশাপাশি ভারতীয় এই অ্যাপের ব্যবহার ব্যাপক। যারাই প্রতিদিন অনলাইনে গান শোনেন তাদের অধিকাংশ শ্রোতাকেই এই অ্যাপে গান শুনতে দেখা যায়। তবে এই অ্যাপ যারা ব্যবহার করে থাকেন এবং ফ্রিতে ব্যবহার করছেন তাদের জন্য তিনটি সুবিধা তুলে দিল সংস্থা। ওই তিনটি সুবিধা পেতে হলে এবার শ্রোতাদের সাবস্ক্রিপশন নিতে হবে।

Advertisements

মনে করা হচ্ছে শ্রোতারা যাতে সাবস্ক্রিপশন প্ল্যানে স্থানান্তরিত হন তার জন্যই এমন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সংস্থার তরফ থেকে ২০১৯ সাল থেকে বিনামূল্যে নানান ফিচার্স দেওয়া হয়ে থাকলেও এখন প্লে ইন এনি অর্ডার, ট্যাপিং ব্যাক এবং রিপিট সংস এই তিনটি ফিচার্স বিনামূল্যের ইউজারদের থেকে তুলে দেওয়া হয়েছে। এক্ষেত্রে এই ধরনের ফিচার্স পেতে হলে ব্যবহারকারীদের সাবস্ক্রিপশন নিতে হবে।

Advertisements

সাবস্ক্রিপশনের ক্ষেত্রে দুই ধরনের প্ল্যান আনা হয়েছে। একটি হলো প্রতি মাসে ১১৯ টাকা এবং আরেকটি হলো প্রতি মাসে ১৭৯ টাকা। সাবস্ক্রিপশন যে প্ল্যানগুলি রয়েছে তাতে গ্রাহকদের গান শোনার সময় কোন বিজ্ঞাপন দেখানো হয় না। এর পাশাপাশি সিঙ্গেল মোবাইল ডিভাইসে ৩০ টি গান ডাউনলোড করে রাখা যায়। এই সুবিধা দেওয়া হয় ১১৯ টাকার সাবস্ক্রিপশন প্ল্যানে। এই প্ল্যান ব্যক্তিগতভাবে ব্যবহার করার জন্য।

অন্যদিকে ১৭৯ টাকার যে প্ল্যান রয়েছে সেটি পারিবারিকভাবে ব্যবহার করা যায়। এই প্ল্যান যারা ব্যবহার করেন তারা একসঙ্গে পাঁচটি ডিভাইসে ব্যবহার করতে পারবেন Spotify। এছাড়াও তারা পাঁচটি ডিভাইসে ১০০০০ গান ডাউনলোড করে রাখার অনুমতি পেয়ে থাকেন। পাশাপাশি এই প্ল্যান ব্যবহার করা হলে বিজ্ঞাপনের ঝামেলা থাকেনা।

Advertisements