কার্যত লকডাউন থেকে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, ৩টি ঘোষণা মুখ্যমন্ত্রীর

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : আগেই আন্দাজ করা হয়েছিল রাজ্যে করোনা সংক্রমণ ঠেকাতে যে কঠোর বিধিনিষেধ অর্থাৎ কার্যত লকডাউন জারি করা হয়েছে তার মেয়াদ বাড়ানো হতে পারে এক থেকে দু সপ্তাহ। আর সেই অনুমানকে সত্যি করেই বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে এই কড়া বিধিনিষেধ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে তিনটি বড় ঘোষণা করলেন।

Advertisements

Advertisements

১) কঠোর এই বিধিনিষেধ বাড়ানো হলো জুন মাসের ১৫ তারিখ পর্যন্ত। তবে শিল্প ক্ষেত্রে বেশ কিছু ছাড় দেওয়ার ঘোষণাও করা হয়। ছাড় দেওয়া হয়েছে পাট শিল্প এবং নির্মাণ শিল্পের ক্ষেত্রে। পাটশিল্পের ৩০% এর পরিবর্তে ৪০% কর্মীরা কাজে যোগ দিতে পারবেন। অন্যদিকে নির্মাণ শিল্পের ক্ষেত্রে যাদের নিজস্ব জায়গা রয়েছে সেই সকল জায়গায় টিকা নেওয়ার পর কর্মীদের নিয়োগ করে নির্মাণ শিল্প চালিয়ে যেতে পারবে বলে জানানো হলো।

Advertisements

২) উচ্চমাধ্যমিক পরীক্ষার মাধ্যমিক পরীক্ষার আগেই নেওয়া হবে। জুলাই মাসের শেষ সপ্তাহে নেওয়া হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার্থীরা নিজেদের স্কুলের পরীক্ষা দেবে। কেবলমাত্র আবশ্যিক বিষয়গুলির পরীক্ষা নেওয়া হবে। বাকি পরীক্ষার নম্বর দেওয়া হবে আগের পরীক্ষার ভিত্তিতে। পাশাপাশি পরীক্ষার সময় কমিয়ে দেওয়া হবে। প্রশ্নপত্র যেহেতু আগেই তৈরি হয়ে গেছে তাই পূর্ণমানের অর্ধেক উত্তর দিতে হবে। আর মাধ্যমিক পরীক্ষা হবে আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে।

৩) ঘূর্ণিঝড় ইয়াস আছড়ে পড়ার পর ইতিমধ্যেই ক্ষয়ক্ষতির পরিমাণ হিসেব করে ফেলেছে রাজ্য সরকার। সেই ক্ষয়ক্ষতির হিসাবের খতিয়ান তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এই ঘূর্ণিঝড়ের কারণে রাজ্যের ১৫ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। ১.১৬ লক্ষ হেক্টর কৃষিজমির ক্ষতি হয়েছে। যার আর্থিক ক্ষতি প্রায় ২০০০ কোটি টাকা।

[aaroporuntag]
পাশাপাশি তিনি জানান আগামী ৩ থেকে ১৮ জুন ‘দুয়ারে ত্রাণ’ শিবিরের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের আবেদন নেওয়া হবে। কারও মাধ্যমে নয়, যিনি ক্ষতিগ্রস্ত, তিনি সরাসরিই আবেদন জানাতে পারবেন। আবেদন গ্রহণের পর আগামী ১৯ থেকে ৩০ জুন, এই সময়ে আবেদনগুলি খতিয়ে দেখা হবে এবং তারপর ১ থেকে ৮ জুলাইয়ের মধ্যে সরাসরি ক্ষতিগ্রস্তরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা দেওয়া হবে।

Advertisements