বদলে গেল আয়করের এই ৩ নিয়ম, ভুল করার আগে জেনে নেওয়া দরকার

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : প্রতিমাসের শুরুতে দেখা যায় কোন না কোন ক্ষেত্রে নিয়মে পরিবর্তন আনে কেন্দ্র। আমজনতার সুবিধার্থে অথবা সরকারের সুবিধার্থে এই সকল পরিবর্তন আনা হয়। এ সকল পরিবর্তন জানা না থাকলে বহু মানুষকেই নানান অসুবিধার সম্মুখীন হতে দেখা যায়।

Advertisements

অন্যান্য মাসের মত শুক্রবার থেকে শুরু হলো নতুন মাস জুলাই। নতুন মাসের এই শুরুতে একাধিক পরিবর্তন আনা হয়েছে। একাধিক এই পরিবর্তনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি পরিবর্তন আনা হয়েছে আয়কর বিভাগের তরফ থেকে। গুরুত্বপূর্ণ এই তিনটি পরিবর্তন সম্পর্কে জানা না থাকলে অসুবিধায় পড়তে হবে আমজনতাকে।

Advertisements

১) যে সকল নাগরিকরা তাদের প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করাননি তাদের জুলাই মাস থেকে এই লিংক করানোর জন্য এক হাজার টাকা করে জরিমানা দিতে হবে। জুন মাস পর্যন্ত এই জরিমানার পরিমাণ ছিল ৫০০ টাকা।

Advertisements

২) ক্রিপ্টোকারেন্সি মারফত লেনদেনের ক্ষেত্রে গত ১ এপ্রিল থেকে ৩০% আয়কর প্রদান করার নিয়ম চালু হয়। এই নিয়ম চালু হওয়ার পর এবার ১ জুলাই থেকে চালু হচ্ছে এর উপর টিডিএস। এখন গ্রাহকদের এই সকল লেনদেনের ক্ষেত্রে এক শতাংশ টিডিএস দিতে হবে। এক্ষেত্রে লাভ-ক্ষতি বিচার্য না হলেও ক্ষতি হলে তা দেখিয়ে টিডিএস রিফান্ডের জন্য আবেদন করতে পারবেন।

৩) ১৯৬১ সালের আয়কর আইনে একটি নতুন ধারা ১৯৪R যোগ করা হয় চলতি বছর বাজেটে। এই নতুন নিয়ম অনুসারে সোশ্যাল মিডিয়ায় সেলস প্রোমোশনের জন্য ডাক্তার ও সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় ব্যক্তিদের দিতে ১০ শতাংশ টিডিএস। কোন অর্থ বর্ষে ২০ হাজার টাকার বেশি লাভ হলেই এই tds গুনতে হবে।

Advertisements