নিজস্ব প্রতিবেদন : ক্যালেন্ডারে মার্চ মাসকে (March) অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাস হিসাবে ধরা হয়ে থাকে। মার্চ মাসের এমন গুরুত্ব রয়েছে বিভিন্ন কারণে। কেননা মার্চ মাস হল একটি অর্থ বর্ষের শেষ মাস। অর্থাৎ মার্চ মাসে ইয়ার এন্ডিং হয়ে থাকে এবং এপ্রিল মাস থেকে শুরু হয় নতুন অর্থবর্ষ। যে কারণে মার্চ মাসে (March Holidays) কোন কোন দিন ছুটি রয়েছে সেই বিষয়টিও দেখে নেওয়া অত্যন্ত জরুরি।
সরকারি কর্মচারীদের যে ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে সেই ছুটির তালিকা অনুযায়ী মার্চ মাসে সরকারি কর্মচারীরা টানা তিন দিন তিনটি ছুটির সুযোগ পাচ্ছেন। ফেব্রুয়ারি মাসে এই ধরনের টানা ছুটির কোন সুযোগ পাওয়া যায়নি। যে কারণে অনেকেই রয়েছেন যাদের ঘুরতে যাওয়ার পরিকল্পনা থাকলেও কোনরকম প্ল্যান করতে পারেননি।
মার্চ মাসে পশ্চিমবঙ্গের যে সকল সরকারি কর্মচারীরা রয়েছেন তারা দ্বিতীয় সপ্তাহেই টানা তিন দিন ছুটি পাবেন। মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে ৮ মার্চ শিবরাত্রি উপলক্ষে ছুটির ঘোষণা করা হয়েছে। ৮ মার্চ দিনটি পড়েছে শুক্রবার। যে কারণে ওই দিন ছুটির পর আবার অফিস কাছারি শনিবার ও রবিবার বন্ধ থাকবে। স্বাভাবিকভাবেই এই তিন দিনের ছুটিতে কাজে লাগিয়ে অনেকেই কাছেপিঠে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করতে পারেন। তবে শুক্রবার শিবরাত্রি উপলক্ষে ছুটি থাকলেও শনিবার কুল কাছারি সহ সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলি খোলা থাকবে।
আরও পড়ুন ? Bank Holiday list March 2024: মার্চ মাসে কোন কোন দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, দেখে নিন তালিকা
অন্যদিকে ৮ মার্চ শিবরাত্রি উপলক্ষে শুক্রবার সরকারি ছুটির পর পরবর্তী ছুটি রয়েছে দোলযাত্রা ও হোলি উপলক্ষে। যদিও এই বছর দোলযাত্রা এবং হোলির জন্য একই দিনেই ছুটি দেওয়া হয়েছে। আর সেই দিনটি হল ২৫ মার্চ। ২৫ মার্চ আবার করেছে সোমবার। যে কারণে হোলি বা দোলের সময়ও তিনদিনের টানা ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা। হোলির সময় এমনিতেই বিভিন্ন জায়গা ঘুরতে যাওয়ার প্ল্যান থাকে অনেকের, আর এই টানা তিন দিনের ছুটিতে কাজে লাগিয়ে অনায়াসে ঘুরে আসা যেতে পারে।
সরকারি কর্মচারীরা ২৩ ও ২৪ মার্চ শনিবার এবং রবিবার হওয়ার কারণে ছুটি পাবেন। আর ২৫ মার্চ হোলি ও দোলযাত্রা উপলক্ষে ছুটি রয়েছে। তবে অফিস কাছারি শনিবার ও রবিবার বন্ধ থাকলেও শনিবার খোলা থাকবে স্কুল কলেজ সহ সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলি। অন্যদিকে ২৯ মার্চ গুড ফ্রাইডে উপলক্ষে সরকারি কর্মচারী থেকে শুরু করে স্কুল কলেজ ও সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলির শিক্ষক শিক্ষিকারা ছুটি পাবেন। এরপর রয়েছে শনিবার ও রবিবার। অফিস কাছারির সরকারি কর্মচারীরা এবারও টানা তিন দিন ছুটি পাবেন মার্চের শেষে।