Free LPG Cylinder: চিন্তার দিন শেষ, বছরে ৩টি রান্নার গ্যাস সিলিন্ডার বিনামূল্যে দেওয়ার ঘোষণা রাজ্যের

Madhab Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : রান্নার গ্যাস সিলিন্ডার (LPG Cylinder) এখন প্রত্যেক বাড়ির অত্যন্ত জরুরি একটি জিনিসে পরিণত হয়েছে। এখন আর অধিকাংশ নাগরিকরা কাঠ কয়লা বা কেরোসিনে রান্না করেন না। অধিকাংশ মানুষরাই এখন রান্নার জন্য এলপিজি ব্যবহার করে থাকেন। আবার বাড়িতে বাড়িতে রান্নার গ্যাস কানেকশন আরো দ্রুততার সঙ্গে পৌঁছে গিয়েছে মূলত প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায়।

বাড়ি বাড়ি রান্নার গ্যাস কানেকশন পৌছে যাওয়া থেকে শুরু করে সরকারের তরফ থেকে বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হলেও রান্নার গ্যাস সিলিন্ডারের দাম রীতিমতো অতিষ্ঠ করে থাকে সাধারণ মানুষদের। যদিও গত কয়েক মাস থেকে কেন্দ্র সরকার রান্নার গ্যাস সিলিন্ডার প্রতি ভর্তুকির পরিমাণ বৃদ্ধি করায় অনেকটাই সস্তায় মিলছে রান্নার গ্যাস সিলিন্ডার। আর এই সকল সুযোগ-সুবিধার মধ্যেই এবার ৩টি রান্নার গ্যাস সিলিন্ডার পুরো বিনামূল্যে (Free LPG Cylinder) দেওয়ার ঘোষণা করা হলো।

ঘোষণা অনুযায়ী বছরে তিনটি রান্নার গ্যাস সিলিন্ডার সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে অর্থাৎ যার জন্য কোন টাকা খরচ করতে হবে না। অনেক ছোট পরিবার রয়েছে যাদের দু’মাস তিন মাস অন্তর অন্তর একটি করে রান্নার গ্যাস সিলিন্ডার প্রয়োজন হয়। বছরে তিনটি রান্নার গ্যাস সিলিন্ডার সম্পূর্ণ বিনামূল্যে দেওয়ার ঘোষণায় স্বাভাবিকভাবেই ওই সকল ছোট পরিবারগুলির রান্না করার খরচ অনেকটাই কমে যাবে। স্বাভাবিকভাবেই স্বস্তি ফিরেছে আমজনতার।

আরও পড়ুন 👉 Vi New Tariff Plan: জিও, এয়ারটেল বাড়িয়েছে, এবার প্ল্যানের দাম বাড়াল Vi! কত টাকা বাড়ল

শুক্রবার মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা অর্থমন্ত্রী অজিত পাওয়ার বাজেট পেশ করেন। যে বাজেট পেশ করার সময় তিনি বছরে তিনটি রান্নার গ্যাস সিলিন্ডার সম্পূর্ণ বিনামূল্যে দেওয়ার ঘোষণা করেন। ঘোষণা অনুযায়ী মুখ্যমন্ত্রী অন্ন ছাত্রা যোজনা প্রকল্পের আওতায় বছরে তিনটি করে রান্নার গ্যাস সিলিন্ডার সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্প হোক অথবা সাধারণ গ্রাহক, যারাই এই প্রকল্পের আওতায় থাকবেন তারাই বছরে তিনটি করে রান্নার গ্যাস সিলিন্ডার বিনামূল্যে পাবেন।

মুম্বাইয়ে রান্নার গ্যাস সিলিন্ডারের দামের দিকে তাকালে দেখা যাবে সেখানে সাধারণ গ্রাহকরা ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডার পেয়ে থাকেন ৮০২.৫০ টাকায়। যারা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় রয়েছেন তারা সিলিন্ডার পাচ্ছেন ৫০২.৫০ টাকায়। এক্ষেত্রে সাধারণ গ্রাহকরা রান্নার গ্যাস সিলিন্ডারের পিছনে বছরে অন্ততপক্ষে ২৪০০ টাকা এবং প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় থাকা গ্রাহকরা বছরে ১৫০০ টাকা সাশ্রয় করার সুযোগ পাবেন।