১৫১ টাকাতেই ইন্টারনেট, আবার ৩ মাস Disney+ Hotstar, অন্যদের ঘুম কাড়ছে এই সংস্থা

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারে যে সকল টেলিকম সংস্থা রয়েছে তাদের মধ্যে প্রথম স্থান অধিকার করা টেলিকম সংস্থা হল জিও। এই টেলিকম সংস্থার পরেই দ্বিতীয় স্থানে রয়েছে এয়ারটেল। তবে এই দুই টেলিকম সংস্থার ঘুম কেড়ে একটি টেলিকম সংস্থা এমন অফার নিয়ে এলো যার রীতিমত খরচ বাঁচাবে গ্রাহকদের।

বর্তমানে যখন অধিকাংশ টেলিকম সংস্থা তাদের গ্রাহকদের ইন্টারনেট খরচ বাড়াচ্ছে সেই সময় এই টেলিকম সংস্থাটি ইন্টারনেট, তার সঙ্গে আবার ৩ মাসের জন্য Disney+ Hotstar বিনামূল্যে দিয়ে আলাদা চমক এনে দিয়েছে। কেননা অনেকেই রয়েছেন যারা মোবাইলেই খেলা থেকে শুরু করে বিভিন্ন সিনেমা, সিরিয়াল দেখে থাকেন

মাত্র ১৫১ টাকায় এমন অফার দেওয়া টেলিকম সংস্থাটির নাম হল ভোডাফোন আইডিয়া। ভারতের বাজারে যে তিন বেসরকারি টেলিকম সংস্থা রয়েছে তাদের মধ্যে এই টেলিকম সংস্থাটি একটি। বর্তমানে তাদের গ্রাহক সংখ্যা অনেক কমে গেলেও তারা নতুন করে গ্রাহক সংখ্যা বৃদ্ধি করার লক্ষ্যে এমন নতুন নতুন অফার নিয়ে আসছে।

আবার দেশের অন্য দুই বেসরকারি টেলিকম সংস্থা যখন দেশজুড়ে 5G পরিষেবা চালু করে দিয়েছে সেই সময় ভোডাফোন আইডিয়া তাদের গ্রাহকদের জানাতে পারেনি কবে তারা 5G লঞ্চ করবে। এমন পরিস্থিতিতে অনেক গ্রাহক এই সংস্থার থেকে যখন মুখ ঘুরিয়ে নিচ্ছেন সেই সময় তাদের ধরে রাখার জন্য একাধিক অফার নিয়ে আসা হচ্ছে তাদের তরফ থেকে।

১৫১ টাকা : এটি আসলে ভোডাফোন আইডিয়ার অ্যাড অন প্ল্যান। এই প্ল্যান রিচার্জ করলে গ্রাহকরা মোট ৮ জিবি ডেটা পেয়ে থাকেন। এই ডেটা একমাস অর্থাৎ ৩০ দিনের জন্য দেওয়া হয় গ্রাহকদের। তবে এর সঙ্গেই রয়েছে পুরো ৯০ দিন অর্থাৎ তিন মাসের জন্য Disney+ Hotstar সাবস্ক্রিপশন বিনামূল্যে।