উচ্চমাধ্যমিকে ৪৯৪ পেয়ে রাজ্যে সম্ভাব্য ষষ্ঠ বীরভূমের ৩ জন

Madhab Das

Updated on:

নিজস্ব প্রতিবেদন : শুক্রবার বিকাল সাড়ে তিনটের সময় প্রকাশিত হয় ২০২০ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। চলতি বছর করোনাভাইরাসের প্রকোপের কারণে তিনটি পরীক্ষা বাতিল হওয়ায় শিক্ষা সংসদের তরফ থেকে এবছর মেধাতালিকা প্রকাশ করা হয়নি। তবে মেধাতালিকা প্রকাশ করা না হলেও সংসদের তরফ থেকে জানানো হয় চলতি বছর পরীক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ নম্বর ৪৯৯। আর এই নম্বর প্রাপকদের তালিকায় বোলপুরের রৌনক সাহা পেয়েছে ৪৯৮, রামপুরহাটের মঞ্জিমা মন্ডল পেয়েছে ৪৯৬ এবং একসাথে বীরভূমের আরও তিনজন পেয়েছে ৪৯৪।

এবছর উচ্চ মাধ্যমিকে ৪৯৪ নম্বর পাওয়া এই তিনজন হল কৃষ্ণ চরণ মৌলিক, অঙ্কেশ ব্যানার্জি এবং প্রকাশ মণ্ডল। কৃষ্ণ চরণ মৌলিক রামপুরহাট জিতেন্দ্র লাল বিদ্যাভবনের ছাত্র। অঙ্কেশ ব্যানার্জি বীরভূমের সাঁইথিয়া টাউন হাইস্কুলের ছাত্র এবং প্রকাশ মণ্ডল মাড়গ্রাম হাইস্কুলের ছাত্র। এই তিনজনেরই শতাংশের বিচারে প্রাপ্ত নম্বর হলো ৯৮.৮০ শতাংশ।

সাঁইথিয়া টাউন হাইস্কুলের ছাত্র অঙ্কেশ ব্যানার্জি উচ্চ মাধ্যমিকে ৪৯৪ নম্বর পেয়ে জানিয়েছে, “পড়াশোনার বিষয়ে বাঁধাধরা কোন সময় ছিল না। শিক্ষকরা যেটুকু কাজ দিতেন সেই কাজগুলি ঠিকঠাক করে নিতাম। পরীক্ষার জন্য আলাদাভাবে সেরকম কিছু পড়াশোনা করতাম না, অন্যান্য সময়ে যেমন পড়াশোনা করতাম সেরকমই। ভবিষ্যতে আমি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে চাই।”